গাজীপুরে শিশু স্কুল ছাত্রীকে পাশবিক নির্যাতনের পর হত্যার প্রতিবাদে ও বিচারের দাবীতে বিক্ষোভ ও মানব বন্ধন ॥

0
0

Gazipur-(3)- 18 May 2016-Human Chain For Proper Justice  of Child Murder-1

গাজীপুরে দ্বিতীয় শ্রেনীর শিশু ছাত্রী মায়া আক্তারকে (৮) পাশবিক নির্যাতনের পর হত্যার প্রতিবাদে এবং আসামীদের দৃষ্টান্তমুলক শাস্তির দাবীতে বুধবার দুপুরে বিক্ষোভ মিছিল, মানব বন্ধন ও সমাবেশ করেছে স্কুলের ছাত্র-ছাত্রী ও অভিবাবকরা।

জানা গেছে, গাজীপুর সিটি কর্পোরেশনের হায়দরাবাদ সরকারী প্রাথমিক বিদালয়ের ২য় শ্রেনীর ছাত্রী মায়া আক্তারকে পাশবিক নির্যাতনের পর হত্যা করার প্রতিবাদে এবং দোষীদের দৃষ্টান্ত মুলক শাস্তির দাবীতে বুধবার দুপুরে হায়দরাবাদ এলাকায় দীর্ঘ মানব বন্ধন ও বিক্ষোভ করেছে নিহতের সহপাঠি ওই বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী অভিভাবকরা। এসময় তারা প্রতিবাদ সমাবেশ করেছে। সমাবেশে বক্তারা শিশু স্কুল ছাত্রী মায়া হত্যার ঘটনায় দায়ীদের কোন প্রকার জামিন না দিয়ে ফাঁসির দাবী করেন। এর আগে নিহতের সহপাঠি ওই বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী অভিভাবকরা ওই দাবীতে একটি বিক্ষোভ মিছিল বের করে বিদ্যালয় ও আশে পাশের এলাকা প্রদক্ষিণ করে।

উল্লেখ্য, গাজীপুর সিটি কর্পোরেশনের হায়দরাবাদের দাখিনখান এলাকার বাসিন্দা রাজমিস্ত্রি কামাল হোসেনের মেয়ে মায়া আক্তার মিলিকে (৮) পারিবারিক বিরোধের কারনে তুচ্ছ ঘটনার জেরে গত রবিবার শ্বাসরোধে হত্যা করে লাশ টয়লেটের সেপটিক ট্যাংকে চুবিয়ে রাখে নিহতের চাচাতো ভাই রহমত উল্লাহ মনা (১৮)। পরে রাত ১১টার দিকে কামালের বড় ভাই আবুল কালামের কাঁচা টয়লেটের সেপটিক ট্যাংক থেকে গলায় রশি দিয়ে পেঁচানো মায়ার লাশ উদ্ধার করা হয়। এ ব্যাপারে নিহতের বাবা বাদী হয়ে সোমবার জয়দেবপুর থানায় মামলা করেন। মামলায় তার ভাতিজা রহমত উল্লাহ ওরফে মনা (১৮) এবং মনার মা ফজিলত বেগম ওরফে ফাতেমা (৪০) ও তার বোন নাসিমা আক্তারকে (২২) আসামি করা হয়েছে। পুলিশ মনার মা ও তার বোনকে সোমবার গ্রেফতার করে। পরে মঙ্গলবার দুপুরে পুলিশ মনাকে রাজধানী মিরপুরের রুপগঞ্জ হাউজিং সোসাইটি এলাকায় তার বোনের বাসা থেকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত মনা বিকেলে গাজীপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট ইলিয়াস রহমানের আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তি মুলক জবানবন্দি দিয়ে মায়াকে হত্যা করার কথা স্বীকার করে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here