গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার বলেছেন,যে সংগঠনের সভাপতির মানবতাবিরোধী অপরাধের অভিযোগে মৃত্যুদন্ড কার্যকর হয়েছে, সে সংগঠনের রাজনীতি করার কোন অধিকার থাকতে পারে না।জামায়াত নিষিদ্ধের এখনই উপযুক্ত সময়, সরকারের কাছে এমন দাবি জানিয়ে আর কালক্ষেপণ না করে অবিলম্বে যুদ্ধাপরাধী সংগঠন জামায়াত ও শিবিরের রাজনীতি নিষিদ্ধ করার জোড়ালো আবেদন জানায় গণজাগরণ মঞ্চের এ মুখপাত্র।আল-বদর প্রধান মতিউর রহমান নিজামীর মৃত্যুদন্ডের রায় কার্যকর করায় যুদ্ধাপরাধী সংগঠন জামায়াতের ডাকা বৃহস্পতিবার হরতাল প্রত্যাখ্যান করে শাহবাগে অবস্থান এবং হরতালবিরোধী মিছিল থেকে তিনি এ দাবি জানান।
সকাল ১১টা থেকে শাহবাগে অবস্থান নেয় গণজাগরণ মঞ্চের কর্মীরা। জামায়াত-শিবির নিষিদ্ধের দাবি এবং হরতাল বিরোধী নানা স্লোগানের মাধ্যমে চলছে তাদের অবস্থান কর্মসূচি।মুখপাত্র বলেন, একাত্তরে কুখ্যাত ছাত্রসংঘের সভাপতি এবং ঘাতক আল-বদর বাহিনীর প্রধান নিজামীর মৃত্যুদন্ডের মধ্যদিয়ে জামায়াতের এ দেশে কোনরকম রাজনৈতিক কার্যক্রম চালানোর অধিকার চূড়ান্তভাবে শেষ হয়ে গেছে।তিনি বলেন, গণজাগরণ মঞ্চ ইতোমধ্যেই বাংলাদেশের ১ কোটি সাধারণ মানুষের গণস্বাক্ষর মহান সংসদে জমা দিয়েছে। ২০১৩ সালে গণস্বাক্ষর জমা দেবার পর মহান সংসদ পরিষ্কারভাবে জানিয়েছিলেন, জামায়াতকে নিষিদ্ধ করা হবে। এরপর তিন বছর সময় অতিবাহিত হয়েছে, তাই সংসদের কাছে বিষয়টির দ্রুত নিষ্পত্তির দাবি জানায় মঞ্চের এ মুখপাত্র।