মিরপুরে ক্রিকেট খেলা নিয়ে সংঘর্ষে নিহত ১

0
0

142166_1

রাজধানীর মিরপুর এলাকায় ক্রিকেট খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে বাবুল সিকদার নামের এক এসএসসি পরীক্ষার্থী মারা গেছে৷বুধবার সকাল সাড়ে ১০টার দিকে মিরপুরের জনতা হাউজিং এলাকায় এ ঘটনা ঘটে৷মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ভূঁইয়া মাহবুব হাসান প বলেন, জনতা হাউজিংয়ের ধানখেত মোড় এলাকার একটি ফাঁকা প্লটে আজ সকালে ক্রিকেট খেলা হচ্ছিল৷ ওই খেলায় উইকেটকিপিং করছিল বাবুল৷ বিপক্ষ দলের হয়ে ব্যাট করছিল বিধান নামের আরেকটি ছেলে৷ খেলার একপর্যায়ে বিধান আউট হলে ম্যাচের আম্পায়ার নো বল ঘোষণা দেন৷ পরের বলে বিধান আবারও আউট হলে বাবুল বলে ওঠে, এটিও তাহলে নো বল৷ এ সময় ক্ষিপ্ত হয়ে বিধান স্টাম্প তুলে বাবুলকে আঘাত করে৷ গুরুতর আহত অবস্থায় বাবুলকে প্রথমে মিরপুর শিশু স্বাস্থ্য ফাউন্ডেশনে নেওয়া হয়৷ সেখান থেকে নেওয়া হয় গ্যালাঙ্ িহাসপাতালে৷ পরে আগারগাঁওয়ের নিউরো সায়েন্স হাসপাতালে আনার পর চিকিত্‍সকেরা তাকে মৃত ঘোষণা করেন৷

ওসি ভূঁইয়া মাহবুব হাসান বলেন, বাবুল মিরপুরের আদর্শ উচ্চবিদ্যালয়ের ছাত্র৷ আজ সে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে৷ বাবুলের বাবা মোস্তফা সিকদার যানবাহন মেরামতের গ্যারেজের মালিক৷ বাবুলের বাবা বাদী হয়ে মামলা করবেন বলে তিনি জানান৷

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here