চ্যাম্পিয়ন হতে হলে শেষ ম্যাচে জিততেই হতো বার্সেলোনাকে। লুইস সুয়ারেজের হ্যাটট্রিকে স্প্যানিশ লা লিগার শিরোপা ধরে রাখতে সমস্যা হয়নি লুইস এনরিকের শিষ্যদের। গ্রানাদার মাঠে ৩-০ গোলে জিতে ২৪তম লা লিগা জয়ের আনন্দে মেতে উঠেছে কাতালান পরাশক্তিরা।
শিরোপা জয়ের সম্ভাবনা ছিল রিয়াল মাদ্রিদেরও। তবে শেষ ম্যাচে বার্সা পয়েন্ট নষ্ট করলেই শুধু চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা থাকতো রিয়ালের। চিরপ্রতিদ্বন্দ্বীরা জিতে যাওয়ায় চার মৌসুম পর শিরোপা ফিরে পাওয়ার আশা পূরণ হয়নি রিয়ালের।
ক্রিস্টিয়ানো রোনালদোর দুবারের লক্ষ্যভেদে দেপোর্তিভো লা করুনার মাঠে ২-০ গোলে জিতেও রানার্সআপ হওয়ার সান্ত্বনা নিয়ে লিগ শেষ করতে হচ্ছে রেকর্ড ৩২বারের চ্যাম্পিয়নদের। ৩৮ ম্যাচ থেকে বার্সেলোনার সংগ্রহ ৯১ পয়েন্ট, আর রিয়ালের ৯০ পয়েন্ট।
গ্রানাদার মাঠে ২২ মিনিটে সুয়ারেজের গোলে এগিয়ে যাওয়ার পর আর পেছনে ফিরে তাকাতে হয়নি বার্সাকে। ৩৮ মিনিটে ব্যবধান দ্বিগুণ করার পর উরুগুয়ের তারকা স্ট্রাইকারের হ্যাটট্রিকের আশা পূরণ হয়েছে ৮৬ মিনিটে। ৪০ গোল করে সুয়ারেজই এবারের লা লিগার সর্বোচ্চ গোলদাতা। ৩৫ গোল নিয়ে দ্বিতীয় স্থানে আছেন রোনালদো। তৃতীয় স্থানে থাকা লিওনেল মেসির গোল ২৬টি।
গত মৌসুমে ট্রেবল জিতলেও এবার চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে হেরে যাওয়ায় তিনটি শিরোপা জয়ের আশা শেষ হয়ে গেছে বার্সেলোনার। তবে ডাবল জয়ের সম্ভাবনা আছে। সেজন্য কোপা দেল রের শিরোপা জিততে হবে মেসি-নেইমারদের। আগামী ২২ মে এই প্রতিযোগিতার ফাইনালে বার্সার প্রতিপক্ষ সেভিয়া।