কালীগঞ্জে দরিদ্রদের মাঝে বসত ঘর হস্থান্তর

0
0

Gazipur-(3)- 20 April 2016-House Dedication Ceremony In Kaligong

গাজীপুরের কালীগঞ্জে দরিদ্র মানুষের জন্য নির্মিত বসত ঘরের উদ্বোধন ও হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বেসরকারী উন্নয়ন সংস্থা হ্যাবিটেট ফর হিউম্যানিটি বাংলাদেশের উদ্যোগে ‘‘ইমপ্রুভিং হেল্থ থ্রু হাউজিং, ওয়াটার, স্যানিটেশন এন্ড হাইজিন ইন্টারভ্যান্শনস ইন ঢাকা এন্ড গাজীপুর ডিসট্রিক্ট” প্রকল্পের আওতায় বুধবার কালীগঞ্জ উপজেলার তুমিলিয়া খ্রীষ্টিয়ান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ এর সম্মেলন কক্ষে অনুষ্ঠিত ওই হস্তান্তর অনুষ্ঠানের আয়োজন করে এইচ.আর.সি।

হ্যাবিটেট ফর হিউম্যানিটি বাংলাদেশের ন্যাশনাল ডিরেক্টর জন এ আর্মস্ট্রং এর সভাপতিত্বে ও গাজীপুর জেলা এইচ.আর.সি’র ট্রেনিং অফিসার মো. শহীদুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- তুমিলিয়া ইউপি চেয়ারম্যান মো. আবু বক্কর মিঞা বাক্কু, সংস্থার প্রোগ্রাম ম্যানাজার-ফিল্ড অপারেশন আফরিনা বিনতে আশ্রাফ এবং ম্যানাজার-ভলান্টিয়ার এনগেজমেন্ট এন্ড কমিউনিকেশন রকি রয়, এইচআরসি কালীগঞ্জ উপজেলা কো-অর্ডিনেটর। পরে দরিদ্রদের মাঝে নতুন ঘরের চাবি তুলে দেয়া হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here