কাতারের শাসক পরিবারের আর্থিক তথ্য ফাঁস

0
0

কাতারের শাসক পরিবারের আর্থিক তথ্য ফাঁস
কাতারের ক্ষমতাসীন আস-সানি পরিবার, দেশটির গোয়েন্দা সংস্থার সদস্য এবং আল-জাজিরা টেলিভিশন নেটওয়ার্ক কর্মীদের ব্যাংক পাসওয়ার্ড ও স্পর্শকাতর তথ্য ইন্টারনেটে ফাঁস করে দিয়েছে অজ্ঞাত পরিচয় হ্যাকাররা। কাতার ন্যাশনাল ব্যাংক বা কিউএনবি’র নিরাপত্তা ব্যবস্থা কথিত ভঙ্গ করার পর এ সব তথ্য ফাঁস হয়ে যায়। এতে ব্যাংকের কয়েক হাজার ক্রেতার তথ্য রয়েছে বলে জানা গেছে। ফাঁস হয়ে যাওয়া তথ্যের পরিমাণ ১.৫ গিগাবাইট। এ সব তথ্যের মধ্য স্পর্শকাতর অর্থনৈতিক তথ্য, নানা ফাইল এবং ব্যাংকের অভ্যন্তরীণ দলিলপত্র রয়েছে। অজ্ঞাত পরিচয় কে বা কারা এগুলো অনলাইনে প্রকাশ করেছে। ইন্টারনেটে প্রকাশিত এ সব তথ্যের মধ্যে এসপিওয়াই, ইন্টেলিজেন্স নামের একটি ফোন্ডার রয়েছে এবং এতে কাতারের প্রতিরক্ষা মন্ত্রণালয়, এমআই৬ এবং মুখাবারাত নামে পরিচিত কাতারের রাষ্ট্রীয় নিরাপত্তা ব্যুরোর তথ্য রয়েছে। এদিকে, নাম প্রকাশে অনিচ্ছুক আল জাজিরার এক রিপোর্টার তার তথ্য ফাঁস হয়ে যাওয়া কাগজপত্রে তার নাম থাকার কথা নিশ্চিত করেন। কিন্তু কিউএনবি তথ্য ফাঁসের বিষয়ে কিছু না বলে জানিয়েছে, তারা এ বিষয়টি তদন্ত করছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here