খালেদা জিয়ার হাতে ফুলের তোড়া দিয়ে বিএনপিতে যোগদিলেন সাবেক দুই নেতা

0
0
খালেদা জিয়ার হাতে ফুলের তোড়া দিয়ে বিএনপিতে যোগদিলেন সাবেক দুই নেতা
খালেদা জিয়ার হাতে ফুলের তোড়া দিয়ে বিএনপিতে যোগদিলেন সাবেক দুই নেতা

ছাত্রমৈত্রীর কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আতাউর রহমান ঢালি, সংগঠনটির রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক সভাপতি জহিরুল ইসলাম বাবু ও সাবেক মন্ত্রী মশিউর রহমান যাদু মিয়ার কনিষ্ঠ কন্যা ন্যান্সি রহমান। বিএনপিতে যোগ দিয়েছেন। শনিবার রাত পৌনে ১০টার দিকে বিএনপি চেয়াপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে খালেদা জিয়ার হাতে ফুলের তোড়া দিয়ে তারা বিএনপিতে যোগদান করেন।

এ সময় উপস্থিত ছিলেন- বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ ও সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদসহ অন্যরা।

উল্লেখ্য, কয়েকটি সক্রিয় ছাত্র সংগঠনের সমন্বয়ে ১৯৮০ সালের ১৬ ডিসেম্বর ছাত্রমৈত্রী গঠন করা হলে আতাউর রহমান ঢালিকে সংগঠনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক নির্বাচিত হন। অপর যোগদানকারী নেতা জহিরুল ইসলাম বাবু রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক সভাপতির দায়িত্ব পালন করেছিলেন। বাংলাদেশ ছাত্রমৈত্রীর সিঁড়ি বেয়ে ওয়ার্কার্স পার্টির বর্তমান সাধারণ সম্পাদক ফজলে হাসান বাদশাসহ অনেক জ্যেষ্ঠ নেতাই রাজনীতিতে প্রতিষ্ঠিত হয়েছেন। আবার অনেকে রাজনীতি থেকে নিজেকে গুটিয়ে নিয়েছেন। এদের মধ্যে অন্যতম আতাউর রহমান ঢালি। তিনি ১৯৮০ সাল থেকে ১৯৮৪ সাল পর্যন্ত কেন্দ্রীয় ছাত্রমৈত্রীর প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষাজীবন শেষ করা এই ছাত্রনেতার পৈতৃক নিবাস চাঁদপুরে। বেশ কিছুকাল ধরে যুক্তরাষ্ট্রে অবস্থান করছিলেন তিনি।

ন্যান্সি রহমানের পিতা মশিউর রহমান যাদু ছিলেন বিএনপির প্রতিষ্ঠাকালিন সদস্য। সাবেক রাষ্ট্রপতি তাকে বিএনপিতে আমন্ত্রণ করে এনেছিলেন। ন্যান্সি বর্তমানে ন্যাপ স্মৃতি সংসদের ভাইস প্রেসিডেন্টের দায়িত্ব পালন করছেন। বিএনপি সূত্রে জানা যায়, রাজনীতিতে ফের সক্রিয় হওয়ার অভিপ্রায় থেকে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত হচ্ছেন আতাউর রহমান ঢালি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here