দেশীয় সব জঙ্গি আইনশৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণে: স্বরাষ্ট্রমন্ত্রী

0
30

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এমপি

বাংলাদেশে দেশীয় জঙ্গি রয়েছে উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, নিরাপত্তা বাহীনির তৎপরতায় সব জঙ্গি নিয়ন্ত্রণে রয়েছে। আমরা কোনো জঙ্গিকে মাথাচারা দিয়ে উঠতে দেইনি, আর কোনদিন দিব না।বৃহস্পতিবার সকালে টাঙ্গাইলের নাগরপুরে থানা, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের নতুন ভবন উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, সজিব ওয়াজেদ জয়কে হত্যার পরিকল্পনার বিষয়ে গোয়েন্দা পুলিশের কাছে গ্রেফতার হওয়া শফিক রেহমান স্বীকারোক্তিমূলক জাবনবন্দি দিয়েছেন। সেইসঙ্গে এর সাথে আরো কেউ জড়িত আছে কিনা সেটিরও তদন্ত চলছে।তিনি বলেন, শফিক রেহমানের বিষয় নিয়ে বিএনপি অপপ্রচার চালিয়ে মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়াচ্ছে। আবার দেশে আইএস জঙ্গির কোনো অস্তিত্ব নেই বলে দাবি করেছেন স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।তিনি বলেন, দেশে আইএস জঙ্গির কোনো অস্তিত্ব নেই। তবে আমাদের দেশীয় জঙ্গি রয়েছে। অনেকদিন ধরেই দেশীয় জঙ্গিরা সক্রিয় ছিল।নিরাপত্তা বাহিনী ও গোয়েন্দাদের তৎপরতায় তারা নিয়ন্ত্রিত রয়েছে বলে দাবি স্বরাষ্ট্র মন্ত্রীর।তবে দেশে কত জঙ্গি সক্রিয় আছে তার সঠিক তথ্য নেই উল্লেখ করে মন্ত্রী বলেন, তবে যারা এই জঙ্গি তৎপরতায় জড়িত তারা সকলেই আমাদের নিয়ন্ত্রণে রয়েছে। দেশে বিভিন্ন সময় সন্ত্রাসী হামলার পর আইএস জঙ্গির সংশ্লিষ্টতার বিষয় সরকার বারবারই অস্বীকার করে আসছে। দেশে আইএস জঙ্গির অস্তিত্বের কথাও উড়িয়ে দিচ্ছে।সকালে টাঙ্গাইলের নাগরপুরে ফায়ার সার্ভিস ও থানা ভবন উদ্বোধনের পর সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন মন্ত্রী।এক প্রশ্নে জবাবে তিনি বলেন, সাইবার ক্রাইম যাতে না হয় সেজন্য একটি ইউনিট করা হয়েছে। সেই ইউনিটে প্রশিক্ষিত অফিসার নিয়োগ দেওয়া হচ্ছে, যাতে অপরাধ দমনে শক্তিশালী ভুমিকা রাখতে পারে।কুমিল্লার কলেজ ছাত্রী সোহাগী জাহান তনু হত্যার বিষয়ে মন্ত্রী বলেন, মামলাটি সিআইডি তদন্ত করছে। শিগগিরই এ হত্যার রহস্য উদঘাটিত হবে।এর আগে নাগরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের নতুন ভবন ও নবনির্মিত নাগরপুর থানা ভবন উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য দেন স্বরাষ্ট্র মন্ত্রী।

অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম, স্থানীয় সংসদ সদস্য খন্দকার আব্দুল বাতেন ও মনোয়ারা বেগম, টাঙ্গাইলের জেলা প্রশাসক মো. মাহবুব হোসেন, পুলিশ সুপার সালেহ মোহাম্মদ তানভীর, টাঙ্গাইল পৌরসভার মেয়র জামিলুর রহমান মিরন প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here