একই কায়দায় সরকার ইউনিয়ন পরিষদ নির্বাচনের চতুর্থ দফায় ভোট ডাকাতি ও কেন্দ্র দখলের মহোৎসব চালিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ।শনিবার বিকেলে নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে চতুর্থ দফার ইউপি নির্বাচন নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।রিজভী বলেন, ৪৭টি জেলার ৭০৩টি ইউপি নির্বাচনে বিএনপির এজেন্টদের বের করে দিয়ে একই সঙ্গে সরকার দলীয় সমর্থকরা ব্যালট পেপারে সিল মেরে বাক্স ভর্তি করেছেন। নির্বাচনে সাধারণ ভোটাররা ভোট দিতে পারেননি।
তিনি বলেন, নিয়মানুযায়ী সকাল আটটায় ভোটগ্রহণ শুরু হওয়ার কথা থাকলেও শুক্রবার রাত থেকেই ক্ষমতাসীনরা ব্যালট পেপারে সিল মেরে বাক্সে ঢোকানো শুরু করেন। যে কিছু ভোট বাকি ছিল সে ভোটও শনিবার সকালে ভোটকেন্দ্র দখল করে সিল মেরেছে।প্রশাসন ও নির্বাচন কমিশনকে ক্ষমতাসীনদের কেন্দ্র দখল ও জাল ভোটের কথা জানালেও তারা কোনো পদক্ষেপ নেয়নি। বরং প্রশাসন ও পুলিশের সরকার দলীয় প্রার্থীরা জাল ভোট দিতে সহযোগিতা করেছে বলেও মন্তব্য করেন বিএনপির এ নেতা।ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী মোফাজ্জেল হোসেন চৌধুরী মায়ার নেতৃত্বে কয়েকটি ভোটকেন্দ্র দখল করারও অভিযোগ করেন রিজভী। মায়া আদালত কর্তৃক সাজাপ্রাপ্ত আসামি হওয়ার পর প্রকাশ্যে নৌকা প্রতীকে সিল মারছেন। তার কাছে গণতন্ত্রই কি আর নির্বাচনই বা কি।
এদিকে, ত্রিশ কোটি ডলার নিয়ে যে অভিযোগ উঠেছে, তাতে যে প্রধানমন্ত্রীপুত্র সজীব ওয়াজেদ জয়ের সংশ্লিষ্ট নেই, তা তাকেই প্রমাণ করার আহ্বান জানিয়েছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।এই বিষয়ে জয়ের চ্যালেঞ্জ নিতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহ্বানের প্রতিক্রিয়ায় শনিবার এক ঢাকায় এক আলোচনা সভায় বক্তব্যে এই আহ্বান জানান রিজভী।জয়কে প্রাণনাশের চক্রান্তের মামলায় বিএনপি ঘনিষ্ঠ সম্পাদক শফিক রেহমানকে গ্রেপ্তারের প্রতিবাদ জানিয়ে গত ৩০ এপ্রিল এক সভায় খালেদা দাবি করেন, যুক্তরাষ্ট্রে একটি ব্যাংক একাউন্টে প্রধানমন্ত্রীপুত্রের নামে ৩০ কোটি ডলার রয়েছে।
জয়ের বিষয়ে তথ্য পেতে এফবিআইয়ের এক এজেন্টকে ঘুষ দেওয়ার মামলায় প্রবাসী এক বিএনপি নেতার ছেলে রিজভী আহমেদ সিজারের কারাদণ্ডের রায়ে এই অর্থের উল্লেখ রয়েছে বলে তার দাবি।যুক্তরাষ্ট্রের আদালতে ওই রায়কে কেন্দ্র করেই ঢাকায় পুলিশ গত বছর প্রধানমন্ত্রীর তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা জয়কে হত্যাচেষ্টার অভিযোগে মামলা করে।খালেদা জিয়ার বক্তব্যের একদিন বাদেই প্রতিক্রিয়া জানিয়ে জয় ফেইসবুকে লেখেন, ম্যাডাম, আপনি যদি জানেন যে ৩০০ মিলিয়ন ডলার কোথায়, অনুগ্রহ করে আমাকে জানান। আমি সেই সমস্ত অর্থ এতিমদের দান করে দিতে চাই। ছেলের পক্ষে দাঁড়িয়ে শেখ হাসিনা বৃহস্পতিবার সংসদে বক্তব্যে খালেদা জিয়াকে উদ্দেশ করে বলেন,কয়েকদিন আগে বিএনপিনেত্রী জয় সম্পর্কে একটি অসত্য তথ্য দিয়ে জাতিকে বিভ্রান্ত করতে চাইলেন। জয় সেটা চ্যালেঞ্জ করেছে। আমি আশা করি, সেই চ্যালেঞ্জের জবাব তিনি দেবেন এবং চ্যালেঞ্জ গ্রহণ করবেন।
রিজভী বলেন, তিনশ মিলিয়ন ডলারের কথা একটা তথ্যের ভিত্তিতে বিএনপি বলেছে, খালেদা জিয়া বলেছেন। প্রমাণ করার দায়িত্ব তো সজীব ওয়াজেদ জয় সাহেবের। এটা প্রমাণ করার দায়িত্ব তো বেগম খালেদা জিয়ার না। আপনারা সেটা প্রমাণ করেন। ছেলেকে নিয়ে শেখ হাসিনার বক্তব্যের প্রতিক্রিয়ায় বিএনপি নেতা আরও বলেন, আপনি বলেছেন, ছেলেকে সুশিক্ষা দিয়েছেন। ভালো কথা। কথা হল একজন সুশিক্ষিত ছেলে কি তার মায়ের বয়সী মহিলাকে তুই- তোকারি করতে পারে? তার ব্যাপারে কি বাজে কথা বলতে পারে?
তাহলে আমার মনে হয়, যে প্রতিষ্ঠানেই শিক্ষা গ্রহণ করুক, সেই প্রতিষ্ঠান বোধ হয়, অন্য কোথাও, পৃথিবীতে আছে কি না, অন্য কোথাও মঙ্গলগ্রহে থাকতে পারে। কাজেই আমি মাননীয় প্রধানমন্ত্রীকে অনুরোধ করব, সজীব ওয়াজেদ জয়কে বাংলাদেশের আবার যে কোনো একটি শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি করুন। আমাদের মূল্যবোধের মধ্যে আছে, মুরুব্বিকে কখনও অসম্মান করতে হয় না।প্রধানমন্ত্রীর তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা জয়ের সম্পর্কে রিজভী বলেন, যখনই আপনার ছেলে তথ্য প্রযুক্তি উপদেষ্টা, তথনই শেয়ার বাজার ধ্বংস, তখনই ব্যাংকগুলো ধ্বংস। এখন সর্বোপরি রাজকোষ থেকে ৮শ কোটি টাকা চলে গেল।
এই তথ্য প্রযুক্তি উপদেষ্টার কৃতিত্ব এবং অর্জনগুলো যদি এটাই হয়, বাংলাদেশের রাজকোষ একেবারে শূন্য। এখন রাজকোষে শুধু থাকবে ডাস্টবিনের ছেঁড়া পাতা, আম গাছ ও কাঁঠাল গাছের পাতা। ওইখানে কোনো বৈদেশিক ও দেশীয় মুদ্রা পাবেন না।জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ প্রহন্ম একাডেমি’র উদ্যোগে ‘বর্তমান গণতন্ত্রের আওয়ামী স্টাইল : আমাদের করণীয়’ শীর্ষক এই আলোচনা সভায় বিএনপির এই নেতা বলেন, আজকের যে সরকারটা হয়েছে শেখ হাসিনা ও তার পুত্র সজীব ওয়াজেদ জয়ের জন্য। তাদের বিরুদ্ধে কোনো কথা বলা যাবে না।প্রজারা যেমন কোনো কথা বলতে পারেন না, বাড়ি-ঘর সব বাজেয়াপ্ত করে ফেলে জমিদার। ঠিক একই হয়েছে তার কথায়। প্রজন্ম একাডেমির সভাপতি কালাম ফয়েজীর সভাপতিত্বে আলোচনা সভায় রিজভী ছাড়াও বক্তব্য রাখেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, বিলকিস শিরিন, সহ সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ, মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাত, ন্যাপ মহাসচিব গোলাম মোস্তফা ভুঁইয়া, যুগ্ম সাধারণ সম্পাদক সাদেক আহমেদ খান।