রাণীর ৯০তম জন্মদিন পালন করছে ব্রিটেন

0
0

GTY_queen_elizabeth_great_grandchildren_jef_160420_4x3_992
ব্রিটেন বৃহস্পতিবার রাণী দ্বিতীয় এলিজাবেথের ৯০তম জন্মদিন উদ্যাপন করছে। এ উপলক্ষে তার জ্যেষ্ঠ পুত্র প্রিন্স চার্লস একটি বিশেষ রেডিও সম্প্রচারে তার প্রতি গভীর শ্রদ্ধা এবং প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন পার্লামেন্টে শ্রদ্ধা নিবেদন করছেন। দিবসটি উপলক্ষে রাণী এলিজাবেথ উইন্ডসর ক্যাসেলে এক অনুষ্ঠানে যোগ দেবেন এবং রাজ পরিবারের সঙ্গে এক নৈশভোজে অংশ নেবেন। তিনি সিংহাসনে আরোহণের দিক থেকে গত বছর তার প্রমাতামহী রাণী ভিক্টোরিয়াকে ছাড়িয়ে গেছেন।

লন্ডনের পশ্চিমাঞ্চলের উইন্ডসর শহরে জনগণের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। স্থানীয় দোকানগুলো সুভ্যেনির চা ও কেক বিক্রি করছে এবং শুভাকাক্সক্ষীরা এ ঐতিহাসিক দিবস উদযাপন করতে জড়ো হয়েছেন। স্থানীয় বাসিন্দা ক্যারোলিন চিসনল বলেন, ‘আমরা তাকে নিয়ে গর্বিত। শহরের প্রত্যেকে উল্লসিত।’ লন্ডনে সামরিক তোপধ্বনির পর রাণী এলিজাবেথ উইন্ডসরে একটি ফলক উন্মোচন করবেন। ক্যামেরন পার্লামেন্টে এক ভাষণে বলবেন, ‘মহারাণী আমাদের এই বিশ্বের অসাধারণ সময়ের মধ্য দিয়ে জীবন অতিবাহিত করছেন।’ ডাউনিং স্ট্রিট অফিস তার বক্তব্যের সারমর্ম প্রকাশ করেছে।

বাকিংহ্যাম প্যালেস যুক্তরাষ্ট্রের সেলিব্রেটি ফটোগ্রাফার অ্যানি লেইবোভিতজের তোলা রাণীর তিনটি আনুষ্ঠানিক ছবি প্রকাশ করেছে। উইন্ডসর ক্যাসেলে এ ছবিগুলো তোলা হয়। এখানে তিনি শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ও ফার্স্ট লেডি মিশেল ওবামার সঙ্গে বৈঠক করবেন। ক্যাসেলের বাইরে রাণীর চার প্রিয় কুকুর উইলো, ক্যান্ডি, ভলক্যান ও হলির সঙ্গে তার ছবি এবং তার একমাত্র কন্যা প্রিন্সেস অ্যানের সঙ্গে তার আরেকটি ছবি রাখা হয়েছে। তৃতীয় ছবিতে তিনি তার পরিবারের কনিষ্ঠ সদস্যদের সঙ্গে রয়েছেন। রাণীকে শুভেচ্ছা জানাতে বুধবার তার সমর্থকরা উইন্ডসরে জড়ো হন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here