বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্রের প্রতিবেদন রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রচার সম্পাদক ড. হাছান মাহমুদ। শুক্রবার রাজধানীর শিল্পকলা একাডেমিতে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন। ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে এই আলোচনা সভার আয়োজন করা হয়।সংগঠনের সভাপতি চিত্রনায়ক ফারুকের সভাপতিত্বে আয়োজিত সভায় মহানগর আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি ফয়েজ উদ্দিন মিয়া, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদিকা অভিনেত্রী ফাল্গুনী হামিদ প্রমুখ বক্তব্য রাখেন।
হাছান মাহমুদ বলেন, বিএনপি জামাতের সন্ত্রাসী কর্মকাণ্ডের সমালোচনা বাদ দিয়ে সরকারের কর্মকাণ্ডের সমালোচনা করাটা প্রশ্নবিদ্ধ।অন্য দেশকে নিয়ে সমালোচনার আগে নিজ দেশের মানবাধিকার পরিস্থিতি বিবেচনায় নিতে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানান তিনি।যুক্তরাষ্ট্রের সদ্য প্রকাশিত মানবাধিকার প্রতিবেদনকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত আখ্যায়িত করে আওয়ামী লীগের এ নেতা বলেন, নিজ দেশের মানবাধিকার পরিস্থিতি ও বিএনপি-জামাতের সন্ত্রাসী কর্মকাণ্ড এড়িয়েই এ প্রতিবেদন তৈরি করা হয়েছে।আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ বলেন, যারা বাংলা নববর্ষ পহেলা বৈশাখ পালনের সমালোচনা করেন, তাদের চেতনায় দৈনতা আছে।তাদেরচেতনা মৌলবাদপ্রসূত।বাংলা নববর্ষ ১৪২৩ উদযাপন প্রসঙ্গে হাছান মাহমুদ বলেন, এ বছর অনেক সমালোচনার পরও কোন ধরনের অঘটন ছাড়াই সমগ্র বাংলাদেশে পর্বটি উদযাপিত হয়েছে। পহেলা বৈশাখের আগে অনেকেই সরকারের সমালোচনা করেছেন। আসলে সমালোচনা করা সহজ, কিন্তু সরকারকের কোন সিদ্ধান্ত নিতে গেলে চিন্তা করতে হয়। কারণ জনগণের নিরাপত্তা দিতে হয় সরকারকে।আওয়ামী লীগের প্রচার সম্পাদক বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের উন্নয়নের সাফল্য সমগ্র বিশ্ব , বিশ্বনেতারা এবং বিশ্ববরেণ্য অর্থনীতিবিদরা একবাক্যে স্বীকার করে নিয়েছেন। শুধুমাত্র বেগম খালেদা জিয়া ও তার দলের নেতৃবৃন্দ সরকারের উন্নয়ন স্বীকার করছেন না। প্রকৃতপক্ষে বিএনপি আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের সাফল্যে ঈর্ষান্বিত। বিএনপি চায় না- দেশ এগিয়ে যাক। সরকারের সাফল্য মেনে নিতে না পারার এটাই নেপথ্য কারণ।