ময়মনসিংহ আওয়ামী লীগের কমিটি বিলুপ্ত

0
0

ময়মনসিংহ আওয়ামী লীগের কমিটি বিলুপ্ত

ময়মনসিংহে র্দীঘ প্রতিক্ষীত জেলা আওয়ামী লীগের সম্মেলনে জেলা কমিটি বিলুপ্ত ঘোষণা করলেও ঘোষণা করা হয়নি নতুন কমিটি। তবে জেলা ও মহানগর কমিটির কাউন্সিলর সমস্যার কারণে দুঃখ প্রকাশ করে দ্রুত নতুন কমিটি ঘোষণার আশ্বাস দিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম। শনিবার বিকেলে নগরীর ঐতিহাসিক সার্কিট হাউজ মাঠে অনুষ্ঠিত জেলা আওয়ামী লীগের সম্মেলনের প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আশ্বাস দেন।

এ সময় সৈয়দ আশরাফুল ইসলাম বলেন, জেলা ও সিটি আওয়ামী লীগের কাউন্সিলর তালিকা পরিচ্ছন্ন না থাকায় ইচ্ছা থাকা স্বত্বেও আমরা নতুন কমিটি ঘোষণা করতে পারছি না। এ জন্য আমি দুঃখিত। তবে এ সম্মেলনের মাধ্যমে আমি ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের আগের কমিটি বিলুপ্ত ঘোষণা করছি। এ সময় তিনি খুব দ্রুত জেলা ও মহানগর আওয়ামী লীগের পূর্নাঙ্গ কমিটি ঘোষণা করার আশ্বাস দিয়ে সম্মেলনের সমাপ্তি ঘোষণা করেন।

সূত্রমতে, প্রায় এক যুগ যাবত ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সভাপতি পদে দায়িত্ব পালন করছেন বর্তমান ধর্মমন্ত্রী প্রিন্সিপাল মতিউর রহমান। এবারও জেলা আওয়ামী লীগের সভাপতি পদে আওয়াজ ছিল তাকে ঘিরেই। তবে এ পদে নতুন প্রার্থীতায় যোগ হয়েছেন জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট জহিরুল হক খোকা। আর সাধারণ সম্পাদক পদে এবার প্রার্থীতায় রয়েছেন জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন আহম্মেদ, আওয়ামী লীগ নেতা এহতেশামুল আলম, অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল ও শরীফ হাসান অনু। তবে সাধারণ সম্পাদক সাবেক ছাত্রনেতা মোয়াজ্জেম হোসেন বাবুল এগিয়ে রয়েছেন বলেও গুঞ্জন রয়েছে দলীয় পরিমন্ডলে।

অপরদিকে মহানগর আওয়ামী লীগে সভাপতি পদে প্রার্থীতায় রয়েছেন শহর আওয়ামী লীগের সভাপতি প্রকৌশলী আনিমুল ইসলাম তারা ও সাধারণ সম্পাদক সাদেক খান মিল্কী টজু। পাশাপাশি এ কমিটির মূল নেতৃত্ব প্রত্যাশায় মাঠে রয়েছেন ময়মনসিংহ পৌরসভার মেয়র ইকরামুল হক টিটু ও জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মোহিত উর রহমান শান্ত। তবে সৈয়দ আশরাফের মুখে তারুণ্য নির্ভর নেতৃত্ব বাছাইয়ের খবরে আশাবাদী হয়ে উঠেছেন তরুণ আওয়ামী লীগ নেতা মেয়র টিটু। সেই সঙ্গে মহানগর আওয়ামী লীগের একটি বৃহৎ অংশে তাকে ঘিরেই চলছে নতুন নেতৃত্বের গুঞ্জন।

এদিকে সম্মেলনে আসার পথে নগরীর স্টেশন রোড এলাকায় আওয়ামী লীগের দু’পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে কমপক্ষে ৫জন নেতা-কর্মী আহত হন। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ৬ রাউন্ড টিয়ারসেল নিক্ষেপ করে।
কোতয়ালী মডেল থানার ওসি কামরুল ইসলাম জানান, হঠাৎ দু’পক্ষের মাঝে হালকা ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটলে ৬ রাউন্ড টিয়ারসেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। তবে কেন বা কি কারণে এ ঘটনার সূত্রপাত তা জানা নেই বলে জানান তিনি। জানা যায়, র্দীঘ এক যুগ পর ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সম্মেলনকে ঘিরে সাজ সাজ রব ছিল দলীয় নেতা-কর্মীদের মাঝে। প্রধান অতিথি ও কেন্দ্রীয় নেতাদের বরণ করতে পথে পথে শতাধিক তোরণ ও ব্যানার ফেস্টুনে নতুন অবয়বের সৃষ্টি হয়েছিল নগরজুড়ে। ফলে শনিবার সকাল থেকেই পদ প্রত্যাশী নেতাদের খন্ড খন্ড মিছিলে দলীয় নেতা-কর্মীরা জড়ো হতে থাকে সম্মেলন স্থলে।

পরে নির্ধারিত সময়ের কিছুক্ষণ পর সম্মেলন শুরু হলে জেলা আওয়ামী লীগের সভাপতি ও ধর্মমন্ত্রী প্রিন্সিপাল মতিউর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মতিন সরকারের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য মতিয়া চৌধুরী, অ্যাডভোকেট সাহারা খাতুন, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, জাহাঙ্গীর কবীর নানক, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, আ.ফ.ম বাহউদ্দিন নাসিম, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ড. মো. আব্দুর রাজ্জাক, শিল্প ও বাণিজ্য সম্পাদক আব্দুস ছাত্তার, প্রতিমন্ত্রী মীর্জা আজম, উপ প্রচার ও প্রকাশনা সম্পাদক অসীম কুমার উকিল প্রমুখ।
এ সময় মঞ্চে উপস্থিত ছিলেন ডা: ক্যাপ্টেন (অব:) মজিবুর রহমান ফকির এমপি, অ্যাডভোকেট মোসলেম উদ্দিন এমপি, ডা: আমানউল্লাহ এমপি, শরীফ আহম্মেদ এমপি, ফাহমি গোলন্দাজ বাবেল এমপি, ফাহেমা জহুরা রানী এমপি, জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট জহিরুল হক খোকা, সাবেক এমপি রুহুল আমীন মাদানী, কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা কৃষিবিদ ডক্টর সামিউল আলম লিটন, শরীফ হাসান অনু, পৌর মেয়র ইকরামুল হক টিটু, ইঞ্জিনিয়ার আমিনুল ইসলাম তারা, সাদেক খান মিল্কী টজু, অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল, মোহিতুর রহমান শান্ত, জেলা ছাত্রলীগ সভাপতি রাকিবুল হাসান রকিবসহ যুবলীগ ও অঙ্গ সংগঠনের র্শীষ নেতৃবৃন্দ।

এদিকে জেলা আওয়ামী লীগের সম্মেলনকে ঘিরে তিন স্তরের নিরাপত্তায় সর্বোচ্চ তৎপরতায় ছিল আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ময়মনসিংহ জেলা পুলিশ সুপার মঈনুল হক জানান, সম্মেলনস্থলে নিরাপত্তায় প্রায় ৪ শতাধিক পুলিশ ছিল তৎপর। সেই সাথে ১৫ থেকে ২০ টি ক্লোজড সার্কিট (সিসি) ক্যামেরায় নজরধারি ছিল সম্মেলনস্থলকে ঘিরে। এছাড়া নগরীর গুরুত্বপূর্ণ পয়েন্টে তৎপর ছিল পুলিশ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here