লাল বেনারসীতে সাজবেন বিপাশা?

0
0

লাল বেনারসীতে সাজবেন বিপাশা
আজ তাঁর বাজবে বিয়ের সানাই। মুম্বইয়ের বসু পরিবারে এখন তুমুল ব্যস্ততা। এর মধ্যেই হবু বর-কনে বিপাশা বসু ও কর্ণ সিংহ গ্রোভারের নানা মুডের ছবি ইনস্টাগ্রামে পোস্ট করছেন বিপাশার বন্ধু ও ফিটনেস এক্সপার্ট ড্যানি পাণ্ডে। কিন্তু কোন পোশাকে সাজবেন কনে তা এখনও অজানা। কেউ কেউ বলছেন, লাল টুকটুকে বেনারসী পড়বেন। আবার কোনও কোনও মহলের মতে ভারি জরির এমব্রয়ডারি করা লেহেঙ্গায় বিয়ের আসরে হাজির হবেন বিপস্।

জুহুর ক্লাবে আজ বিকেলে বসবে মেহেন্দি এবং সঙ্গীতের আসর। তার আগে সকালে নায়িকার বাড়িতে হয়েছে হলুদ কোটার অনুষ্ঠান। আগামিকাল একেবারে বাঙালি মতে হতে চলেছে বিপাশা-কর্ণের বিয়ে। সন্ধেবেলা রিসেপশনে উপস্থিত থাকবেন শুধুই দু’জনের পরিবার ও ঘনিষ্ঠ বন্ধু-বান্ধব। বি-টাউনের কেউই অবশ্য নিমন্ত্রণ পাননি বিপাশার বিয়েতে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here