রাজধানীতে হেলে পড়া দুটি ভবন ঝুঁকিপূর্ণ ঘোষণা

0
0

রাজধানীতে হেলে পড়া দুটি ভবন ঝুঁকিপূর্ণ ঘোষণা

রাজধানী ঢাকার কদমতলীতে একটি চারতলা ভবন ছয়তলা একটি ভবনের ওপর হেলে পড়েছে। ভবন দুটিকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করে বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ দিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ-রাজউক।এর আগে মঙ্গলবার বেলা পৌনে ২টার দিকে খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা চারতলা ভবনটির বাসিন্দাদের সরিয়ে নেয়।

ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর পলাশ চন্দ্র মোদক জানান, ফায়ার সার্ভিসের সদস্যরা কদমতলী থানার মোহাম্মদবাগ, ১২০২ কলেজ রোডের ওই ভবনটির বাসিন্দাদের সরিয়ে নেয় এবং ভবনটি সিল করে দেয়।পরে বিষয়টি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এবং রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষকে (রাজউক) অবহিত করে ফায়ার সার্ভিস।রাজউক কর্মকর্তারা ভবন দুটি পরিদর্শন করে সেগুলোকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করেন এবং বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ দেন।নির্মাণ ত্রুটির কারণেই ভবনটি হেলে পড়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা পলাশ চন্দ্র মোদক বলেন, মঙ্গলবার বেলা পৌনে ২টার দিকে ভবন হেলে পড়ার খবর আসে। খবর পেয়ে দুটি ইউনিট ঘটনাস্থলে যায়।তিনি বলেন, কদমতলী থানার মোহাম্মদবাগ কলেজ রোডের চারতলার একটি ভবন পাশের একটি ছয়তলার ওপর হেলে পড়েছে বলে মনে হচ্ছে।রাজউক ও সিটি করপোরেশনের লোকদের খবর দেওয়া হয়েছে। বিশেষজ্ঞ এলে বিষয়টি পরিষ্কার হবে।কদমতলী থানার পরিদর্শক (তদন্ত) মো. আরশাদুল ইসলাম বলেন, দুই ভবনের মালিকই বলছে অপর ভবন তার ভবনের ওপর হেলে পড়েছে। তাই স্বাভাবিক বলা মুশকিল কোন ভবন কোন ভবনের ওপর হেলে পড়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here