অ্যানা ফ্রাংক স্বাক্ষরিত একটি রূপকথার গল্পের বই নিলামে বিক্রি হয়েছে সাড়ে ৬২ হাজার ডলারে। বৃহস্পতিবার নিউইয়র্কে এ নিলাম অনুষ্ঠিত হয়। ধারণার চেয়ে বইটি দ্বিগুণ মূল্যে বিক্রি হয় বলে সোয়ান অকশান গ্যালারি জানায়। সূত্র মতে, ‘গ্রিমস ফেয়ারি টেলস’-এর একটি কপি ছিল অ্যানা ফ্রাংক ও তার বোন মারগটের। বইটির টাইটেল পেজে তাদের স্বাক্ষরও ছিল।
‘দ্য ডায়েরি অব এ ইয়াং গার্ল’ বিশ্বব্যাপী সাড়া জাগানো অ্যানা ফ্রাংকের দিনলিপি। এটি তিন কোটি কপিরও বেশি বিক্রি এবং ৬৭টি ভাষায় অনুদিত হয়। নাৎসী বাহিনীর হাত থেকে বাঁচতে ১৯৪২ সালের জুন থেকে ১৯৪৪ সালের আগস্ট পর্যন্ত আমস্টারডামে লুকিয়ে থাকাকালে অ্যানা ডায়েরিটি লিখে। নাৎসী বাহিনীর হাতে তার পরিবার ধরা পড়ার এক বছরেরও কম সময়ের মধ্যে বার্গেন বেলসন কনসেনট্রেশন ক্যাম্পে সে মারা যায়। আত্মগোপনে যাওয়ার আগে অ্যানা বইটি তার আমস্টারডামের অ্যাপার্টমেন্টে ফেলে যায়। যুদ্ধের পর পরই এক ডাচ দম্পতি আমস্টারডামের এক সেকেন্ড-হ্যান্ড বইয়ের দোকান থেকে ‘গ্রিমস ফেয়ারি টেলস’ কেনেন। ১৯৭৭ সালে বইটিতে তারা ফ্রাংকের বোনের নাম দেখে তা অটো ফ্রাংকের কাছে ফিরিয়ে দেন। উল্লেখ্য, অটো ফ্রাংক ওই পরিবারের একমাত্র জীবিত ব্যক্তি।