তানোর প্রতিনিধি : রাজশাহীর তানোর উপজেলার বাধাইড় ইউপি’র জুমারপাড়ায় হোমিও ডাক্তার আবুল হাসানের আম বাগানে জবাই করা ব্যাক্তি পীরের মুরিদ ছিলেন। হত্যার কারন ও এঘটনায় কাউকেই গ্রেপ্তার করতে পারেনী পুলিশ। এঘটনায় নিহতের পুত্র রাশেল আহম্মেদ বাদি হয়ে অজ্ঞাতদের বিরুদ্ধে তানোর থানায় মামলা হত্যা দায়ের করেছেন। ময়না তদন্ত শেষে নিহতের লাশ গতকাল শনিবার বিকাল ৫টার দিকে পারিবারিক গোরস্থানে দাফন করা হযেছে। তার জানাজায় বিভিন্ন এলাকার ভক্তরা ছাড়াও উপস্থিত হয়েছিলেন। তবে, জবাই করে হত্যার কারন ও হত্যাকারীদের বিষয়ে কোন তথ্য খুজে পাইনি পুলিশ। মামলার বিবরণ, পুলিশ ও এলাকাবাসূ সুত্রে জানা গেছে, পবা উপজেলার নওহাটা পৌর এলাকার মহানন্দখালী গ্রামের মৃত হাবিবুর রহমানের পুত্র শহিদুল্লাহ (৫৫) রাজবাড়ী জেলার রগায়ালন্দ উপজেলার পীর ইমাম মেহেদী ওয়াকাফ স্টেট তরিকার মুরিদ ছিলেন। গত শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে নিজ বাড়ি থেকে চাপাই নবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার রহনপুর এলাকার গোলাবাড়ি গ্রামে ভক্তদের বাড়িতে যাওয়ার কথা বলে বের হয়েছিলেন। নিহতের পরিবারের সদস্যরা জানান, প্রায় সময় তাদের বাড়িতে বিভিন্ন এলাকা থেকে তার ভক্তরা আসতেন এবং তিনিও মাঝে মধ্যে ভক্তদের বাড়িতে আসা যাওয়া করতেন, নিহত শহিদুল্লাহ পীরের তরিকা অনুযায়ী নামাজ পড়তেন না, এনিয়ে গত প্রায় ১বছর আগে নিহত পীর শহিদুল্লাহ’র কর্মকান্ড নিয়ে গোলাবাড়ী এলাকার কয়েকজনের সাথে রেশারেশী ও গোলমাল হয়েছিল। অপর দিকে মামলার বিবরনে বলা হয়েছে, পবা উপজেলার নওহাটা এলাকার মৃত আব্দুল মালেকের পুত্র শাজাহান ও পিয়ার আলীর সাথে গত ১০বছর ধরে জমি জমা নিয়ে বিরোধ চলে আসছে। অপর দিকে লাশের পার্শে ফেলে রাখা ইংরেজী অক্ষরে বাংলা স্বব্দে লাল কালী দিয়ে লেখা চিঠির বিষয়ে পুলিশ কোন গুরুত্ব দিচ্ছেন না, চিঠিতে কি লেখা রয়েছে তাও পুলিশ জানার চেষ্টা করেনী।
উল্লেখ্য, গত শুক্রবার সন্ধ্যায় উপজেলার জুমার পাড়া আমবাগানে এলাকাবাসী তার জবাই করা লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ তার ১০টার দিকে লাশ উদ্ধার করে তানোর থানা নিয়ে আসেন। লাশের পার্শে থেকে পুলিশ একটি ট্রাভেল ব্যাগ ও ব্যাগের মধ্যে লুঙ্গি ও পান্জাবী লাশের পার্শে একটি চিঠি সাদা কাগজে মোড়ানো ২টি পান ও নোট বুক উদ্ধার করা হয়েছে। এব্যাপারে তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রাজ্জাক বলেন, এঘটনায় থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে। হত্যার কারন ও হত্যাকারীদের স্বনাক্ত করে আসামীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। তিনি আরো বলেন, আম বাগান দেখানোর জন্য অথবা ভক্ত সেজে তার তরিকা বিরোধীরা ডেকে নিয়ে গলার পেছনে কোপ ও সামনে থেকে জবাই করে হত্যা করেছে। লাশ ময়নাতদন্ত শেষে পরিবারের সদস্যদের কাছে দাফনের জন্য হস্তান্তর করা হয়েছে। #