টেকনাফে শরনার্থী ক্যাম্পে ডাকাতের হামলায় আনসার নিহত: অস্ত্র লুট

0
0

টেকনাফে শরনার্থী ক্যাম্পে ডাকাতের হামলায় আনসার নিহত

কক্সবাজারের টেকনাফ নয়াপাড়া শরনার্থী ক্যাম্পে হামলা চালিয়েছে। এসময় এক আনসার সদস্য নিহত হয়েছ। ডাকাতেরা ১১ টি অস্ত্র লুট করে নিয়ে যায়।নিহত আনসার সদস্যের বাড়ি টাঙ্গাইলের শফিপুরের মৃতত শুক্কুর আলীর ছেলে আলী হোসেন (৫৫)বলে জানা গেছে। উদ্ধারে অভিযান শুরু করেছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানাযায়, ১৩ মে শুক্রবার রাত আড়াই টার দিকে এ ঘটনা ঘটে। টেকনাফের নয়াপাড়া রেজিষ্টার্ড শরণার্থী ক্যাম্পে পাশ্ববর্তী পাহাড় হতে স্বশস্ত্র ডাকাতদল ক্যাম্পের ‘সি’ ও ‘ডি’ ব্লক সংলগ্ন শাল বাগান আনসার ক্যাম্পে হামলা চালায়। এসময় দায়িত্বরত আনসার সদস্য আলী হোসেন ও অপর আনসার সদস্য আলমগীর হোসেন বাধা দিলে ডাকাতদল তাদরে উপর হামলা করে। এতে ঘটনাস্থলে আলী হোসেনের মৃত্যু ঘটে। অপর আনসার সদস্য আলমগীর হোসেন কে স্থাণীয় ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। নিহত আনসার সদস্যের বাড়ি টাঙ্গাইলের শফিপুরের মৃত শুক্কুর আলীর ছেলে আলী হোসেন (৫৫)বলে জানা যায়। ক্যাম্প পুলিশের ইনচার্জ আবুল কাশেম ১১টি অস্ত্র লুট ও আনসার সদস্য নিহতের বিষয়টি স্বীকার করেন। সংবাদ পেয়ে কক্সবাজার জেলা পুলিশ সুপার শ্যামল নাথ ওসি আব্দুল মজিদকে সঙ্গে নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ ও বিজিবি মোতায়েন রয়েছে। এঘটনায় শরণার্থী ক্যাম্প ও পাশ্ববর্তী এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here