আরো ভয়ংকর রূপ ধারণ করতে পারে কানাডার দাবানল

0
0

Canadian Wildfire

কানাডার আলবার্টারের তেল সমৃদ্ধ নগরী র্ফোট ম্যাকমারের দাবানল পরবর্তী ২৪ ঘন্টায় দ্বিগুণ আকার ধারণ করতে পারে বলে ধারণা করা হচ্ছে। কর্মকর্তারা একথা জানান।বর্তমানে এ দাবানল নিউইয়র্ক সিটির চেয়েও বেশী জায়গা জুড়ে ছড়িয়ে পড়েছে। বাতাসের কারণে এটি আরো ভয়ংকর রূপ ধারণ করছে।দাবানল এখন এ শহর থেকে আরো অনেক দিকে ছড়িয়ে পড়ছে।

এ দাবানলের কারণে গত সপ্তাহের গোড়ার দিকে এ নগরী থেকে ৮০ হাজারেরও বেশী লোককে অন্যত্র সরিয়ে নেয়া হয়েছে।এতে অধিকাংশ লোক দক্ষিণাঞ্চলে গেলেও আরো অনেকে উত্তরাঞ্চলের দিকেও চলে যায়।কঠোর পুলিশি নিরাপত্তার মধ্যদিয়ে প্রায় দেড় হাজার যানবাহন নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয়।প্রাদেশিক সরকার শুক্রবার জানায়, প্রায় এক হাজার বর্গ কিলোমিটার এলাকা জুড়ে এ দাবানল ছড়িয়ে পড়েছে।অগ্নি নির্বাপন বিষয়ক কর্মকর্তা শাদ মোরিসন জানান, শনিবারের শেষ নাগাদ এ দাবানল দ্বিগুণ আকার ধারণ করতে পারে বলে জোরালোভাবে ধারণা করা হচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here