কলম্বিয়া ও পেরুর সার্কাসে ব্যবহৃত ৩৩টি সিংহকে বহনকারী বিমানটি দক্ষিণ আফ্রিকা পৌঁছেছে। এই প্রথম কোন বিমানে এতো বিপুল সংখ্যক সিংহকে পরিবহন করা হল। দক্ষিণ আফ্রিকার অভয়াশ্রয়ে পশুগুলো একটি নতুন জীবন শুরু করতে যাচ্ছে। সাংবাদিকরা বলেন, দীর্ঘ এই যাত্রায় সিংহগুলোর সামান্য কষ্ট হলেও তারা সুস্থ রয়েছে। একটি সার্কাস তাদের ব্যবহৃত সিংহগুলোকে স্বেচ্ছায় দিয়ে দিয়েছে। অন্যান্য সিংহগুলোকে অভিযান চালিয়ে উদ্ধার করা হয়। খবর বার্তা সংস্থা এএফপি’র।
যুক্তরাষ্ট্র ভিত্তিক সংস্থা অ্যানিম্যাল ডিফেন্ডার্স ইন্টারন্যাশনাল (এডিআই) বলেছে, প্রায় সবগুলো সিংহের দাঁত ও থাবার নখ তুলে নেয়া হয়েছিল। বনে তারা বাঁচতে পারবে না। সিংহগুলোকে এমায়া বিগ ক্যাট স্যাংচুয়ারিতে স্থানান্তর করা হচ্ছে। ৫ হাজার হেক্টর এলাকা বিশিষ্ট অভয়াশ্রমটি দক্ষিণ আফ্রিকার উত্তরাঞ্চলে অবস্থিত। সেখানে তাদের জন্য জলাশয়, প্লাটফর্ম, খেলনা ও পশুচিকিৎসক থাকবে।