মার্কিন ঘাঁটিতে হামলার পরিকল্পনা: বাংলাদেশী যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

0
44

usa
যুক্তরাজ্যে অবস্থিত মার্কিন বিমান ঘাঁটিতে হামলার পরিকল্পনার দায়ে বাংলাদেশী বংশোদ্ভূত এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে দেশটির আদালত। শুক্রবার কিংস্টন ক্রাউন কোর্ট লুটনের বাসিন্দা জুনায়েদ খানকে (২৫) এই দ- দেয়া হয়। জুনায়েদ যুক্তরাজ্যে একটি কোম্পানির ‘ডেলিভারি ড্রাইভার’ হিসাবে কর্মরত ছিলেন। গত বছর তিনি পুলিশের হাতে আটক হন।

পুলিশ জানায়, জুনায়েদ সিরিয়ায় ইসলামিক স্টেট-আইএস নেতাদের কাছে পাঠানো এক বার্তায় প্রেসার কুকারে বোমা নিয়ে বিস্ফোরণ ঘটানোর পাশাপাশি মার্কিন সেনাদের ছুরিকাঘাতে হত্যার পরিকল্পনা করছিল। মামলার নথিতে বলা হয়, পুলিশ জুনায়েদের বাড়িতে আইএসের পতাকা, বোমা তৈরির নির্দেশিকা এবং হামলা পরিচালনার জন্য ছুরি কেনার তথ্য পায়।

পুলিশের দাবি, জুনায়েদের স্বজন সাজিব খান আইএসে যোগ দিতে সিরিয়ায় পাড়ি জমিয়েছিলো। জুনায়েদেরও সেই পরিকল্পনা ছিল। সাজিব দ্বারা উদ্বুদ্ধ হয়েই সে হামলার পরিকল্পনা করে। যুক্তরাজ্যের ইস্ট এংলিয়ায় মার্কিন বিমান ঘাঁটিতে হামলার পরিকল্পনা করে জুনায়েদ আইএসের সঙ্গে যোগাযোগ করেছিলেন বলে গত বছর খবর বেরিয়েছিলো।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here