ফিরেই লাল গালিচা সংবর্ধনা পাবেন মুস্তাফিজ

0
0

Mustafizur+Rahman++Bangladesh_2
জাতীয় দলের পর আইপিএলেও চমক দেখাচ্ছেন বাংলাদেশের ‘কাটার মাস্টার’ মুস্তাফিজুর রহমান। কদিন আগেই সাবেক বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি ও বর্তমান পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল রাষ্ট্রীয় বিজ্ঞাপনে মুস্তাফিজের ছবিকে কাজে লাগান, যা দারুণ প্রশংসিত হয়। তারই ধারাবাহিকতায়, তাকে লাল গালিচা সংবর্ধনা দেওয়ার ঘোষণা দিলো যুব ও ক্রীড়া মন্ত্রালয়।

বৃস্পতিবার এই ঘোষণা দেন মন্ত্রালয়ের উপমন্ত্রী ও সাবেক জাতীয় ফুটবল দলের অধিনায়ক আরিফ খান জয়। তিনি বলেন, ‘আইপিএল থেকে দেশে ফেরার পর মুস্তাফিজকে বিমান বন্দরে বীরোচিত লাল গালিচা সংবর্ধনা হবে। পরবর্তীতে সম্মাননা দেওয়ার উদ্যগও নেওয়া হয়েছে।’ তিনি জানান, মুস্তাফিজ বাংলাদেশকে বিশ্ব ক্রীড়াঙ্গনে সম্মানিত করেছে যা জন্য অনেক বড় প্রাপ্তি।

এর আগে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় মুস্তাফিজের প্রশংসা করে তাকে জাতীয় বীর ঘোষণা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি বলেন, ‘মুস্তাফিজ জাতীয় বীর। তিনি বাংলাদেশকে অন্য এক উচ্চতায় নিয়ে গেছেন, সম্মানিত করেছেন, আমাদেরকে প্রশংসিত করেছেন। ক্রিকেটে মুস্তাফিজের অবদানের জন্য জাতি হিসেবে আমরা গর্বিত। তার কাছে আমরা কৃতজ্ঞ। আমরা দোয়া করি সে যেনো তার বোলিংটা ধরে রাখতে পারে।’

জানিয়ে রাখা ভালো, আইপিএলে সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে খেলছে মুস্তাফিজুর রহমান। এখন পর্যন্ত ছয় ম্যাচে সাতটি উইকেট নিয়েছেন তিনি। একবার ম্যাচ সেরার পুরস্কারও জিতেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here