আইজির পদত্যাগ দাবি অভিজিতের বাবার

0
0

আইজির পদত্যাগ দাবি অভিজিতের বাবার

জঙ্গি হামলায় নিহত লেখক অভিজিত রায়ের পিতা শিক্ষাবিদ অজয় রায় বলেছেন, হত্যাকারীদের গ্রেফতার করতে পুলিশ ব্যর্থ হয়েছে। তাই ব্যর্থতার দায় নিয়ে নৈতিক অবস্থান থেকে পুলিশের আইজিকে পদত্যাগ করা উচিত।শনিবার বাংলা একাডেমির আব্দুল করিম সাহিত্য বিশারদ মিলনায়তনে ড. মো. আনোয়ার হোসেন রচিত ‘অনন্ত আমরা চুপ থাকবো না’ বইয়ের পাঠ উন্মোচন ও আলোচনা অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।তাকে চুপ করিয়ে রাখা হয়েছে দাবি করে অধ্যাপক অজয় রায় বলেন, ‘একের পর এক হত্যাকাণ্ডের পর আমি চুপ হয়ে গেছি। এক সময় আমি কথা বলতাম। প্রতিবাদে মুখর থাকতাম। এখন প্রতিবাদ করতে পারি না।

গোয়েন্দা পুলিশের নজরদারির সমালোচনা করে তিনি বলেন, ‘গোয়েন্দা বিভাগ থেকে আমাকে বলা হয়েছে, অভিজিতের তিন হত্যাকারী নজরদারিতে রয়েছেন। তখন গোয়েন্দা কর্মকর্তাকে জিজ্ঞাসা করেছিলাম, তাহলে তাদের গ্রেফতার করছেন না কেন? তারা উত্তর দিতে পারেননি।অধ্যাপক অজয় রায় বলেন, এখন গোয়েন্দা বিভাগ থেকে বলা হচ্ছে অভিজিতের হত্যাকারীরা দেশত্যাগ করেছেন। তাহলে তারা কিসের ঘোড়ার ডিমের নজরদারি করলেন?অজয় রায় বলেন, জঙ্গিরা টার্গেট করে হত্যাকাণ্ড চালিয়ে করে যাচ্ছে। টার্গেটকৃতদের পুলিশ রক্ষা করতে পারছেন না।

প্রধান অতিথির বক্তব্যে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেন, গুপ্ত হত্যাকারীরা তাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। সবাই মিলেই প্রতিহত করতে হবে। সরকার এ বিষয়ে খুবই সিরিয়াস।অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন অনন্ত আমরা চুপ থাকব না’ বইটির প্রকাশক এবং ‘মত ও পথ’ পত্রিকার সম্পাদক র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী (এমপি)।

অন্যদের মধ্যে বক্তব্য দেন ড. মো. আনোয়ার হোসেন, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ একাংশ) সাধারণ সম্পাদক শিরিন আক্তার, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির ভারপ্রাপ্ত সভাপতি শাহরিয়ার কবির, সাবেক সচিব রনজিত কুমার বিশ্বাস, সাংবাদিক অজয় দাশগুপ্ত, চলচ্চিত্রকার মোরশেদুল ইসলাম, সাংবাদিক ইমতিয়াজ শামীম প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here