পুলিশি অভিযানে যশোর ও দিনাজপুরে গ্রেফতার ১১৬

0
0

Arrest-Doinikbarta

যশোরের আট উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে নাশকতাসহ বিভিন্ন মামলায় ৯২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ অফিস সূত্রে জানা যায়, , ২৯ এপ্রিল শুক্রবার রাত থেকে ৩০ এপ্রিল শনিবার সকাল পর্যন্ত অভিযান চালিয়ে এদেরকে আটক করা হয়। এরমধ্যে কোতয়ালি থানা পুলিশ ২৬, চৌগাছা ০৮, শার্শা ১৩, ঝিকরগাছা ০৪, বেনাপোল ১৮, কেশবপুর ০৫, মণিরামপুর ০৮, অভয়নগর ০৮,বাঘারপাড়া থানা পুলিশ ০২ জনকে আটক করে। আটককৃতদের বিরুদ্ধে নাশকতাসহ বিভিন্ন মামলা রয়েছে। যশোর জেলা পুলিশের কন্ট্রোল রুমের দায়িত্বরত মিজানুর রহমান জানান, গ্রেফতারকৃতদের নামে নাশকতাসহ বিভিন্ন মামলা রয়েছে। আটককৃতদের ৩০ এপ্রিল শনিবার যশোর আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।

দিনাজপুর: এদিকে, দিনাজপুরে জঙ্গী সংগঠনের সদস্যদেও হামলা, বিস্ফোরণ ও গুলি বর্ষণের ৮টি ঘটনায় ৯টি মামলা দায়ের করে ২৪ জনকে গ্রেফতার করা হয়েছে।পুলিশ তদন্ত করে ২টি মামলায় ৬ জঙ্গী সদস্যের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেছে।পুলিশ সূত্রে জানাগেছে, জেলায় নাশকতার লক্ষ্যে জঙ্গী সদস্যদের বোমা বিস্ফোরণ, গুলি বর্ষণ, শিশু অপহরণ ও হত্যা ঘটনায় জেলায় ৯টি মামলা দায়ের করা হয়েছে।

মামলাগুলো স্পর্শকাতর ঘটনা হিসেবে চিহ্নিত করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ ও থানা পুলিশ তদন্ত করে ২টি মামলার অভিযোগপত্র আদালতে দাখিল করা করেছে। অপর ৭টি মামলা তদন্তাধীন রয়েছে। ওই ৭টি মামলার মধ্যে ৪টি সংশ্লিষ্ট থানা পুলিশ ও ৩টি পুলিশ সুপারের অপরাধ তদন্ত বিভাগ (ডিবি) তদন্ত করছেন।আদালতে অভিযোগপত্র পেশ করা ২টি মামলার মধ্যে গত বছর ১১ ডিসেম্বর সকাল ১০টায় বীরগঞ্জ উপজেলার সিংড়া ফরেষ্ট সংলগ্ন রফিকের বাড়ীতে হামলা ও তাকে গুলিবর্ষণের ঘটনায় জেএমবির শীর্ষ ২ সদস্য শরিফুল ইসলাম (২৮) ও মোসাব্বিরুল আলম খন্দকার (২৫)র বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয়েছে।

অপর মামলাটি গত বছর ১০ ডিসেম্বর রাত ১২টায় সদর উপজেলার নয়া ভুষির বন্দর তৃপ্তি পেট্রোল পাম্পে ডাকাতি ও গুলি বর্ষণ ও অর্থলুন্টন ঘটনায় ৪ জেএমবি সদস্যের বিরুদ্ধে কোতয়ালী থানার পুলিশ তদন্ত করে অস্ত্র আইনে অভিযোগপত্র পেশ করেন।একই ঘটনায় দায়েরকৃত অপর ডাকাতি মামলা কোতয়ালী থানা পুলিশের নিকট তদন্তাধীন রয়েছে।জেএমবি সদস্যরা হলেন যোবায়ের হোসেন শাহীন (২৫), আহসানুল হাবিব (৩২), সাদ্দাম হোসেন (২৫) এবং ওসমান গনি (৩০)। মামলা দুটি আদালতে বিচার কাজ শুরু হয়েছে।দিনাজপুরের পুলিশ সুপার মো: রুহুল আমিন জানান, জঙ্গীদের ঘটনাগুলো গুরুতর অপরাধ হিসেবে চিহ্নিত করা হয়েছে। পুলিশ সদর দপ্তরের নির্দেশে মামলার কাজ দ্রুতগতিতে চলছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here