বুথে ঢুকে কেন্দ্রীয় বাহিনীর জাওয়ানের সঙ্গে বচসা, বাইরে বেড়িয়ে দলের কর্মীদের নির্দেশ, “সিপিএমের এজেন্টরা ইভিএম খারাপ করে রেখেছে, ওদের মেরে বার করে দাও”, ভোটের দিন নিজের স্বভাবজাত ভঙ্গিতে বিধানসভার ডেপুটি স্পিকার তথা তৃণমূল নেত্রী সোনালি গুহ। দক্ষিণ ২৪ পরগণার সাতগাছিয়া কেন্দ্রের তৃণমূল প্রার্থী সোনালি গুহ। ২০১১-তেও এই কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বীতা করে জয়ী হয়েছিলেন এই দাপুটে নেত্রী। ভোটের দিন দক্ষিণ ২৪ পরগণার সাতগাছিয়া বিধানসভা কেন্দ্রের কাশীবাটি অঞ্চলের ১০৯ নম্বর বুথে এই ঘটনার পর, তাঁকে গ্রেফতারের দাবি জানিয়েছেন সিপিএম নেতা তথা সাংসদ মহম্মদ সেলিম।
এদিন ওই সাতগাছিয়া বিধানসভা কেন্দ্রের কাশীবাটি অঞ্চলের ১০৯ নম্বর বুথে ঢুকেই কেন্দ্রীয় বাহিনীর এক জাওয়ানের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন সোনালি গুহ। তাঁকে বুথের ভিতর ঢুকতে দেখে এগিয়ে আসেন এক জাওয়ান। ঢুকতে বাধা দিয়ে জওয়ান প্রশ্ন করেন, “হু আর ইউ?” এই প্রশ্ন শুনেই উত্তেজিত তৃণমূল নেত্রী জাওয়ানকে জবাব দেন, “আমি তৃণমূলের প্রার্থী। বিধাসভার ডেপুটি স্পিকার”। এরপর বুথ থেকে বেড়িয়ে এসেই ফোনে সিপিএম এজেন্টদের মেরে বার করে দেওয়ার হুমকি দেন তিনি।