সুইফট কারিগরদের ভুলেই বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি

0
0

সুইফট কারিগরদের ভুলেই বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি

আর্থিক লেনদেনের বার্তা আদান-প্রদানকারী আন্তর্জাতিক মাধ্যম সুইফটের কারিগরদের অসাবধানতার কারণেই বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের সার্ভার বেশি অরক্ষিত হয়ে পড়েছিল। এতে হ্যাকাররা সহজেই সার্ভারে ঢুকে পড়েছিল। রিজার্ভ থেকে ফিলিপাইনে ৮ কোটি ১০ লাখ ডলার চুরির তিন মাস আগে সুইফট কারিগরেরা সুইফট মেসেজিংয়ে ব্যাংকের নতুন একটি লেনদেন পদ্ধতি যুক্ত করে। এ সময়েই এ অঘটনটি ঘটে বলে ব্যাংকের একজন কর্মকর্তা ও পুলিশের অভিযোগ।রিজার্ভ কেলেঙ্কারির তদন্ত দলের নেতৃত্বে থাকা বাংলাদেশের পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) অতিরিক্ত উপমহাপরিদর্শক মোহাম্মদ শাহ আলমের বরাত দিয়ে রয়টার্সে প্রকাশিত প্রতিবেদনে এমন তথ্য জানানো হয়।শাহ আলম বলেন, কারিগরেরা বাংলাদেশে প্রথমবারের মতো সুইফটে রিয়াল টাইম গ্রস সেটলমেন্ট সিস্টেম (আরটিজিএস) যুক্ত করে। এ সময় তাদের অবহেলার কারণে কেন্দ্রীয় ব্যাংকের সার্ভার অরক্ষিত হয়ে পড়ে। রিয়েল টাইম গ্রস সেটেলমেন্ট সিস্টেমের মাধ্যমে স্থানীয় ব্যাংকগুলো ও কেন্দ্রীয় ব্যাংক বড় অঙ্কের লেনদেনের বিষয়গুলো নিজেদের মধ্যে মেটাতে পারে। গত বছর অক্টোবরে বাংলাদেশ ব্যাংকে ওই সিস্টেম বসানো হয়। পরে তা সুইফট মেসেজিং সিস্টেমের সঙ্গে যুক্ত করা হয়।

রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে শাহ আলম বলেন, তাঁরা অনেক ফাঁকফোকর খুঁজে পেয়েছেন। এসব কারণে ওই সময় বাংলাদেশ ব্যাংক অনেক বেশি ঝুঁকিতে ছিল।শাহ আলম ও তদন্তের স্বার্থে নাম প্রকাশে অনিচ্ছুক কেন্দ্রীয় ব্যাংকের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, কেন্দ্রীয় ব্যাংকের মেসেজিং প্ল্যাটফর্মে আরটিজিএস যুক্ত করার সময় সুইফট কারিগরেরা কিছু ভুল করে। তিনি বলেন, নিরাপত্তা নিশ্চিত করতে সুইফটের যেসব নিজস্ব পদ্ধতি রয়েছে, কারিগরেরা তা ঠিকভাবে মানেনি।

পুলিশ বলছে, কারিগরদের ভুলের কারণে কেন্দ্রীয় ব্যাংকের সুইফট মেসেজিং সহজেই উন্মুক্ত হয়ে পড়ে। সাধারণ একটি পাসওয়ার্ড ব্যবহার করেই ওই প্ল্যাটফর্মে ঢোকার সুযোগ থেকে যায়। সুইফট মেসেজিংয়ে নিরাপত্তার জন্য কোনো ফায়ারওয়াল ছিল না। সাধারণ একটি সুইচ ব্যবহার করা হতো। ওই ব্যাংক কর্মকর্তা আর বলেন, আরটিজিএস সংযুক্ত করার পর পুরো পদ্ধতিতে কোনো দুর্বলতা রয়ে গেল কি না, তা পরীক্ষা করেদেখা সুইফটের দায়িত্ব ছিল। কিন্তু তারা তা করেনি।এসব অভিযোগের ব্যাপারে সুইফটের প্রধান মুখপাত্র নাতাশা দা তেরান কোনো মন্তব্য করতে রাজি হননি। বাংলাদেশ ব্যাংকে সুইফট তাদের নিজস্ব বা বাইরে থেকে কোনো কারিগর পাঠিয়েছিল কি না, তাও বলতে চায়নি।

সুইফটের শীর্ষস্থানীয় ব্যক্তিদের সঙ্গে বৈঠক করতে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. ফজলে কবিরের নেতৃত্বে চার সদস্যের একটি প্রতিনিধিদল সুইজারল্যান্ড উদ্দেশে রওনা হয়েছে। মঙ্গলবার সুইজারল্যান্ডের বাসেলে ত্রিপক্ষীয় বৈঠক হবে। ওই বৈঠকে রিজার্ভ চুরির ঘটনা এবং খোয়া যাওয়া ডলার আদায়ের বিষয়টি গুরুত্ব পাবে। সেখানে সুইফট কারিগরদের অবহেলার অভিযোগের বিষয়টি নিয়েও আলোচনা হতে পারে।

গত ফেব্র“য়ারির প্রথম সপ্তাহে সাইবারের দুর্বলতাকে কাজে লাগিয়ে নিউইয়র্ক ফেডে রক্ষিত বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে ১০ কোটি ১০ লাখ মার্কিন ডলার চুরির ঘটনা ঘটে। এর মধ্যে দুই কোটি ডলার চলে যায় শ্রীলঙ্কায় আর বাকি ৮ কোটি ১০ লাখ ডলার গেছে ফিলিপাইনে। বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে বলা হয়েছে, শ্রীলঙ্কা থেকে দুই কোটি ডলার ফেরত পাওয়া গেছে। তবে ফিলিপাইনে যাওয়া অর্থ এখনো ফিরে পাওয়া যায়নি। এদিকে, রিজার্ভ চুরির ঘটনার তিন মাস ও নতুন গভর্নরের দায়িত্ব গ্রহণের দেড় মাসের মাথায় বাংলাদেশ ব্যাংকে মহাব্যবস্থাপক পদমর্যাদায় বড় ধরনের রদবদল করা হয়েছে। এতে একই বিভাগে দীর্ঘ ২২ বছর কর্মরত সেই বিতর্কিত মহাব্যবস্থাপক (জিএম) কাজী ছাইদুর রহমানসহ ৬ মহাব্যবস্থাপককে (জিএম) বদলির কথা উল্লেখ করা হয়েছে।

রোববার এই জিএমকে রংপুর অফিসে বদলি করা হয়েছে। তার স্থলাভিষিক্ত হয়েছেন এইচআরডি-২ এর জিএম আজিজুর রহমান। আর এইচআরডি-১ এর জিএম কাজী এনায়েত হোসেনকে এইচআরডি-২ দায়িত্ব দেয়া হয়েছে।বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র নির্বাহী পরিচারক ও মুখপাত্র শুভঙ্কর সাহা বাংলামেইলকে বলেন, কেন্দ্রীয় ব্যাংকের কার্যক্রমে গতি আনতে কিছু রদবদল করা হয়েছে। এ বিষয়ে আজ একটি অফিস আদেশও জারি করা হয়েছে।

এর আগে গত ৫ ফেব্র“য়ারি যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংকে রক্ষিত বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে ১০১ মিলিয়ন ডলার চুরি হয়। অর্থ চুরির ঘটনা সরকারি মহলে যথাসময়ে না জানানোয় চাপের মধ্যে ১৫ মার্চ গভর্নরের পদ থেকে পদত্যাগ করেন ড. আতিউর রহমান। একইদিন দুই ডেপুটি গভর্নর আবুল কাসেম ও নাজনীন সুলতানাকেও সরিয়ে দেয়া হয়।এ ঘটনার পরদিন বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপনের মাধ্যমে চার বছরের জন্য বাংলাদেশ ব্যাংকের গভর্নর হিসেবে ফজলে কবিরকে নিয়োগের আদেশ জারি করা হয়। ২০ মার্চ ফজলে কবির আনুষ্ঠানিকভাবে দায়িত্বগ্রহণ করেন।

যোগদানের পরই ফজলে কবির সাংবাদিকদের জানিয়েছিলেন, রিজার্ভ চুরির অর্থ উদ্ধার এবং কেন্দ্রীয় ব্যাংক কর্মকর্তাদের আস্থা ফেরানো হবে তার প্রধান কাজ। এছাড়া রিজার্ভ চুরির ঘটনায় গঠিত সাবেক গভর্নর ড. ফরাসউদ্দিনের কমিটির সুপারিশ অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

এর আগে গত ১৬ মার্চ অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত কেন্দ্রীয় ব্যাংককে পুরোপুরি ঢেলে সাজানোর কথা জানিয়েছিলেন। ওই সময় তিনি বলেন, বাংলাদেশ ব্যাংকের অবস্থা স্বাস্থ্যকর নয়। এর বিভিন্ন সিস্টেমের বড় ধরনের সংস্কার প্রয়োজন।জানা গেছে, বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে ফরেক্স রিজার্ভ অ্যান্ড ট্রেজারি ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট। প্রায় ২২ বছর যাবত এ বিভাগে কাজ করে আসছেন কাজী সাইদুর রহমান। কিন্তু বাংলাদেশ ব্যাংকের বিধান অনুযায়ী টানা ৩ বছরের অধিক কেউ একই ডিপার্টমেন্টে কাজ করতে পারবে না। রিজার্ভ চুরির ঘটনা প্রকাশের পর একই বিভাগে কাজী সাইদুর রহমানকে টানা ২২ বছর বহাল রাখা নিয়ে নানা সমালোচনার জন্ম হয়।

একইসঙ্গে ফিনান্সিয়াল সেক্টর সাপোর্ট অ্যান্ড স্ট্র্যাটিজিক ডিপার্টমেন্টের (এফএসএসএসপিডি) জিএম জোয়ারদার ইসরাইল হোসেনকে গভর্নর সচিবালয়ে বদলি করা হয়েছে।বাংলাদেশ ব্যাংক ট্রেনিং একাডেমি (বিবিটিএ) এর জিএম জামাল মোল্লাকে দি সিকিউরিটি প্রিন্টিং করপোরেশন (বাংলাদেশ) লিমিটেডে বদলি করা হয়েছে। এ ছাড়া কাজী এনায়েত হোসেনকে এইচআরডি-২ এর জিএম হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে। আর এইচআরডি-১ এর মহাব্যবস্থাপক মো. সহিদুল ইসলামকে ফিনান্সিয়াল সেক্টর সাপোর্ট অ্যান্ড স্ট্র্যাটিজিক ডিপার্টমেন্টে (এফএফএসপিডি) বদলি করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here