কন্যা সন্তানের বাবা হয়েছেন ওয়েস্ট ইন্ডিজের ড্যাশিং ওপেনার ক্রিস গেইল

0
0

কন্যা সন্তানের বাবা হয়েছেন ওয়েস্ট ইন্ডিজের ড্যাশিং ওপেনার ক্রিস গেইল
বৃহস্পতিবার সকালে কন্যা সন্তানের বাবা হয়েছেন ওয়েস্ট ইন্ডিজের ড্যাশিং ওপেনার ক্রিস গেইল। ইতোমধ্যে তার নামও রেখেছেন তিনি। গেইল প্রথম সন্তানের নাম রেখেছেন ‘ব্লাশ’। নিজের ইন্সটাগ্রামে এমন তথ্যই দিয়েছেন গেইল। প্রথম সন্তানসম্ভবা স্ত্রী নাতাশ বেরিজের পাশে থাকতেই গত মঙ্গলবার ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের (আইপিএল) মাঝপথে জ্যামাইকা উড়ে যান গেইল। আর বৃহস্পতিবার ভোরের দিকে প্রথম সন্তানের বাবা হন তিনি।

বাবা হবার অনুভূতিটা দু’ঘন্টা পরই নিজের ইন্সটাগ্রামে জানিয়েছেন গেইল। তিনি বলেন, ‘দু’ঘন্টা আগে আমাদের ফুটফুটে মেয়ে পৃথিবীর আলো দেখেছে। তার নাম ব্লাশ। সৃষ্টিকর্তাকে ধন্যবাদ। আমাদের এত সুন্দর একটি উপহার দেয়ার জন্য।’ আগামী ২৫ তারিখ আবারো আইপিএলে যোগ দেয়ার কথা গেইলের। বাবার হবার স্বাদ নিয়ে এবার হয়তো আইপিএলে জ্বলে উঠবেন তিনি। কারণ, বর্তমান ফর্মটা মোটেও ভালো যাচ্ছে না তার। সদ্য শেষ হওয়া টুয়েন্টি টুয়েন্টি বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে সেঞ্চুরির পর ৫ ইনিংস খেলেছেন তিনি। কোন ইনিংসেই নিজের স্কোর দু’অংক পার করতে পারেননি তিনি। আইপিএলের দু’ম্যাচে তার দু’টি ইনিংস ১ ও ০।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here