জুবায়ের-সাকলাইন বীরত্বে জিতল আবাহনী

0
0

জুবায়ের-সাকলাইন বীরত্বে জিতল আবাহনী

ওয়ালটন ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের (ডিপিএল) দ্বিতীয় রাউন্ডে হোঁচট খেয়েছিল আবাহনী লিমিটেড। শনিবার বিকেএসপিতে আবারো পয়েন্ট হারানোর শঙ্কা পড়ে তামিম ইকবালের দল। তবে এদিন লেজের সারির দুই ব্যাটসম্যান জুবায়ের হোসেন লিখন ও সাকলাইন সজীবের ব্যাটে চড়ে নাটকীয় জয় পেয়েছে আবাহনী। বিকেএসপিতে অনুষ্ঠিত খেলায় ব্রাদার্স ইউনিয়নকে দুই উইকেটে হারিয়ে জয়ের ধারায় ফিরেছে তামিমের দল।ব্রাদার্স আগে ব্যাট করতে নেমে ৫০ ওভারে ৯ উইকেটে ২৪৪ রানের সম্মানজক স্কোর গড়ে। জবাবে ম্যাচের এক বল হাতে রেখে ২ উইকেটের নাটকীয় জয় পায় আবাহনী। শনিবার উভয় দলেরই ছিল লিগের তৃতীয় ম্যাচ। তিন খেলা শেষে ৪ পয়েন্ট নিয়ে তালিকার দ্বিতীয় স্থানে উঠে এসেছে আবাহনী। অপরদিকে ব্রাদার্স সমান সংখ্যক ম্যাচে মাত্র ২ পয়েন্ট সংগ্রহ করেছে।

এরআগে আবাহনীর অধিনায়ক তামিম ইকবাল টস জিতে প্রতিপক্ষকে ব্যাটিংয়ে পাঠান। ব্রাদার্সের প্রথম সারির তিন ব্যাটসম্যানের ওপর ভর দলটি বড় সংগ্রহের দিকে এগুতে থাকে। মূলত শাহরিয়ার নাফীস ৩৫ রানে, ইমরুল কায়েস ৬৯ রানে ও দলনায়ক তুষার ইমরান ২০ রানে আউট হন। এরপর ব্রাদার্সের রানের চাকা সেভাবে আর সচল হতে পারেনি।ম্যাচেসেরা আবাহনীর জুবায়ের হোসেন লিখনতবে শেষের দিকে নূর আলম ৩৯ রান এবং সাকিদুর ৩৮ রান করায় লড়াই করার মতো পুঁজি গড়ে ব্রাদার্স ২৪৪/৯। আবাহনীর পক্ষে জুবায়ের হোসেন লিখন ৪৪ রানে ৪টি উইকেট পান। এছাড়া তাসকিন আহমেদ ২টি এবং নাজমুল হোসেন শান্ত ও মোসাদ্দেক হোসেন সৈকত ১টি করে উইকেট তুলে নেন।

২৪৫ রানের লক্ষ্যে খেলতে নেমে শুরুতে দলনায়ক তামিম ব্যক্তিগত ৫ রানে আউট হয়ে যান। এরপর অভিষেক মিত্র ১৮ রানে এবং লিটন কুমার দাস ১৫ রানে সাজঘরে ফেরেন। পরে নাজমুল হোসেন শান্তকে নিয়ে ইনিংস মেরামতে মনোযোগী হন ভারতীয় ক্রিকেটার উদয় কাউল। পরে শান্ত ২৩ রানে এবং মোসাদ্দেক হোসেন সৈকত ৪৭ রান করে আউট হন। এরপর খুব দ্রুত উদয় কাউল ৫৭ ও আবুল হোসেন রাজু ২৩ রানে আউট হন।

পওে শেষ দুই ওভারে আবাহনীর জয়ের জন্য প্রয়োজন হয় ২০ রানের। এসময় তাদের হাতে ছিল দুটি উইকেট। তবে এরই মাঝে তাসকিন আহমেদ ৮ রান করে ফিরে যান সাজঘরে। শেষ পর্যন্ত ম্যাচের এক বল বাকী থাকতে জুবায়ের হোসেন লিখন ও সাকলেইন সজীবের ব্যাটে চড়ে ২ উইকেটে জয় পায় আবাহনী। চার উইকেটের পাশাপাশি অপরাজিত ১৯ রান করে ম্যাচেসেরা হয়েছেন আবাহনীর জুবায়ের হোসেন লিখন। সাকলায়েন সজীবও ২০ রানে অপরাজিত থাকেন। ব্রাদার্সের হয়ে নূর আলম ও তুষার ইমরান ২টি করে উইকেট পান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here