মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা রোববার জার্মানি সফরে যাচ্ছেন। জার্মানির চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেলের আমন্ত্রণে তিনি এ সফর করছেন। ওবামা বিল্ড সংবাদপত্রকে বলেন, ‘আমি অ্যাঙ্গেলাকে আমার অন্যতম ঘনিষ্ঠ অংশীদার এমনকি একজন বন্ধুও মনে করি।’ তিনি বলেন, ‘বিশ্বের অন্যান্য অনেক নেতার চেয়ে আমি দীর্ঘদিন ধরে তার সঙ্গে ঘনিষ্টভাবে কাজ করেছি এবং বছরের পর বছর আমি তার কাছ থেকে অনেক কিছু শিখেছি।’
ওবামা রোববার লন্ডন থেকে দুই দিনের সফরে স্থানীয় সময় ১২ টা ৪০ মিনিটে জার্মানি পৌঁছবেন। মেরকেলের সঙ্গে বৈঠকের মধ্য দিয়ে তার এ সফর শুরু হবে। তিনি একটি যৌথ সংবাদ সম্মেলনে অংশ নেবেন এবং বাণিজ্য মেলা পরিদর্শন করবেন।
সোমবার ফ্রান্স, জার্মানি ও ব্রিটেনের নেতৃবৃন্দ ও মেরকেলের সঙ্গে বৈঠক ও একটি প্রবন্ধ উপস্থাপনের মধ্য দিয়ে তার জার্মানি সফর শেষ হবে।