কান উৎসবে তৌকীর-বিপাশা

0
0

কান উৎসবে তৌকীর-বিপাশা

৬৯তম কান চলচ্চিত্র উৎসবে যোগ দিয়েছেন অভিনেতা তৌকীর আহমেদ ও বিপাশা হায়াত। শুক্রবার উৎসবে পৌঁছেছেন এই অভিনয়শিল্পী জুটি। তাঁরা একটি ছবির উদ্বোধনী প্রদর্শনীতেও উপস্থিত ছিলেন।তৌকীর আহমেদ তাঁর সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে কান উৎসবে প্রথম দিনের অভিজ্ঞতা সম্পর্কে লিখেছেন, আ ওয়ান্ডারফুল সেলিব্রেশন অব ফিল্মস (সিনেমার অসাধারণ এক উদ্যাপন)। ফেসবুকে কান উৎসবে তাঁদের দুজনের ছবিও মিলেছে।এবার কান উৎসবের বাণিজ্যিক শাখা মার্শে দু ফিল্মে প্রদর্শিত হচ্ছে তৌকীর আহমেদ পরিচালিত ইমপ্রেস টেলিফিল্মের ছবি অজ্ঞাতনামা। ছবিটি জোরেশোরে নিজের উপস্থিতি জানান দিচ্ছে। দক্ষিণ ফ্রান্সের শহর কানে এলেন বাংলাদেশের তারকা দম্পতি তৌকীর আহমেদ ও বিপাশা হায়াত।শুক্রবারপ্যালে ডি ফেস্টিভ্যাল ভবনের গ্র্যান্ড থিয়েটার লুমিয়েরে ব্রুনো ডুমের ‘স্ল্যাক বে’ ছবিটি উপভোগ করেছেন তারা। তবে এজন্য টিকিট সংগ্রহ করতে হয়েছে তাদের।প্রেক্ষাগৃহে ঢোকার পথে বসানো আছে লালগালিচা। ছবিটি দেখার আমন্ত্রণপত্র পাওয়ার সুবাদে এখানে পা মাড়াতে পেরেছেন দু’জন। লালগালিচায় হেঁটে সিঁড়ি বেয়ে ওপরে ওঠার আগে কয়েকটি ছবিও তোলেন তারা।

ছবি দেখা শেষে ভবনের বাইরে বেরোতেই বিদেশি আলোকচিত্রীদের সামনে পড়তে হয়েছে বিপাশা হায়াতকে। কালো শাড়িতে তাকে দারুণ লেগেছে। তাই ভিনদেশি কয়েকজন ফটোগ্রাফার তার ছবি তোলার আগ্রহ দেখান।কান চলচ্চিত্র উৎসবের ৬৯তম আসরের বাণিজ্যিক শাখা মার্শে দ্যু ফিল্মে তৌকীর আহমেদ পরিচালিত অজ্ঞাতনামা অংশ নিচ্ছে। কানে তার আসার উদ্দেশ্য মূলত এটাই। বিপাশা এসেছেন তাকে সঙ্গ দিতে।

আগামী ১৭ মে সন্ধ্যা ছয়টায় (বাংলাদেশ সময় রাত দশটা) উৎসবের মূল কেন্দ্র প্যালে ডি ফেস্টিভ্যাল ভবনের চারতলায় প্যালে আই মিলনায়তনে দেখানো হবে ‘অজ্ঞাতনামা’। এজন্য ছবিটির প্রযোজনা প্রতিষ্ঠান ইমপ্রেস টেলিফিল্মের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, চ্যানেল আইয়ের পরিচালক (বিপণন) ইবনে হাসান খানসহ একটি প্রতিনিধি দল কানে আসছেন। অজ্ঞাতনামা’য় অভিনয় করেছেন মোশাররফ করিম, নিপুণ, শহীদুজ্জামান সেলিমসহ অনেকে। এটি পরিচালক হিসেবে তৌকীরের চতুর্থ ছবি। অন্যগুলো হলো জয়যাত্রা (২০০৪), রূপকথার গল্প (২০০৬) ও দারুচিনি দ্বীপ (২০০৭)।মার্শে দ্যু ফিল্মে এবার বাংলাদেশ থেকে অমিতাভ রেজা পরিচালিত আয়নাবাজি ছবিটিও অংশ নিচ্ছে। এজন্য তিনি কানে এসে পৌঁছেছেন। আসছেন এ ছবির প্রযোজকরাও ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here