আজ অগ্নিপরীক্ষা মমতা বন্দ্যোপাধ্যায়ের

0
0

আজ অগ্নিপরীক্ষা মমতা বন্দ্যোপাধ্যায়ের
নির্বাচনের প্রায় শেষ লগ্নে এসে পৌঁছে রাজ্য আজ প্রকৃত অগ্নিপরীক্ষার মুখে। যুদ্ধের দামামার ধ্বনি আজ আরও তীব্র, যুযুধান দুই শিবির টানটান, রেফারি নির্বাচন কমিশন আরও সর্তক, বাহিনী সজাগ আরও বেশি আজ। কলকাতার কয়েকটা আসন অথবা সংলগ্ন দক্ষিণ চব্বিশ পরগনা বা সিঙ্গুরভূমি হুগলির ভোটের জন্য নয়, আজ বিশেষ দিন যেন একটা আসনের জন্যই। এই রাজ্যের সবচেয়ে পরাক্রমশালী সেনাপতির নিজস্ব লড়াই আজ। ২৯৪টা আসনেই মমতা বন্দ্যোপাধ্যায় লড়ছেন হয়ত, তবু ভবানীপুর আজ যুদ্ধের কেন্দ্রভূমিতে।

আসলে অগ্নিপরীক্ষাটা যুযুধান শিবিরগুলোর যত, তার চেয়েও বেশি সাধারণ মানুষের। সততা বনাম অসততা, দুর্নীতি বনাম অ-দুর্নীতি, সন্ত্রাস বনাম গুড়-বাতাসা, হুমকি বনাম অভিযোগ, বিস্তর চাপানউতোরের মধ্যে আম আদমিকে বেছে নিতে হচ্ছে নিজের পছন্দ। সেই পছন্দ বাছাইয়েও বাধা এসেছে অনেক এ যাবৎ, ভূত-দত্যি-দানোদের বাধা, সেই সব অতিক্রম করে এগিয়ে আসার অঙ্গীকার দেখা যাচ্ছে সম্প্রতি। কমিশন-বাহিনীর যুগলবন্দি আজও পারবে এই অঙ্গীকারকে বুথ পর্যন্ত নিয়ে যাওয়াকে সুনিশ্চিত করতে?

অগ্নিপরীক্ষা মমতা বন্দ্যোপাধ্যায়ের। তাঁর জয় নিয়ে সংশয়ের আভাসও তাঁর জন্য স্বস্তিদায়ক নয়। পরীক্ষা আম আদমির। সেই পরীক্ষায় অগ্নি যদি থাকে, তা তবে থাকুক শুদ্ধির লক্ষ্যে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here