ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সাহানা আক্তার (২৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।শুক্রবার সকাল সাড়ে ১০টায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। গত ১৫ এপ্রিল পারিবারিক কলহের জের ধরে রাজধানীর পল্লবী থানা এলাকার ভাড়া বাসায় নিজের গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেন সাহান। আগুনের তার শরীরের ৫০ ভাগ পুড়ে যায়। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়।
৩০ বছর বয়সী শাহানাকে দগ্ধ অবস্থায় গত ১৫ এপ্রিল বিকালে ঢাকা মেডিকেলে নিয়ে আসেন তার স্বামী ইব্রাহিম রনি। তার শরীরের ৫০ শতাংশ আগুনে ঝলসে গিয়েছিল বলে চিকিৎসকরা জানিয়েছিলেন।এই ঘটনায় শাহানার স্বামী বর্তমানে কারাগারে আছেন। গ্যাসের চুলার আগুনে শাহানা দগ্ধ হয়েছিলেন বলে রনি প্রথমে বললেও সন্দেহ হওয়ায় তাকে গ্রেপ্তার করেছিল পুলিশ।পরে রনি পুলিশকে জানায়, একশ টাকা নিয়ে তাদের দুজনের ঝগড়া হয়। তা থেকে রাগ করে শাহানা শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়, বলেন তিনি।
রনিকে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হলে বিচারক তাকে কারাগারে পাঠিয়েছিলেন বলে জানান তিনি।শাহানার স্বজনরা এতদিন তার চিকিৎসা নিয়ে ব্যস্ত থাকায় কোনো মামলা করতে পারেনি। এখন আত্মহত্যার প্ররোচণার অভিযোগ এনে মামলা করবেন, বলেন এই পুলিশ কর্মকর্তা।রনি পেশায় হকার। তাদের গ্রামের বাড়ি রাজবাড়ী জেলায়।