হরতালে ফের পেছালো এইচএসসি পরীক্ষা

0
0

HSC-Exam20130422085823

জামায়াতের হরতালে আবারও পেছালো এইচএসসি ও সমমানের পরীক্ষার সময়সূচি৷দলটির আমির মতিউর রহমান নিজামীর ফাঁসির দণ্ড কার্যকর করার প্রতিবাদে বৃহস্পতিবার (১২ মে) ভোর ৫টা থেকে শুক্রবার ভোর ৫টা পর্যন্ত সারাদেশে সর্বাত্মক হরতাল ডাকা হয়৷ আর এ কারণেই বৃহস্পতিবারের (১২ মে) সাধারণ আট শিক্ষাবোর্ডের অধীনে অনুষ্ঠেয় সকালের পরীক্ষা হবে আগামী ২০ মে সকাল ৯টায়৷ একইসঙ্গে ১২ মে’র বিকেলের পরীক্ষা শুরু হবে ২০ মে বিকেল আড়াইটায়৷মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠেয় বৃহস্পতিবারের (১২ মে) আলিম পরীক্ষা আগামী ২০ মে সকাল ৯টায় শুরু হবে৷

কারিগরী শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠেয় পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ১৫ মে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত৷বুধবার বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন ঢাকা শিক্ষা বোডের্র চেয়ারম্যান মাহাবুবুর রহমান৷

উল্লেখ্য,মঙ্গলবার (১১ মে) রাত ১২টা ১০ মিনিটে ঢাকা কেন্দ্রীয় কারাগারে একাত্তরে মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াতের আমির মতিউর রহমান নিজামীর ফাঁসি কার্যকর করা হয়৷এর আগে নিজামীর ফাঁসির দণ্ডের বিরুদ্ধে করা রিভিউ আবেদন খারিজ হওয়ার প্রতিবাদে গত ০৮ মে সারা দেশে ২৪ ঘন্টার হরতাল ডাকে দলটি৷ ওই হরতালের কারণেও ওইদিনের উচ্চ মাধ্যমিক পর্যায়ের পরীক্ষার সময়সূচি পরিবর্তন করা হয় ৷

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here