শহীদ আহসান উল্লাহ মাস্টারের ১২তম মৃত্যু বার্ষিকী পালিত

0
0

Gazipur-(1)- 07 May 2016-12th Death anniversary of Ahsan ullah Master today-1গাজীপুরের জনপ্রিয় সংসদ সদস্য ও শ্রমিকনেতা প্রয়াত আহসান উল্লাহ মাস্টারের ১২তম মৃত্যুবার্ষিকী শনিবার নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে। আহসান উল্লাহ মাস্টারের মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে শনিবার সকাল থেকে গাজীপুর মহানগরের পুবাইলের হায়দরাবাদে তার সমাধিস্থলে পুষ্পস্তবক অর্পণ করে স্থানীয় প্রশাসন, আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মী এবং বিভিন্ন প্রতিষ্ঠাণ, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতা-কর্মীরা। আয়োজন করা হয় কোরআন খানি, মিলাদ ও দোয়া মাহফিল, তবারক বিতরণ, কালো ব্যাচ ধারণ এবং আলোচনা ও স্মরণ সভা।

স্মরণ সভায় বক্তারা বলেন, দীর্ঘ ১২ বছর পার হলেও শহীদ আহসান উল্লাহ মাস্টার হত্যা মামলার চূড়ান্ত রায় আজও কার্যকর করা হয়নি। বক্তারা শহীদ আহসান উল্লাহ মাস্টারের বিদেশে পলাতক আসামীদের দেশে ফিরিয়ে এনে অবিলম্বে ফাঁসির রায় কার্যকর করার দাবি জানান। বিকেলে টঙ্গীর নোয়াগাঁও এম এ মজিদ মিয়া উচ্চ বিদ্যালয় মাঠে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি, সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী এড. সাহারা খাতুন, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী এড. শামসুল হক টুক্কু, গাজীপুর-২ আসনের সংসদ সদস্য যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও শহীদ আহসান উল্লাহ মাস্টারের ছেলে আলহাজ্ব মোঃ জাহিদ আহসান রাসেল, সংসদ সদস্য পঙ্কজ দেবনাথ, গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি এড. আজমত উল্লাহ খান ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোল্লা আবু কায়সার, সাংগঠনিক সম্পাদক আব্দুল আলীম, গাজীপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক ও শহীদ আহসান উল্লাহ মাস্টারের ছোট ভাই মোঃ মতিউর রহমান মতি, আতাউল্লাহ মন্ডল, এড. ওয়াজ উদ্দিন, গাজীপুর মহানগর যুবলীগের যুগ্ম-আহ্বায়ক সাইফুল ইসলাম প্রমুখ। এ সময় বক্তারা অবিলম্বে আহসান উল্লাহ মাস্টারের হত্যার বিচারের রায় দ্রুত কার্যকরের দাবী জানান।

Gazipur-Ahsan Ullah Masterএছাড়াও স্থানীয় আওয়ামীলীগ, শ্রমিকলীগ, মহিলা লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ, মুক্তিযোদ্ধা সংসদসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠন ও এলাকার বিভিন্ন বিশ্ববিদ্যালয়সহ শিক্ষাপ্রতিষ্ঠান শহীদ আহসান উল্ল¬াহ মাস্টারের ১২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিভিন্ন কর্মসূচী পালন করে। সভায় আহসান উল্লাহ মাস্টারের ছেলে ও গাজীপুর-২ আসনের সংসদ সদস্য জাহিদ আহসান রাসেল মামলার রায় কার্যকরের দাবী করেন।

এদিকে সকালে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. হারুন-অর-রশিদ এবং উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এমএ মাননান নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তা ও বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে নিয়ে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে মরহুমের কবরে পুষ্পমাল্য অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জ্ঞাপন করেন। পরে বিশ্ববিদ্যালয়ের মসজিদে দোয়া মাহ্ফিলের আয়োজন করা হয়।

উল্লেখ্য, ২০০৪ সালের ৭ মে শহীদ আহসান উল্লাহ মাস্টারকে টঙ্গীস্থ তার বাসভবন সংলগ্ন স্কুল মাঠে স্থানীয় স্বেচ্ছাসেবক লীগের এক জনসভা মঞ্চে প্রকাশ্যে দিনদুপুরে সন্ত্রাসীরা ব্রাশ ফায়ারে তাকে হত্যা করে। ২০০৫ সালের ১৬ এপ্রিল দ্রুত বিচার আইনে প্রধান আসামী বিএনপি নেতা নূরুল ইসলাম সরকারসহ ২২ জনকে ফাঁসির আদেশ দেয়া হয়। অপর ৬ জনকে যাবজ্জীবন কারাদন্ড প্রদান করা হয়। এদের মধ্যে প্রধান আসামীসহ ১৭ জন বিভিন্ন কারাগারে বন্দী রয়েছে। বাকী ১১জন আসামী ভারত, ইতালি, বেলজিয়া, ফ্রান্সসহ বিভিন্ন দেশে পলাতক রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here