ইউনিয়ন পরিষদের তৃতীয় ধাপে কারচুপি, কেন্দ্র দখলসহ নানা অনিয়মের মধ্যে দিয়ে ৬১৪টির ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। ভোট শেষে চলছে গণনা। একাধিক অভিযোগে ১২ ইউপির ভোট স্থগিত ঘোষণা করেছে নির্বাচন কমিশন।শনিবার সকাল ৮টা থেকে দলীয়ভাবে প্রথমবারের মতো অনুষ্ঠিত তৃণমূলের ইউপি নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়। চলে টানা বিকেল ৪টা পর্যন্ত।তৃতীয় ধাপের গোলযোগ-সংঘর্ষ ও সহিংসতা কম হলেও অনিয়ম অব্যাহত থাকায় অসন্তোষ প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। ভোটের দিন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিভিন্ন নির্বাচনী এলাকা থেকে অনিয়মের অভিযোগ আসতে থাকে।ইসি কর্মকর্তারা জানান, মানিকগঞ্জ, নোয়াখালী, শেরপুরসহ বেশ কিছু এলাকায় অনিয়মের তথ্য কমিশনে এসেছে। দৃশ্যমান গোলযোগ-সহিংসতা না হলেও দখল-অনিয়ম বহাল রয়েছে। এতে সুন্দর ভোটের আশায় গুড়েবালি বলা চলে।
নির্বাচন কমিশনার আবু হাফিজ বলেন, আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রীর বার্তায় আমরাও ভালো ভোটের প্রত্যাশা করেছি। কিন্তু দলীয় নেত্রীর মনোনয়নের বাইরে গিয়েও যারা ব্রিদ্রোহী প্রার্থী হয়েছেন তারা তো গোলযোগ করেই যাচ্ছে। সেখানে এমন পরিস্থিতি হচ্ছে কোথাও কোথাও। তবে যেখানেই অনিয়ম পাওয়া যাচ্ছে সেখানে কেন্দ্র স্থগিত করা হচ্ছে বলে জানান তিনি।এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক একজন নির্বাচন কমিশনার বাংলামেইলকে বলেন, ‘ক্ষমতাসীন দলের আশ্বাস পেয়ে আমরা মনে করেছিলাম- ব্যালট পেপার ছিনতাই, সংঘর্ষ কিছুটা কম হবে। তাদের নেতাকর্মীরা অনিয়মে জড়াবে না। আমরাও সতর্ক করেছিলাম। কিন্তু দেখছি- উল্টো। ঝামেলা তো করেই যাচ্ছে। ভোটগ্রহণ কর্মকর্তারা ভয়ে থাকলে কিংবা অনিয়মের প্রকৃত চিত্র না পাঠালে আমরা কি করি! প্রশাসন সহায়তা না করলে স্বাধীন সংস্থা কাগজে-কলমে থাকে। এক্ষেত্রে সবার আন্তরিক সহযোগিতাও দরকারবড় ধরনের গোলযোগ না ঘটলেও নানা অনিয়মের মধ্যে ইউপি নির্বাচনের তৃতীয় ধাপে ৪৮ জেলার ৮৭ উপজেলার ৬১৪টি ইউনিয়নে জনপ্রতিনিধি নির্বাচনে ভোটগ্রহণ শেষ হয়েছেঅনিয়ম- গোলযোগের শঙ্কার মধ্যে আইন শৃঙ্খলাবাহিনীর কঠোর অবস্থানে শনিবারের এই ভোট সুষ্ঠু ও শান্তিপূর্ণ করার আশা ছিল নির্বাচন কমিশনের। গোলযোগ না হওয়ায় সন্তোষ জানালেও কেন্দ্র দখল ও জাল ভোটের অনিয়মে ইসির অসন্তোষের কথা এক নির্বাচন কমিশনার জানিয়েছেন।
সকাল ৮টায় ভোটগ্রহণ শুরুর পরপরই প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দীন আহমদ শেরেবাংলা নগরে ইসি কার্যালয়ে পৌঁছান। ঘণ্টাখানেকের মধ্যে বাকি চার নির্বাচন কমিশনার ও ইসি সচিবও পৌঁছে যান।পরে সিইসির কক্ষে বৈঠকে বসেন চার নির্বাচন কমিশনার।ইসি কর্মকর্তারা জানান, মানিকগঞ্জ, নোয়াখালী, চাঁদপুর, কুমিল্লা, শেরপুরসহ বেশ কিছু এলাকায় অনিয়মের তথ্য কমিশনে এসেছে।
ভোটগ্রহণ শেষ হওয়ার পরপরই ইসির উপ সচিব সামসুল আলম বলেন, কোথাও প্রাণহানির খবর পাওয়া যায়নি। কোনো ইউপির ভোটও বন্ধ হয়নি। তবে কিছু কেন্দ্রের ভোট বন্ধ করা হয়েছে।
ইসির নির্বাচন ব্যবস্থাপনা ও সমন্বয় শাখার সহকারী সচিব আশফাকুর রহমান জানান, এখন পর্যন্ত ১২টি কেন্দ্রে ভোট বন্ধের তথ্য মাঠ পর্যায় থেকে এসেছে। এ সংখ্যা বাড়তে পারে। ভোট শেষ হওয়ার পরে নানা অভিযোগ নিয়ে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে দেখা করতে যায় বিএনপির প্রতিনিধি দল।কুমিল্লায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে দুটি কেন্দ্রে ব্যালট ছিনতাই এবং অন্য দুটিতে সংঘর্ষের খবর পাওয়া গেছে। চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় সদস্য প্রার্থীর সমর্থকদের গুলিতে এক পুলিশ কনস্টেবল আহত হয়েছে।এ ধাপে ১৪টি রাজনৈতিক দল অংশ নিলেও স্বাভাবিকভাবেই মূল লড়াই হবে আওয়ামী লীগের নৌকাএবং বিএনপির ধানের শীষে। চেয়ারম্যান পদে দলীয় প্রতীকে ভোট হলেও সাধারণ এবং সংরক্ষিত সদস্য পদের নির্বাচন হচ্ছে নির্দলীয়।গত দুই ধাপে অন্তত ৩৫ জন লোকের প্রাণহানি হয়েছে ভোটের আগে-পরের সহিংসতায়। অনিয়মের কারণে শ’খানেক কেন্দ্রও বন্ধ করা হয়।ইতোমধ্যে অনিয়ম ও পক্ষপাতিত্বের অভিযোগে গাজীপুরে একজন এসপি ও দুইজন ওসিকে এবং গোপালগঞ্জের কাশিয়ানীর ওসিকে প্রত্যাহার করা হয়েছে। ইউনিয়ন পরিষদ নির্বাচনের দুই ধাপের তিক্ত অভিজ্ঞতার কারণে তৃতীয় ধাপের নির্বাচনে ভোটারদের অভয় দিলেও ভোটার শঙ্কা দূর করতে পারছে না নির্বাচন কমিশন (ইসি)। ফলে সর্বমহলে সমালোচনায় বিদ্ধ ইসির কাছে এ ধাপে সুষ্ঠু নির্বাচন করাটা অনেকটা চ্যালেঞ্জ হিসেবে দাঁড়িয়েছে।
এরই মধ্যে বিভিন্ন অভিযোগে ভোটবর্জনের খবর পাওয়া গেছে। প্রতিনিধিদের পাঠানো তথ্য : চাঁদপুর : জেলার ফরিদগঞ্জ উপজেলার রূপসা উত্তর ইউনিয়নের বিএনপি মনোনীত প্রার্থী বিল্লাল হোসেন ভুঁইয়া (ধানের শিষ) কেন্দ্র দখলের অভিযোগ এনে নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন। শনিবার সকাল সাড়ে ১০টার দিকে সাংবাদিক সম্মেলন করে তিনি এ ঘোষণা দেন।
নারায়ণগঞ্জ :সদর উপজেলার ৬টি ইউনিয়নের মধ্যে বিএনপির ধানের শীষ প্রতীকে একমাত্র এনায়েতনগর চেয়ারম্যান প্রার্থী এসএম আলমগীর হোসেন নির্বাচন বর্জন করে সরে এসেছেন। সকাল ১১টায় নারায়ণগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের (গর্ভেন্ট গার্লস স্কুল) সামনে আলমগীর নির্বাচন বয়কটের ওই ঘোষণা দেন।ঝিনাইদহ : কালিগঞ্জ উপজেলার রাখালগাছী ইউনিয়নের আওয়ামী লীগের (বিদ্রোহী) চেয়ারম্যান প্রার্থী আলতাফ হোসেন ( মোটরসাইকেল) ভোটবর্জনের ঘোষণা দেন। দুপুর ১২টার দিকে কেন্দ্র দখল, ব্যালট ছিনিয়ে নিয়ে সিল দেয়া ও তার পোলিং এজেন্টদের বের করে দেয়ার অভিযোগ এনে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে তিনি এ বর্জনের ঘোষণা দেন। কুমিল্লা : ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে কেন্দ্র দখল ও ভোট কারচুপির অভিযোগে কুমিল্লায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থী নির্বাচন বর্জন করেছেন। বেলা ১১টায় নিজ নির্বাচনী কার্যালয়ে সংবাদ সম্মেলন করে তারা নির্বাচন বর্জনের ঘোষণা দেন।বর্জনকারী প্রার্থীরা হলেন- কুমিল্লা আদর্শ সদর উপজেলার কালিবাজার ইউপির বিএনপি প্রার্থী আলী হোসেন ও লাকসাম উপজেলার লাকসাম পূর্ব ইউপির বিএনপি প্রার্থী নুরুন্নবী চৌধুরী।
নোয়াখালী : নোয়াখালীর চাটখিল উপজেলার রামনায়ণপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে বিএনপির প্রার্থী লিয়াকত আলী ভুট্টো ভোটবর্জনের ঘোষণা দিয়েছেন। সকাল ১০টার দিকে নির্বাচনে অনিয়ম, জাল ভোট প্রদান ও কেন্দ্র দখলের অভিযোগ এনে ভোটবর্জন করেন তিনি।নাটোর : ইউনিয়ন পরিষদ নির্বাচনে নাটোর সদর উপজেলার ৫টি ইউনিয়ন পরিষদে বিএনপি ৫ প্রার্থী এবং হালসা ইউনিয়নে আওয়ামী লীগের এক বিদ্রোহী প্রার্থী নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন। ভোট কারচুপি, এজেন্টদের ভয়ভীতি প্রদর্শনসহ প্রার্থীদের উপর হামলার চেষ্টা এবং ভোটকেন্দ্র থেকে এজন্টদের বের করে দেয়ার অভিযোগে তারা এ ভোট বর্জনের ঘোষণা দেন।তৃতীয় ধাপের ভোট তথ্য:তৃতীয় ধাপে ২৩ এপ্রিল ভোটের জন্য ৬৮৫টি ইউপির তালিকা করেছিল ইসি। প্রধান রাজনৈতিক দলগুলোর সব প্রার্থী মনোনয়নপত্র জমা দিতে না পারায় রাঙ্গামাটি ও বান্দরবানের ৫৩ ইউপির ভোট ষষ্ঠ ধাপে নেওয়া হয়েছে। নানা জটিলতায় আরও একডজন ইউপির ভোটও পরের ধাপে গেছে।শুক্রবার আইনি জটিলতায় আটকে যায় আরও তিন ইউপির নির্বাচন।লক্ষ্মীপুরের দুটি ইউপি’র সব পদ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় শনিবার ভোট হয়নি।ইতোমধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান পদে আওয়ামী লীগের ২৫ জন, সাধারণ সদস্য পদে ১৭৪ জন ও সংরক্ষিত সদস্য পদে ৭৯ জন নির্বাচিত হয়েছেন।ইসির জনসংযোগ পরিচালক জানান, এ ধাপে চেয়ারম্যান প্রার্থী রয়েছে ২ হাজার ৬৭২ জন। সাধারণ সদস্য পদে ২০ হাজার ৯৪৩ জন ও সংরক্ষিত সদস্য পদে ৬ হাজার ২৯৮ জন প্রতিদ্বন্দ্বী প্রার্থী রয়েছে।এসব ইউপিতে মোট ভোটার ১ কোটি ৯ লাখ ৮০ হাজার ৩৫৫ জন। ভোটের দিন ছয় হাজার ৭৫ টির বেশি কেন্দ্রে লক্ষাধিক ভোটগ্রহণ কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর দেড় লাখের মতো সদস্য নিয়োজিত থাকবে।তৃতীয় ধাপের ভোটে চেয়ারম্যান পদে মোট ১৪টি রাজনৈতিক দলের প্রার্থী রয়েছে ১ হাজার ৪৮৭ জন এবং স্বতন্ত্র ১ হাজার ১৮৫ জন।৪ জুন হবে ষষ্ঠ ধাপের ভোট।
নোয়াখালী : কেন্দ্রে হামলা, ব্যালটবক্স, পেপার ছিনতাই ও বিশৃঙ্খলার অভিযোগে নোয়াখালীর চাটখিল উপজেলার ৮টি ইউনিয়নের ২টি কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত করেছে প্রিজাইডিং অফিসারগণ। কয়েকটি কেন্দ্রে বিচ্ছিন্ন সংঘর্ষে পুলিশ ও আনসার সদস্যসহ অন্তত ১০ জন আহত হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কয়েক রাউন্ড গুলি ছুঁড়ে।শনিবার সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এসব ঘটনা ঘটে। আহতদের মধ্যে রয়েছেন পুলিশের উপ-পরিদর্শক মো. শাহজাহান, ৪ জন আনসার সদস্য, মেম্বার প্রার্থী রিপন’সহ ১০ জন।কেন্দ্রের প্রিজাইডিং ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল সাড়ে ১০টার দিকে একদল দূর্বৃত্ত নোয়াখলা ইউনিয়নের সানখালী মদিনাতুল উলুম তালিমূল কুরআন মাদ্রাসা কেন্দ্রে মিছিল নিয়ে এসে হামলা চালায়। এসময় তারা ওই কেন্দ্রের কক্ষগুলো থেকে ব্যালট পেপার, সিল লুট করে নিয়ে যায়। পরে কেন্দ্রে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাহিরে চলে গেলে কেন্দ্রের দায়িত্বরত প্রিজাইডিং অফিসার শাহাদাত হোসেন চৌধুরী ভোটগ্রহণ স্থগিত করেন। অপরদিকে, বেলা ১১টার দিকে পরকোর্ট ইউনিয়নের খালিসপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের একদল দূর্বৃত্ত হামলা চালিয়ে ব্যালট পেপার, সিল ছিনতাই করে নিয়ে গেলে প্রিজাইডিং অফিসার আবুল হোসেন ওই কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত করেন।
এদিকে সাড়ে ১১টার দিকে মেম্বার প্রার্থী জসিম উদ্দিন( বৈদ্যুতিক পাখা), আব্বাস উদ্দিন (ঘুড়ি) ও শাহ আলম (ফুটবল) মার্কার প্রার্থীর সমর্থকরা নোয়াখলা পূর্বশ্রীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের একটি বুথে হামলা চালিয়ে পেপারসহ দুটি ব্যালট বক্স ছিনতাই করে নিয়ে যায়। এসময় অপর মেম্বার প্রার্থী রিপন (মোরগ) মার্কার সমর্থকরা বাঁধা দিলে উভয় পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এতে কেন্দ্রে দায়িত্বরত পুলিশের উপ-পরিদর্শক শাহজাহান, ৪ আনসার সদস্য, মেম্বার প্রার্থী রিপনসহ অন্তত ১০জন আহত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ দুই রাউন্ড গুলি ছুঁড়ে। পরে একটি ব্যালট বক্স উদ্ধার করে পুলিশ।এরআগে, শনিবার সকাল ৮টা থেকে চাটখিল উপজেলার ৯টি ইউনিয়নের ৮২টি কেন্দ্রের মধ্যে ৮০টি কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়।লক্ষ্মীপুর ঃ লক্ষ্মীপুরে বিক্ষিপ্ত সংঘর্ষ ধাওয়া-পাল্টা ধাওয়া, গুলি বর্ষন, ককটেল বিস্ফোরন, ব্যালট পেপার ছিনতাই ও কেন্দ্র দখলের মধ্য দিয়ে ভোট গ্রহন সম্পন্ন হয়েছে।৩য় পর্যায়ের ইউনিয়ন পরিষদ নির্বাচনে (আজ) শনিবার জেলার রায়পুর ও রামগঞ্জ উপজেলার ৮টি ইউনিয়নের বিভিন্নস্থানে এসব ঘটনায় দুই পুলিশ সদস্য গুলিবিদ্ধসহ আহত হয়েছেন কমপক্ষে ২০ জন।সকাল সাড়ে ১০ টার দিকে রায়পুর উপজেলার সোনাপুর সরকারি প্রাথমিক বিদালয় কেন্দ্রে ব্যালট পেপার ছিনিয়ে নিয়ে সীল মেরে বাক্স ভর্তি করাসহ দায়িত্বরত নির্বাচনী কর্মকর্তাদের ভয়ভীতি প্রদর্শন করায় ওই কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত (বাতিল) করেছে সংশ্লিষ্ট প্রিজাইডিং অফিসার তাপস চক্্রবর্তী। এ দিকে দুপুর ১২ টার দিকে একই অভিযোগে রাখালিয়া উচ্চ বিদ্যালয়ের ভোট কেন্দ্রও ভোট গ্রহণ স্থগিত করা হয়।অন্য দিকে দুপুর ১ টার দিকে রামগঞ্জের ইছাপুর ইউনিয়নের পশ্চিম সুন্দড়া সরকারি পপ্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে দূর্বৃত্তদের ছোঁড়া গুলিতে দায়িত্বরত পুলিশের উপ পরিদর্শক (এসআই) সেলিম ও পুলিশ সদস্য সফি উল্লাহ গুরুতর আহত হন। পরে তাদেরকে সংকাটাপন্ন অবস্থায় নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।এছাড়া রামগঞ্জের হোছনাবাদ, মাছিমপুর, কাঞ্চনপুরের পূর্ব বিগা সরকারি প্রাথমিক বিদ্যালয়, পানপাড়া উচ্চ বিদ্যালয়, রায়পুরের সোনাপুর মাদ্রাসা ও পশ্চিম চরলক্ষি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রসহ দু উপজেলার বেশ কয়েকটি কেন্দ্রে সরকার দলীয় সমর্থকরা কেন্দ্র দখলের চেষ্টা করে জাল ভোট দেয়ার ঘটনাকে কেন্দ্র করে মেম্বার প্রার্থীদের সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এতে কমপক্ষে ১৮ জন আহত হন। এসব ঘটনায় বিভিন্ন কেন্দ্র থেকে অন্তত ১২ জনকে আটক করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এর মধ্যে মো: মাহমুদ নামে এক যুবককে ২ বছরের সাজা দিয়েছে ভ্রাম্যামাণ আদালত।
মেহেরপুর: সদর উপজেলার পিরোজপুর ইউনিয়নের তিনটি কেন্দ্রে প্রকাশ্যে নৌকায় সিল মেরেছে আওয়ামী লীগ প্রার্থীরা কর্মীরা। এছাড়াও ভোটারদের জোরপূর্বক নৌকা প্রতীকে সিল মারতে বাধ্য করা হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপি প্রার্থী।পিরোজপুর ইউনিয়নের চেয়ারম্যান ও বিএনপি প্রার্থী সামসুল আলম জানান, পিরোজপুর মাধ্যমিক বিদ্যালয়, পিরোজপুর দাখিল মাদরাসা ও পিরোজপুর সরকারি প্রথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোটগ্রহণের পর থেকে প্রকাশ্যে নৌকা প্রতীকে সিল মারতে বাধ্য করছেন আওয়ামী লীগ প্রার্থীর এজেন্ট ও সমর্থকরা। বিএনপি-জামায়াতের ভোটাররা কেন্দ্রে প্রবেশ করলে তাদের বুথের মধ্যে যেতে না দিয়ে প্রিসাইডিং অফিসার, সহকারী প্রিসাইডিং অফিসার ও পোলিং অফিসারদের সামনে সিল মারতে বাধ্য করা হচ্ছে। এছাড়াও ওই তিনটি কেন্দ্রে তার পক্ষের ভোটারদের কেন্দ্রে যেতে বাধা দেয়া হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।
তবে অভিযোগের বিষয়ে জানতে চাইলে পিরোজপুর মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রের সহকারী প্রিসাইডিং অফিসার ও বাড়িবাকা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল আলিম কোনো কথা বলতে রাজি হননি। প্রকাশ্যে ভোট কিভাবে হচ্ছে প্রশ্ন করলে তিনি কোনো উত্তরও দেননি।এদিকে, বিএনপি প্রার্থীর অভিযোগের প্রেক্ষিতে মেহেরপুর জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ ও বিজিবির একাধিক দল তিনটি কেন্দ্রও এলাকা পরিদর্শন করেছেন। এ সময় পিরোজপুর দাখিল মাদরাসা কেন্দ্র থেকে জাল ভোট দেয়ার চেষ্টার দায়ে তিন কিশোরকে চার হাজার ৫শ’ টাকা জরিমানা করেন। পরবর্তীতে ওই এলাকায় সুষ্ঠু পরিবেশে ভোটগ্রহণ চলে দাবি করেন মেহেরপুরের জেলা প্রশাসক পরিমল সিংহ। ময়মনসিংহ: তৃতীয় দফায় ইউনিয়ন পরিষদের নির্বাচন চলাকালে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় মকবুল হোসেন নামে এক মেম্বর প্রার্থীকে ব্যালটসহ আটক করেছে পুলিশ। পরে তাকে ভ্রাম্যমাণ আদালতে ৬ মাসের কারাদণ্ড দেয়া হয়েছে।অন্যদিকে নান্দাইল উপজেলার চন্ডিপাশা ইউনিয়নের বাশহাটি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে জাল ভোট দেয়ার অভিযোগে রবি নামে এক যুবককে ৬ মাসের কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালতশনিবার সকাল থেকে বিকেল পর্যন্ত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট জসিম উদ্দিন। ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল আলম খান এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।