৭ বছরে ৩০ হাজার কোটি পাচার করেছে আ.লীগ: খালেদা

0
0

খালেদা জিয়া আত্মসমর্পণ করবেন মঙ্গলবার

মে দিবসের শিক্ষা নিয়ে বর্তমান সরকারের বিরুদ্ধে আন্দোলন বেগবান করার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। গত সাত বছরে ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার বিদেশে ৩০ হাজার কোটি টাকা পাচার করেছে বলে অভিযোগ করেন বিএনপি চেয়ারপারসন । রোববার বিকেলে সোহরাওয়াদী উদ্যানে আয়োজিত শ্রমিক সমাবেশে তিনি এ অভিযোগ করেন। মে দিবস উপলক্ষে এ শ্রমিক সমাবেশের আয়োজন করেছে বিএনপির অঙ্গসংগঠন জাতীয়তাবাদী শ্রমিকদল।প্রধান অতিথি খালেদা জিয়া বলেন, এই সরকার অবৈধ,তারা জনগণের ভোটে নির্বাচিত হয়নি। তাই জনগণের জন্য কাজ করে না। শুধু উন্নয়নের কথা বলছে এই সরকার। কিন্তু কী উন্নয়ন করেছে এই অগণতান্ত্রিক সরকার। যতো উন্নয়ন করেছে তার চেয়ে বেশি করছে চুরি তারা।

প্রকল্প পাশ হয়, কিন্তু বাস্তবায়ন হয় না, উন্নয়নও হয় না।একটি প্রকল্প পাশ হওয়ার পর তার টাকা পয়সা সব ভাগভাটোয়ারা করে নিয়ে যায় তারা। সময় মতো প্রকল্পের কাজ হয় না, ফলে প্রজেক্টের ব্যয় আরও বেড়ে যায়। এভাবে লুট করে আওয়ামী লীগ সাত বছরে ৩০ হাজার কোটি পাচার করেছে।সরকারের সমালোচনা করে বিএনপি প্রধান বলেন, সরকার ইউনিয়ন পরিষদ নির্বাচনেও ব্যাপক কারচুপি করছে। নির্বাচন কমিশন কিছু করতে পারছে না। তারা নিরপেক্ষতার কোনো প্রমাণই রাখতে পারছে না। সরকার যেমন নির্বাচন কমিশনও তেমনই।

সবাইকে আন্দোলনের জন্য প্রস্তুত থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, এই দেশ, এই মাটি, এই মানুষ-বিএনপির আপনজন। এতো নির্যাতনের পরও দলটি মানুষের পাশে থাকছে।মঞ্চে নেতাদের দেখিয়ে খালেদা জিয়া বলেন, এখানে এমন কোনো নেতা নেই যাদের বিরুদ্ধে কোনো মিথ্যা মামলা দেওয়া হয়নি। তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে নির্যাতন করছে সরকার, এরপরও মানুষের পাশে থাকছেন তারা।বিএনপি মুক্তিযুদ্ধের দল, মুক্তিযোদ্ধাদের দল। রক্তের বদলে এই দেশের স্বাধীনতা অর্জিত হয়েছে। মুক্তিযোদ্ধারা দেশকে স্বাধীন করেছেন।খালেদা জিয়া বলেন, আমাকে ও আমার ছেলেদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে, অত্যাচার করছে। আমাকে দেশ ছেড়ে যাওয়ার চাপ দেওয়া হয়েছে, কিন্তু আমি বলেছি-আমি বাংলাদেশ ছেড়ে যাবো না। এইটাই আমার শেষ ঠিকানা। আমার ছেলেদের নির্যাতন করা হচ্ছে।বিশ্বের শ্রমজীবী মানুষকে অভিনন্দন জানিয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বলেছেন, মে দিবস রক্ত দিয়ে অধিকার আদায়ের ইতিহাস। তাই মে দিবসের শিক্ষা নিয়ে আমাদের অধিকার আদায় করতে হবে।বর্তমান অগণতান্ত্রিক সরকারের বিরুদ্ধে আন্দোলনে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানান তিনি।

তিনি বলেন,মে দিবস রক্ত দিয়ে অধিকার আদায়ের ইতিহাস। মে দিবসের শিক্ষা নিয়ে আমাদের অধিকার আদায় করতে হবে।খালেদা জিয়া দাবি করেন, তার সরকারই শ্রমিকদের ন্যুনতম মজুরি নির্ধারণসহ তাদের অধিকার রক্ষায় কাজ করেছে; বর্তমান সরকার কিছুই করেনি। বর্তমান সরকার জোর করে ক্ষমতায় বসে আছে মন্তব্য করে তিনি বলেন, বাংলাদেশকে তারা মনে করে তাদের পৈত্রিক সম্পত্তি।খালেদা জিয়া বলেন, শেখ হাসিনার সরকার সকল দল ‘বন্ধ করে’ দিয়ে একদলীয় শাসন প্রতিষ্ঠা করতে চাইছে। তারা নতুন নতুন আইন তৈরি করছে, যাতে আজীবন ক্ষমতায় থাকতে পারে।

বর্তমান নির্বাচন কমিশনকে দিয়ে কখনেই সুষ্ঠু নির্বাচন হবে না মন্তব্য করে বিএনপিনেত্রী বলেন, হাসিনা যে রকম, নির্বাচন কমিশনও সেই রকম।সরকারের সমালোচনায় খালেদা বলেন, কথায় কথায় উন্নয়ন বলে। কী উন্নয়ন তারা করেছে? যতো উন্নয়ন করে তার বেশি তারা চুরি করে।খালেদা জিয়া বিকালে সোহরাওয়ার্দী উদ্যানে এই শ্রমিক সমাবেশে পৌঁছালে নেতাকর্মীরা করতালি দিয়ে তাকে স্বাগত জানান। বিএনপি নেত্রী হাত নেড়ে শ্রমিকদের অভিনন্দনের জবাব দেন।সমাবেশ উপলক্ষে জিয়াউর রহমান, খালেদা জিয়া ও তারেক রহমানের ছবি সম্বলিত ডিজিটাল ব্যানার ও ফেস্টুনে সাজানো হয় সোহরাওয়ার্দী উদ্যানের আশপাশের এলাকা। সভামঞ্চের সামনেই বড় হরফে লেখা দেখা যায়- আমি একজন শ্রমিক এবং এ পরিচয়ে আমি গর্বিত’। উত্তোলন করা হয় জাতীয় পতাকা, শ্রমিক দলের পতাকা ও লাল পতাকা।

এ সমাবেশকে কেন্দ্র করে বিশৃঙ্খলা এড়াতে উদ্যান এলাকায় মোতায়েন করা হয় বাড়তি পুলিশ। ইঞ্জিনিয়ার্স ইন্সটিউশন মিলনায়তনে পুলিশের জলকামাল, প্রিজন ভ্যানও প্রস্তুত দেখা যায়।এর মধ্যেও খালেদা জিয়া পৌঁছানোর ঘণ্টাখঅনেক আগে মঞ্চের পশ্চিম দিকে সামনের অংশে বসা নিয়ে শ্রমিকদের মধ্যে পানির বোতল ছোড়াছুড়ি হয়। পরে নেতাদের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।কাউন্সিলের মধ্য দিয়ে দল গোছানোর প্রক্রিয়া শুরুর পর এই প্রথম নেতা-কর্মীদের সামনে এলেন বিএনপি চেয়ারপারসন খালেদা।নির্বাচনের বর্ষপূর্তিতে গতবছর ৫ জানুয়ারি থেকে তিন মাসের টানা হরতাল-অবরোধের পর সোহরাওয়ার্দী উদ্যানে আর কোনো সমাবেশ হয়নি বিএনপির। ঐতিহাসিক এই উদ্যানে খালেদার সর্বশেষ সমাবেশ হয় ২০১৪ সালের ২০ জানুয়ারি।আর নির্বাচনের দ্বিতীয় বর্ষপূর্তির দিন এ বছর ৫ জানুয়ারি নয়া পল্টনে বিএনপি কার্যালয়ের সামনে জনসভায় বক্তৃতা করেন খালেদা জিয়া।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বলেন, স্বাধীনতার ৪২ বছরে যে ঘটনা ঘটেনি,এই অবৈধ সরকারের সময় তা ঘটেছে। অন্যান্য ব্যাংকে লুটপাঠের পর এবার বাংলাদেশ ব্যাংকের রিজার্ভও চুরি হয়েছে। এর জবাব প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও অর্থমন্ত্রীকে অবশ্যই দিতে হবে। এ ঘটনার বিচার হবেই।আওয়ামী লীগ নেতাদের উদ্দেশ্যে খালেদা জিয়া বলেন, আপনাদের অনেক ঠিকানা আছে কিন্তু বিএনপির ঠিকানা একটাই, তা হলো বাংলাদেশ। খুন, গুম নির্যাতন করে এতো মানুষ খুন করছেন বিচার হয়নি। কিন্তু তাদেরও বিচারের মুখোমুখি হতে হবে। আল্লাহই আপনাদের কঠিন বিচার করবে। লেখক, ব্লগার ও মুক্তমনা মানুষদের হত্যাকাণ্ড সরকারের মদদেই হচ্ছে। তা না হলে তাদের কেন গ্রেফতার করা হলো না। সরকারের মদদ না থাকলে এ ধরনের ঘটনা ঘটতো না, বলেন তিনি। এ সরকার জনগণের ভোটে নির্বাচিত হয়নি। তাই তারা মানুষকে তারা মানুষ মনে করে না। নিজেদের স্বার্থে নতুন নতুন আইন করে। কাজেই এ দেশের মানুষ আওয়ামী লীগকে বিশ্বাস করে না।মহান মে দিবসে বিশ্বের শ্রমজীবী মানুষকে অভিনন্দন জানিয়ে খালেদা জিয়া বলেন, মে দিবস রক্ত দিয়ে অধিকার আদায়ের ইতিহাস। তাই মে দিবসের শিক্ষা নিয়ে আমাদের অধিকার আদায় করতে হবে।এ জন্য বর্তমান ‘অবৈধ’ সরকারের বিরুদ্ধে আন্দোলনে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানান তিনি।আয়োজক সংগঠন শ্রমিকদলের সভাপতি আনোয়ার হোসেনের সভাপতিত্বে এতে বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির বিদায়ী সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমেদ, ড. মঈন খান, আ স ম হান্নান শাহ, নজরুল ইসলাম খান, ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক মির্জা আব্বাস, বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম সম্পাদক রুহুল কবীর রিজভী আহমেদ যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম প্রমুখ।

এদিকে সমাবেশকে কেন্দ্র করে কঠোর নিরাপত্তা জোরদার করেছে আইন শৃঙ্খলা বাহিনী। সমাবেশস্থল ছাড়াও ওই এলাকায় অতিরিক্ত পুলিশসহ সাদা পোশাকে কাজ করছেন আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা।রাজধানীর শাহবাগ থেকে রাজু ভাস্কর্য হয়ে দোয়েল চত্বর সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here