শেকল-বাঁধা জীবন থেকে ইলিয়াসের মুক্তি

0
0

শেকল-বাঁধা জীবন থেকে ইলিয়াসের মুক্তি
এক মাসের বন্দি দশা থেকে মুক্তি মিলেছে ১০ বছরের শিশু ইলিয়াসের। হাত পায়ের শেকল খুলে গেছে তার। শেকলে বাঁধা থাকতে থাকতে শারীরিক ও মানসিকভাবে অসুস্থ হয়ে পড়া ইলিয়াসের স্থান হয়েছে এখন রাজধানীর আগারগাঁও জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটে।

ইলিয়াস মানসিক ভারসাম্য হারিয়ে অস্বাভাবিক আচরণ করায় বাবা আবুল হাশেম তাকে রাস্তার পাশে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে বেঁধে রাখেন। শেকল-বাঁধা ইলিয়াসের এমন নিষ্ঠুর জীবন গত এক মাসের। রাজধানীর ব্যস্ততম এলাকার একটি তেজগাঁওয়ের পলিটেকনিক মার্কেটের বিপরীত পাশে ফুটপাতে তাকে বেঁধে রাখা হয়।

তেজগাঁও শিল্পাঞ্চল থানার ওসি মো. আবদুর রশিদ শিশুটিকে উদ্ধার করে থানায় নিয়ে যান। এ সময় তার বাবাও থানায় ছুটে আসেন। তিনি বলেন, তার ছেলের মানসিক সমস্যা। বাসায় একা থাকলে যেকোনো অঘটন ঘটাতে পারে, তাই তাকে রিকশা গ্যারেজের পাশের ফুটপাতে শেকলে বেঁধে রেখে তিনি রিকশা চালাতে যান।

ওসি মো. আবদুর রশিদ বলেন, ‘ইলিয়াসের মাকে তালাক দেওয়ার পর তার বাবা বিয়ে করে। সে সৎমায়ের অত্যাচারে ছিল। মানসিকভাবে ভেঙে পড়ে। সে যখন মুক্ত ছিল তখন মানুষকে মারত। মানুষের প্রতি অস্বাভাবিক আচরণ করত। এগুলো থেকে বাঁচার জন্য বাবা তাকে শিকলে বেঁধে রেখে যেতেন।’

তিনি বলেন, ‘তাকে আগারগাঁও জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটে ভর্তি করে দিয়েছি। আমি নিয়মিত তাকে দেখতে যাব। ইলিয়াসের বৃদ্ধ বাবাকে একটা চা দোকানের ব্যবস্থা করে দেব। যাতে সন্তান সুস্থ হলে তিনি সন্তানকে পড়াশুনা করাতে পারেন।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here