ভিন্ন দেশের ব্যাংকের ক্লোন কার্ডের মাধ্যমে টাকা উঠানো হতো

0
0

18-05-16-RAB_Arrested-2

বিভিন্ন দেশের ব্যাংকের গ্রাহকদের এটিএম কার্ডের তথ্য চুরি করে অন্যদেশে এসে টাকা তুলতো চীনা নাগরিক জিয়ান হুই ও তার সঙ্গীরা।বৃহস্পতিবার (১৯ মে) বিকেলে র‌্যাব-২ এর কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র‌্যাবের গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার মুফতি মাহমুদ খান।

মাহমুদ খান জানান, গ্রেফতার চীনা নাগরিক জিয়ান হুই ও তার অপর দুই সঙ্গী বাংলাদেশ থেকে এখন পর্যন্ত ইন্টারন্যাশনাল ক্লোন কার্ডের মাধ্যমে ৫ লাখ ৭৫ হাজার টাকা তুলেছেন। এদের মধ্যে জিয়ান হুই ধরা পড়লেও দেশ ছেড়ে বুধবার (১৮ মে) পালিয়ে যায় তার অপর দুই সঙ্গী।তনি আরও জানান, তারা সবাই উত্তরায় তাদের পরিচিত এক চীনা নাগরিকের বাসায় থেকে এসব কাজ করতো। সেখানে তারা অতিথি হিসেবে থাকতো।

সম্প্রতি তারা সৌদি আরবের কয়েকটি ব্যাংকের এটিএম কার্ডের তথ্য চুরি করে ট্রাভেল ভিসায় বাংলাদেশে এসে এ অবৈধ কর্মকাণ্ড করতে থাকে। বুধবার বেলা ১১টার দিকে রাজধানীর এলিফ্যান্ট রোডে প্রাইম ব্যাংকের এটিএম বুথ থেকে অবৈধভাবে টাকা তোলার অভিযোগে তাকে গ্রেফতার করা হয়। পরে তাকে জিজ্ঞাসাবাদের পর এ সব তথ্য পাওয়া যায় বলে জানান র‌্যাবের ওই কর্মকর্তা। এদিকে, রাজধানীর এলিফ্যান্ট রোডে প্রাইম ব্যাংকের একটি এটিএম বুথ থেকে জালিয়াতি করে টাকা তোলার মামলায় গ্রেপ্তার চীনা নাগরিকের এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার ঢাকার অতিরিক্ত মহানগর হাকিম আলমগীর কবির এ আদেশ দেন। ওই চীনা নাগরিকের নাম জু জিয়ানহুই (৩৮)।

এর আগে মামলার তদন্তকারী কর্মকর্তা নিউমার্কেট থানার পুলিশ পরিদর্শক মো. মাহবুবুর রহমান এ আসামিকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন।রিমান্ড আবেদনে বলা হয়েছে, এই আসামি ১৮ মে নিউমার্কেট থানাধীন বাটা সিগন্যাল মোড়ে প্রাইম ব্যাংকের একটি এটিএম বুথ থেকে ৬৬ হাজার টাকা তোলেন। তাঁর গতিবিধি সন্দেহজনক মনে হলে ওই বুথের নিরাপত্তারক্ষী তাঁকে আটক করেন। পরে নিরাপত্তাকর্মী বিষয়টি ব্যাংক কর্তৃপক্ষকে জানান। কর্তৃপক্ষ র‌্যাবকে খবর দেয়। পরে র‌্যাব এসে তাঁকে আটক করে। এ ঘটনায় আজ নিউমার্কেট থানায় মামলা করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদের জানা গেছে, এ আসামির সঙ্গে আরও দুজন অজ্ঞাত চীনা নাগরিক জড়িত আছেন। তাঁর কাছ থেকে তিনটি এটিএম কার্ড উদ্ধার করা হয়। এর মধ্যে একটি কার্ড চায়নিজ। অজ্ঞাত ওই দুই চীনা নাগরিকের সহায়তায় এই আসামি অন্যের এটিএম কার্ড ব্যবহার করে প্রাইম ব্যাংকের বুথ থেকে টাকা তোলেন। অপর আসামিদের গ্রেপ্তারের জন্য এ আসামিকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা জরুরি। শুনানি শেষে আদালত এক দিনের রিমান্ড মঞ্জুর করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here