যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গরাজ্যের কাছাকাছি চারটি স্থানে বন্দুক হামলায় অন্তত ৮ জন নিহত হয়েছে। রাজ্যের অ্যাটর্নী জেনারেল এক বিবৃতিতে জানিয়েছেন, ধারণা করা হচ্ছে যে একই পরিবারের ৭ প্রাপ্ত বয়স্ক লোক ও এক কিশোরকে হত্যা করা হয়েছে। পুলিশ জানায়, তাদের সকলের মাথায় গুলি করে হত্যা করা হয়। এখনো এই ঘটনায় সন্দেহভাজন কাউকে আটক করা হয়নি। কলম্বাসের দক্ষিণাঞ্চলের পিকেটনে এই ঘটনা ঘটেছে। কয়েকটি সংস্থার বেশ কয়েকজন কর্মকর্তা ঘটনাস্থলে গেছেন। ঘটনাস্থল থেকে এক ধর্মযাজক বলেন, ‘পারিবারিক কলহের জেরে’ সহিংস ঘটনাটি ঘটে থাকতে পারে।
পাইক কাউন্টির শেরিফ চার্লেস রিডার বলেন, এই ঘটনায় নিহতদের সকলেই রোডেন পরিবারের সদস্য। এই ঘটনায় তিন শিশু বেঁচে রয়েছে। যে কিশোরটি নিহত হয়েছে তার বয়স ১৬ বছর। পুলিশ এই ঘটনার কারণ বা মৃতদের সনাক্ত করতে পারেনি। হত্যাকারী আত্মহত্যা করেছে কিনা সে ব্যাপারেও নিশ্চিত হতে পারেনি। পাইক কাউন্টির ইউনিয়ন হিল রোডের কয়েকটি বাড়িতে নিহতদের মৃতদেহ পাওয়া গেছে। পাইক কাউন্টির শেরিফ বলেন, ৩০ মাইলের মধ্যে চারটি স্থানে এই হত্যাকা-গুলো ঘটে। শেরিফ চার্লেস রিডার বলেন, ‘পরিবারটিকে লক্ষ্য করেই হামলা চালানো হয়েছে বলে’ তার বিশ্বাস।
ওহাইও’র অ্যাটর্নী জেনারেল মাইক মাই ডি ওয়াইন বলেন, গতরাতেই কয়েকজনকে গুলি করে হত্যা করা হতে পারে। কারণ বিছানায় তাদের মৃতদেহ পাওয়া গেছে। কর্তৃপক্ষ নিহতদের কেউ আত্মহত্যা করেছে বলে বিশ্বাস করছে না। তারা এই ঘটনা সম্পর্কে কোন তথ্য জানা থাকলে তা জানাতে এগিয়ে আসার জন্য স্থানীয় বাসিন্দাদের প্রতি আহ্বান জানিয়েছেন। সিনসিন্নাটির এফবিআই শাখা থেকে টুইটারে বলা হয়েছে, তারা ‘পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন।’