আল-কায়েদাভারতীয়উপমহাদেশ(একিউআইএস) শাখাইউএসএআইডি কর্মী জুলহাস মান্নান ও তার বন্ধু নাট্যকর্মী মাহবুব রাব্বী তনয় হত্যাকাণ্ডের দায় স্বীকার করেছে বলে খবর দিয়েছে জঙ্গি তৎপরতা পর্যবেক্ষণকারী ওয়েবসাইট সাইট ইন্টেলিজেন্স গ্র“প।মঙ্গলবার বিকালে হত্যাকাণ্ডের একদিনের মাথায় একিউআইএসের দায় স্বীকারের খবর ওয়েবসাইটে প্রকাশ করেছে সাইট।এর আগেই একিউআইএসের বাংলাদেশ শাখা আনসার আল ইসলামের মুখপাত্র মুফতি আব্দুল্লাহ আশরাফের নামে টুইটারে দওয়া এক বিবৃতিতে তাদের দুঃসাহসী মুজাহিদিনরা এই দুজনকে হত্যা করেছে বলে দাবি করা হয়।সোমবার বিকালে কলাবাগানের পলক সার্কাস এলাকায় পার্সেল পদওয়ার কথা বলে বাসায় ঢুকে কুপিয়ে খুন করা হয় ইউএসএআইডি বাংলাদেশের কর্মসূচি কর্মকর্তা জুলহাজ (৩৫) ও তনয়কে (২৬)।ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাসের সাবেক প্রটোকল অ্যাসিসটেন্ট জুলহাজ সাবেক পররাষ্ট্রমন্ত্রী দীপু মনির খালাত ভাই। তিনি সমকামী ও হিজড়া অধিকার বিষয়ে প্রকাশিত সাময়িকী রূপবান সম্পাদনায় যুক্ত ছিলেন।
আনসার আল ইসলামের বিবৃতিতে জুলহাজ মান্নানকে‘বাংলাদেশে সমকামিতা প্রসারের পথিকৃৎ ও সমকামীদের গুপ্ত সংগঠন রূপবানের পরিচালক হিসেবে পরিচয় দেওয়া হয়েছে। আর সামির মাহবুব তনয়’ হিসেবে তনয়কে জুলহাজের সহযোগী পরিচয় দেওয়া হয়েছে।ক্রুসেডার আমেরিকা ও তার ভারতীয় মিত্রদের সাহায্য নিয়ে ১৯৯৮ সাল থেকে এই ভূ-খণ্ডের অধিবাসীদের মাঝে সমকামিতার মত জঘন্য অশ্লীলতা ছড়িয়ে দিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছিল এই বেতনভোগী ভৃত্যদ্বয়।বাংলাদেশে মুক্তমনা লেখক, ব্লগার, শিক্ষক, অনলাইন অ্যাকটিভিস্ট ও ভিন্ন মতাবলম্বীদের ধারাবাহিক হত্যাকাণ্ডের সর্বশেষ শিকার জুলহাজ।এর আগে এই ধরনের অধিকাংশ হত্যাকাণ্ডের পর আইএস ও একিউআইএসের নামে দায় স্বীকারের বার্তা এলেও সেই দাবি নাকচ করে দিয়েছে বাংলাদেশ সরকার।সর্বশেষ গত শনিবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক এএফএম রেজাউল করিম সিদ্দিকীকে কুপিয়ে হত্যার ঘটনায় একিউআইএসের নামে দায় স্বীকারের খবর দিয়েছে। প্রথম দায় স্বীকারের করে গত বছর ফেব্র“য়ারিতে বিজ্ঞান লেখক ও ব্লগার অভিজিৎ রায় হত্যার ঘটনায়।তবে সরকারের পক্ষ থেকে বরাবরই বলা হয়েছে, বাংলাদেশে বাইরের কোনো জঙ্গি গোষ্ঠীর কোনো অস্তিত্ব নেই। কিন্তু এসব হত্যাকাণ্ডের পিছনে কারা রয়েছে তাও বের করতে পারেনি সরকার।এই হত্যাকাণ্ডের নিন্দা জানিয়ে এর মধ্যেই বাংলাদেশ সরকারকে তদন্তে সহযোগিতার প্রস্তাব দিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি।এক বিবৃতিতে তিনি বলেছেন, জুলহাজ ছিলেন একজন আস্থাভাজন সহকর্মী, একজন প্রিয়তম বন্ধু এবং বাংলাদেশে ব্যক্তির মর্যাদা ও মানবাধিকারের পক্ষে সোচ্চার। কেরির মতে, জুলহাজের হৃদয়ে ছিল বাংলাদেশের চেতনা এবং সহনশীলতা, শান্তি ও বৈচিত্র্যের সুরক্ষায় বাঙালির যে ঐতিহ্য তার প্রতিনিধি ছিলেন তিনি।হত্যাকারীদের বিচারের আওতায় আনতে বাংলাদেশ সরকারকে পূর্ণ সহযোগিতার প্রস্তাব দিয়েছেন জন কেরি।বিবৃতিতে জন কেরি বলেন, যে বিষয়গুলো জুলহাজের কাছে গুরুত্বপূর্ণ ছিল সেগুলোর প্রতি আমরা প্রতিশ্র“তিবদ্ধ এবং বাংলাদেশ ও সারা বিশ্বে সহনশীলতা ও মানবাধিকারের জন্য যারা কাজ করছেন তাদের সবাইকে সহযোগিতার অঙ্গীকার রয়েছে আমাদের।
এদিকে ওয়াশিংটনে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র জন কিরবি বলেছেন, তদন্তের আগে কী উদ্দেশ্যে এ হত্যাকাণ্ড তা নিয়ে কোনো ধারণা করতে চান না তারা।তিনি (জুলহাজ) ছিলেন সমকামী অধিকারের একজন সাহসী মুখপাত্র, যা মানবাধিকার এবং তার এ হত্যাকাণ্ড বর্ণনাতীত, অগ্রহণযোগ্য ও ক্ষমার অযোগ্য।বাংলাদেশে মুক্তমনা লেখক, ব্লগার, শিক্ষক, অনলাইন অ্যাকটিভিস্ট ও ভিন্ন মতাবলম্বীদের ধারাবাহিক হত্যাকাণ্ডের সর্বশেষ শিকার জুলহাজ মান্নান।এখন পর্যন্ত কেউ তার হত্যাকাণ্ডের দায় স্বীকার না করলেও সাম্প্রতিক মাসগুলোতে আইএসের নামে এ ধরনের অধিকাংশ ঘটনার দায় স্বীকারের বার্তা এসেছে। এই দাবি খারিজ করে বাংলাদেশ সরকার বলে আসছে, বাংলাদেশে মধ্যপ্রাচ্যভিত্তিক এই জঙ্গি গোষ্ঠীর কোনো অস্তিত্ব নেই।তবে এসব হত্যাকাণ্ডের পিছনে কারা তা বের করতে পারেনি সরকার। লেখালেখি ও মত প্রকাশের জন্য যারা আসন্ন বিপদের মুখে তাদের আশ্রয় দেওয়ার ঘোষণা রয়েছে যুক্তরাষ্ট্রের। সোমবারের প্রেস ব্রিফিংয়েও তাদের আশ্রয় দেওয়ার বিষয়টি বিবেচনায় থাকার কথা জানান পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র।প্রয়োজন অনুসারে ঘটনা ধরে ধরে বিষয়টি পররাষ্ট্র দপ্তর বিবেচনায় নিবে বলে জানান তিনি।এক প্রশ্নের জবাবে মুখপাত্র বলেন, বাংলাদেশে সাম্প্রতিক সহিংসতার বিষয়ে যুক্তরাষ্ট্র সজাগ রয়েছে। আমি আগে যা বলেছি আবারও তা বলছি, বাংলাদেশের এগিয়ে চলার যে ইতিহাস তার সঙ্গে এটা (সহিংসতা) পুরোপুরি সাংঘর্ষিক।তিনি বলেন, একটি উদারপন্থি, সহনশীল ও অন্তর্ভুক্তিমূলক সমাজ এবং এর জনগণ, সংস্কৃতি ও ধর্মীয় বৈচিত্র্যের জন্য বাংলাদেশ যে গর্ব করত তা ছিল যৌক্তিক।বাংলাদেশের এই অবস্থানকে ম্লান করে দিতে জুলহাজ হত্যাকাণ্ড বলে মন্তব্য করেন তিনি।
হত্যায় জড়িতদের বিচারের আওতায় আনতে যুক্তরাষ্ট্রের সহযোগিতার প্রস্তাব তুলে ধরে পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র বলেন, যে কাপুরুষরা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে তাদের বিচারের আওতায় আনা নিশ্চিত করতে বাংলাদেশি কর্তৃপক্ষকে আমাদের সহযোগিতার অঙ্গীকার করছি।এ কোনো সিদ্ধান্তে পৌঁছানোর আগে তদন্তকারীদের কাজটি ঠিকমতো করতে দেওয়া প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি।রাজধানীর কলাবাগানের লেক সার্কাস রোডে জোড়া খুনের ঘটনায় হামলাকারীদের কোপানোর ধরন দেখে মনে হচ্ছে তারা পেশাদার খুনি। তাদের উদ্দেশ্যই ছিল হত্যা নিশ্চিত করা।মঙ্গলবার ময়নাতদন্ত শেষে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) ফরেনসিক বিভাগের সহকারী অধ্যাপক সোহেল মাহমুদ।ফরেনসিক বিভাগের সহকারী অধ্যাপক সোহেল মাহমুদ ও প্রভাষক প্রদীপ কুমার সাহা দুই মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন করেন। দুজনের মরদেহ তাদের আত্মীয়-স্বজনের কাছে হস্তান্তর করা হয়।অধ্যাপক সোহেল মাহমুদ বলেন, যারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে তারা পেশাদার খুনি। আমরা অনেক ময়নাতদন্ত করেছি, কিন্তু এমন আঘাতজনিত অবস্থায় আর কোনো মৃতদেহ পাইনি। তাদের হৃৎপিণ্ড ও পাকস্থলি সংগ্রহ করে ভিসেরা পরীক্ষার জন্য রাখা হয়েছে বলেও মনে করেন তিনি।অধ্যাপক সোহেল মাহমুদ জানান, ইউএসএআইডির কর্মী জুলহাজ মান্নানের মাথা ও ঘাড়ে পাঁচটা কোপ দেয়া হয়েছে।
আর জুলহাসের বন্ধু নাট্যকর্মী মাহবুব রাব্বী তনয়ের মাথায় তিনটা কোপ, ঘাড়ের ডান দিকে একটি কোপ ও বামদিকে একটি কোপের চিহ্ন রয়েছে।উপর্যুপরি কোপানোর পর অতিরিক্ত রক্তক্ষরণের কারণে ঘটনাস্থলেই তারা মারা গেছেন বলেও জানিয়েছেন ডাক্তাররা। সোমবার বিকেল ৫টার দিকে লেক সার্কাস এলাকায় পার্সেল দেয়ার কথা বলে বাসায় ঢুকে কুপিয়ে খুন করা হয় ইউএসএআইডির কর্মসূচি কর্মকর্তা জুলহাজ (৩৫) ও তার বন্ধু নাট্যকর্মী মাহবুব রাব্বী তনয়কে (২৬)। এতে আহত হয়েছেন আরো তিনজন। জুলহাজ বাংলাদেশে সমকামীদের একমাত্র ম্যাগাজিন রূপবান-এর সম্পাদকীয় বোর্ডের সদস্য ছিলেন। হত্যাকাণ্ডের সময় টহল পুলিশের একটি পিকআপ ওই এলাকার তেঁতুলতলা গলি দিয়েই যাচ্ছিল। কিন্তু তারা তাদের ধরতে পারেননি। উল্টো তাদের হামলায় গুরুতর জখম হয়ে গ্রিনলাইফ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন কলাবাগান থানা পুলিশের এএসআই মোমতাজ হোসেন।
কুরিয়ার সার্ভিস কর্মী পরিচয়ে পার্সেল দেয়ার কথা বলে জুলহাজ মান্নানের বাসায় ঢুকেছিল দুর্বৃত্তরা। এরপর আনুমানিক ১০-১৫ মিনিটের হামলায় দু’জনকে কুপিয়ে ও গুলি করে তাকে ও তার এক বন্ধুকে হত্যা করা হয়। পরে আল্লাহু আকবার বলতে বলতে তারা চলে যায় বলে জানিয়েছেন ঘটনার প্রত্যক্ষদর্শী একজন।সোমবার রাতে ঘটনাস্থল পরিদর্শন শেষে ডিএমপির কমিশনার আছাদুজ্জামান মিয়া সাংবাদিকদের বলেন, এটিকে টার্গেট কিলিং বলেই মনে হচ্ছে। জঙ্গিদের সংশ্লিষ্টতা আছে কি না এখনই বলা যাচ্ছে না।এদিকে, রাজধানীর কলাবাগানে সমকামী অধিকারকর্মী ও তার বন্ধুকে খুনের ঘটনায় দায়ের করা দুই মামলায় ২৪ মে পুলিশকে তদন্ত প্রতিবেদন দিতে বলেছে আদালত।পরিবার ও পুলিশের দায়ের করা এ দুই মামলার এজাহার মঙ্গলবার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে পাঠানো হলে হাকিম নুরুন্নাহার ইয়াসমিন এই তারিখ ঠিক করে দেন।খুনিরা পালানোর সময় তাদের একজনের কাছ থেকে একটি ব্যাগ ছিনিয়ে রাখেন মমতাজ, যেখানে একটি পিস্তল, একটি দেশীয় আগ্নেয়াস্ত্র, গুলি ও মোবাইল ফোন পাওয়ার কথা জানিয়েছে পুলিশ।
জুলহাজের বড় ভাই মিনহাজ মান্নান ইমন রাতেই কলাবাগান থানায় একটি হত্যা মামলা দায়ের করেন, যাতে অজ্ঞাতপরিচয় পাঁচ-ছয়জনকে আসামি করা হয়।আর এএসআই মমতাজের ওপর হামলা এবং অস্ত্র পাওয়ার ঘটনায় অন্য মামলাটি করেন কলাবাগান থানার এসআই শমীম আহমেদ।দুই মামলাতেই অজ্ঞাতপরিচয় পাঁচ-ছয়জনকে আসামি করা হয়েছে। হত্যাকাণ্ডের পর ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। এর মধ্যে হত্যা মামলাটি তদন্তের দায়িত্ব পেয়েছেন কলাবাগান থানার পরিদর্শক (তদন্ত) কে এম আশরাফ উদ্দিন। আর এসআই মো. আনসার আলী করবেন অস্ত্র মামলার তদন্ত।মঙ্গলবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে লাশের ময়নাতদন্ত শেষে ফরেনসিক বিভাগের সহকারী অধ্যাপক সোহেল মাহমুদ সাংবাদিকদের বলেন, দক্ষ হাতের কাজ, খুনিরা প্রশিক্ষিত। কোথায় আঘাত করলে মারা যাবে, সে ধরনের প্রশিক্ষণ নিয়েই তারা কুপিয়েছে। সোমবার বিকালে কলাবাগানের লেক সার্কাস এলাকায় পার্সেল দেওয়ার কথা বলে বাসায় ঢুকে কুপিয়ে হত্যা করা হয় ইউএসএআইডির কর্মসূচি কর্মকর্তা জুলহাজ (৩৫) ও তার বন্ধু তনয়কে (২৬)।পাঁচ থেকে সাতজন এই হত্যাকাণ্ডে অংশ নেয় বলে পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের ভাষ্য।
লাশের সুরতহাল করার পর কলাবাগান থানার এস আই মো. আনসার আলী তার প্রতিবেদনে বলেছেন, ঘাড়, চিবুক, মাথার সামনে পেছনে ও উপরের অংশে বিভৎসভাবে কুপিয়ে মৃত্যু নিশ্চিত করা হয়েছে। দুজনেরই মৃত্যু হয়েছে ঘটনাস্থলে।ময়নাতদন্তকারী চিকিৎসক সোহেল মাহমুদ বলেন, এ ধরনের আঘাতের পর কারও বেঁচে যাওয়া সম্ভব নয়। একই স্থানে উপর্যুপরি কয়েকটি আঘাত ছিল। এবং সেই আঘাত মাথার খুলি কেটে মগজ পর্যন্ত পৌঁছেছে। তনয়ের স্পাইনাল কর্ড ছিঁড়ে গেছে।তিনি বলেন, একই স্থানে অন্তত তিনটি আঘাত করলে মগজ স্পর্শ করে। খুনিরা ভালো করেই জানে এবং জেনেই আঘাতগুলো করেছে।সুরতহাল প্রতিবেদনে বলা হয়েছে, জুলহাজের মাথার পেছনে ও চিবুকের বাঁ দিকে ছয় ইঞ্চি দৈর্ঘ্যের ধারালো কোপের চিহ্ন রয়েছে। আঘাত এতোটাই শক্তিশালী ছিল যে খুলি কেটে মগজ বের হয়ে এসেছে।মাথার পেছনে ডান দিকে কানের উপরের অংশেও পাশবিকভাবে কোপানো হয়েছে ইউএসএআইডির কর্মসূচি কর্মকর্তা জুলহাজকে।তার বাঁ হাতের মধ্যভাগে ধারালো অস্ত্রের কাটা দাগ পাওয়া গেছে, যা থেকে মনে হয়, স্বাভাবিকভাবেই কোপ ঠেকানোর চেষ্টা করেছিলেন তিনি।
ইউএসআইডিতে যোগ দেওয়ার আগে জুলহাজ ছিলেন ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাসের প্রটোকল অ্যাসিসটেন্ট। সমকামীদের অধিকার প্রতিষ্ঠার সাময়িকী ‘রূপবান’ সম্পাদনায় যুক্ত ছিলেন তিনি। লেক সার্কাস রোডের যে বাসায় জুলহাজ খুন হন, সেখানে মাকে নিয়ে তিনি থাকতেন।হত্যাকাণ্ডের পর টি শার্ট ও জিন্স প্যান্ট পরিহিত পাঁচ থেকে সাতজনকে আল্লাহু আকবার বলতে বলতে গুলি ছুড়ে পালিয়ে যেতে দেখেছেন বলে এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন।ঢাকার পুলিশ কমিশনার মো. আছাদুজ্জামান মিয়ার ধারণা, জুলহাজকে হত্যার জন্যই খুনিরা ওই বাসায় গিয়েছিল বলে ঘটনাপ্রবাহে তাদের মনে হচ্ছে। সেক্ষেত্রে জুলহাজের সঙ্গে থাকার কারণেই হয়তো খুন হতে হয়েছে লোকনাট্য দলের কর্মী মাহবুব রাব্বী তনয়কে।এস আই মো. আনসার সুরতহাল প্রতিবেদনে বলছেন, তনয়ের মাথার পেছনের অংশ থেকে ঘাড় হয়ে প্রায় এক ফুট পরিমাণ জায়গা প্রায় চার ইঞ্চি গভীর হয়ে কেটে গেছে ধারালো অস্ত্রের আঘাতে।এছাড়া মাথার উপরের অংশেও পাঁচ ইঞ্চি দ্যৈর্ঘ্যের ক্ষত সৃষ্টি হয়েছে; কোপের কারণে কেটে গেছে খুলি।এর আগে ব্লগার আহমেদ রাজীব হায়দার, লেখক অভিজিৎ রায়, অনলাইন অ্যাকটিভিস্ট ওয়াশিকুর রহমান বাবু, নীলাদ্রি চট্টোপাধ্যায় নিলয়,প্রকাশক ফয়সল আরেফিন দীপনসহ বিভিন্ন হত্যার ঘটনায় লাশের সুরতহাল ও ময়নাতদন্ত করে সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তা ও চিকিৎসকরা একই ধরনের আঘাতের চিহ্ন পাওয়ার কথা বলেছিলেন। প্রতিটি ক্ষেত্রেই পরিকল্পিত ও আকস্মিক হামলায় দক্ষ হাতে চাপাতির কোপে মৃত্যু নিশ্চিত করে দ্রুত পালিয়ে গেছে খুনিরা।
অন্যদিকে, সাংস্কৃতিক ব্যাক্তিত্ব নাসির উদ্দিন ইউসুফ বলেছেন, স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন দেশ অনেক নিরাপদ। আপনি রাজশাহী বিশ্ববিদ্য্লায়ের শিক্ষক আর তনয়ের লাশের সামনে দাঁড়িয়ে বুকে হাত দিয়ে বলেন, এদেশ নিরাপদ। মঙ্গলবার বিকেলে বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার সামনে দুর্বৃত্তদের হাতে নিহত নাট্যকর্মী মাহবুব রাব্বি তনয়কে শেষ শ্রদ্ধা জানাতে এসে তিনি একথা বলেন।তিনি বলেন, তনয়ের অন্য কোন চাওয়া পাওয়া ছিল না। সে দেশকে, দেশের মানুষকে ভালবাসতো বলেই সাংস্কৃতিক কর্মের সাথে জড়িত হয়ে পড়ে। সারাদেশে কিছুদিন যাবত হন্তারকের হাতে একের পর এক যুবকদের মৃত্যু হচ্ছে। তাহলে এই কথাই বলতে হয় আমরা নিরাপদ নই। এই মৃত্যু উপত্যকা আমার দেশ না।স্বরাষ্ট্রমন্ত্রীকে উদ্দেশ্যে করে নাসির উদ্দিন ইউসুফ বলেন,‘আপনার এই হন্তারকদের গ্রেফতার করুন। শাস্তি দিন এর বেশি কিছু চাই না।
সমাজের সকল শ্রেনীর মানুষকে এ ব্যাপারে এক্যবদ্ধ হওয়ার আহবান জানিয়ে তিনি বলেন, আসুন আমরা ঐক্যবদ্ধভাবে লড়াইয়ে শামিল হই। আমাদের জন্য এ লড়াই বাঁচার লড়াই। এ লড়াইয়ে হারা যাবে না। হারলে বাংলাদেশ হেরে যাবে।নাট্যজন আতাউর রহমান বলেন, ৪৪ বছর আগে পাকিস্থানীরা যেভাবে পরিকল্পিতভাবে দেশের বুদ্ধিজীবিদের হত্যা করেছিল সেই একই ভাবে একের পর এসব হত্যাকাণ্ড পরিচালনা করা হচ্ছে। তিনি বলেন, প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষন করে বলছি, দেশ স্বাধীন করেছি স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টির জন্য। আপনাদের এ নিশ্চয়তা দিতে হবে, না হলে দেশের স্বাধীনতার স্বপ্ন, বঙ্গবন্ধুর স্বপ্ন সবই মিথ্যা হয়ে যাবে।রামেন্দু মজুমদার বলেন, মৃত্যুর মিছিল কেবলই দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে। আমরা শোকে কাতর হই। কয়েকদিন পর আবার ভুলে যাই। কিন্তু কোন বিচার পাই না।এভাবে কতজনকে আর প্রান দিতে হবে উল্লেখ করে তিনি বলেন, ‘আসুন সকলেই মিলে একজোট হয়ে আমরা পতিরোধ গড়ে তুলি।
সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুস আইন শৃংখলা বাহিনীকে উদ্দেশ্য করে বলেন, আপনাদের কাছে আকুল আবেদন এ ধরনের হত্যা বন্ধ করুন। আমরা আপনাদের সাথে আছি।’ তিনি বলেন, এ মৃত্যু যেন সবার চোখ খুলে দেয়। এ মৃত্যুই যেন শেষ মৃত্যু হয়।এ সময় নিহত তনয়ের কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় ঢাকা থিয়েটার, দৃষ্টিপাত নাট্যসংসদ, মহাকাল নাট্য সংসদ, বাংলাদেশ থিয়েটার, বটতলা, দনিয়া সাংস্কৃতিক জোট, শিল্পকলা একাডেমির কর্মচারি ইউনিয়ন, বাংলাদেশ শিল্পকলা একডেমির চলচ্চিত্র ও নাট্যকলা বিভাগ, লোকনাট্যদল (বনানী), বাংলাদেশ পথনাটক পরিষদ , বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন সহ বিভিন্ন নাট্য সংগঠন।এরপর জাতীয় নাট্যশালার সামনেই নাট্যকর্মী মাহবুব রাব্বি তনয়ের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে তাকে মিরপুর বুদ্ধিজীবি কবরস্থানে দাফনের জন্য নিয়ে যাওয়া হয়। এ সময় নাট্যকর্মীদের মধ্যে এক হৃদয়বিদারক দৃশ্যের অবতারনা করেন। সহকর্মীকে বিদায় দিতে বার বার কান্নায় ভেঙ্গে পড়েন তার নিজের সংগঠন লোকনাট্যদল ও অন্যান্য নাট্যসংগঠনের কর্মীরা। জুলহাজের চাচা আমিনুল ইসলাম জানিয়েছেন, তার ভাতিজাকে বনানী কবরস্থানে দাফন করা হয়। মাহবুব রাব্বি তনয়ের হত্যার প্রতিবাদে বুধবার বিকেল ৫টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির সামনে এক প্রতিবাদ সমাবেশের আয়োজন করেছে বাংলাদেশ গ্র“প থিয়েটার ফেডারেশান।