ভোগবিলাস ও পদের লোভে বারবার ব্যর্থ বিএনপি: গয়েশ্বর

0
29

গয়েশ্বর

জনগণের আকাঙ্ক্ষা পূরণে বিএনপি ব্যর্থ বলে স্বীকার করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। আর এ জন্য তিনি দলের নেতাদের ভোগবিলাসী জীবনযাপন ও পদের প্রতি লোভকে দায়ী করেছেন তিনি।তিনি বলেছেন, ভোগবিলাসী জীবনযাপনে যারা অভ্যস্ত, তাদের দ্বারা মানুষের আকাক্ষা বাস্তবায়ন করা সম্ভব নয়।গয়েশ্বর চন্দ্র রায় বলেন, পয়লা বৈশাখে ইলিশ খাবেন না এটা কোনো ত্যাগের মধ্যে পড়ে না।শুক্রবার সকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় কারও নাম উল্লেখ না করে গয়েশ্বর এ কথা বলেন। গণসাংস্কৃতিক দল নামের একটি সংগঠনের প্রতিষ্ঠার দশম বার্ষিকী উপলক্ষে এ আলোচনা সভার আয়োজন করা হয়।বক্তব্যের রেশ ধরে বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, এই যে মানুষের ভোট কেড়ে নেন, মানুষ খুন করেন, এটা ত্যাগ করেছেন কি না, জাতি তা–ই জানতে চায়। ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে প্রহসন বলে উল্লেখ করে এই নির্বাচনে নিজের দলের অংশগ্রহণ নিয়ে প্রশ্ন তোলেন বিএনপির এই নেতা।

গয়েশ্বরের ভাষ্য, নির্বাচনের নামে খুন-খারাবি, মানুষ হত্যার মহোৎসব হচ্ছে। জনগণ ভোট দিতে পারছে না। সবাই বলছে ভোট হচ্ছে না, প্রহসন হচ্ছে। জনগণও চিৎকার করে বলছে, এই ভোট চাই না।এসব উল্লেখ করে বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, আবার আমরা সবাই মিলে প্রহসনের নির্বাচনটা করছি। এর কারণটা কী?গয়েশ্বর বলেন, এই যে আমরা নির্বাচনে গেলাম এটা কি সরকারকে সমর্থন করা না? কী কারণে আমরা তাদের সমর্থন দিই? গয়েশ্বর বলেন, আমি দলের সিদ্ধান্তের বাইরে না। তারপরও একজন সাধারণ নাগরিক হিসেবে প্রশ্নটা থাকল।এ ছাড়া বিএনপি নেতাদের দুর্নীতিতে জড়িয়ে পড়ারও ইঙ্গিত েেদন। বলেন, দুর্নীতিমুক্ত মানুষ ছাড়া দুর্নীতির বিরুদ্ধে লড়াই সম্ভব নয়। সুতরাং ডানে-বামে তাকিয়ে দেখতে হবে, ওই উপসর্গে আক্রান্ত কোনো লোক আছে কি না। যদি থাকে, তাদেরকে দিয়ে আন্দোলনের মাঝপথে আঁতাত হয়ে যেতে পারে। আক্ষেপ করে গয়েশ্বর বলেন, সরকারের দুঃশাসন থেকে মুক্তি পেতে জনগণ বিএনপির দিকে তাকিয়ে আছে। অথচ আমরা রাজপথে না ছুটে পদের পেছনে ছুটছি। সে কারণে জনগণের কাক্ষিত লক্ষ্য অর্জনে আমরা বারবার ব্যর্থ হচ্ছি।গয়েশ্বর রায় বলেন, স্বাধীন-সার্বভৌম বাংলাদেশের জন্য যারা জীবন উৎসর্গ করলেন, তারা হৃদয়ের মণিকোঠায় থাকলেও আমরা তাদের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে পারিনি। সেজন্য আমরা আজ দুর্দশায় নিমজ্জিত।

তিনি আরো বলেন, এখন রাজপথ বলতে কোনো পথ নেই। মানুষ খুব আশা করে আছে আমাদের ওপর। কিন্তু আমরা পথের সন্ধান করি না, সব সময় ব্যস্ত থাকি পদের সন্ধানের জন্য। পদের প্রতিযোগিতায় রাজপথ শূন্য। সুতরাং পদই যেখানে মানুষকে বড় করে, সেখানে রাজপথ শূন্য থাকবে, এটাই স্বাভাবিক।বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য বলেন,জাতি আজ নিঃশ্বাস ফেলতে পারছে না। তার চলনে, কথায় সবকিছুতে আজ বাধা। সেখানে আমাদের ওপর অর্পিত দায়িত্ব পালনে আমরা কতটুকু সফল হচ্ছি? আমরা বারবার চেষ্টা করছি, কিন্তু লক্ষ্যে পৌঁছাতে পারছি না। কেন? এর জবাবটা আমাদের খুঁজে বের করতে হবে। তবে শুধু জবাব দেয়ার মধ্যেই সীমাবদ্ধ থাকলে চলবে না। পদ বিতরণ আর পদের সন্ধানে শুধু ব্যস্ত থাকলে হবে না, রাজপথের লোকদের মূল্যায়ন করতে হবে। পথের (রাজপথ) মানুষকে পদ দিতে হবে, তাহলে আন্দোলন সফল হবে, মানুষের আকাক্ষাও পূরণ হবে।

আন্দোলনের ব্যর্থতা প্রসঙ্গে গয়েশ্বর রায় বলেন, আমাদের চেষ্টার মধ্যে যদি ত্রুটি থাকে, তাহলে আন্দোলন কখনোই সফল হবে না। দেশবাসী আমাদের দিকে তাকিয়ে রয়েছে। সুতরাং আমাদের নিজস্ব প্রচেষ্টা দিয়ে জনগোষ্ঠীর আকাঙ্ক্ষাকে বাস্তবায়ন করতে হবে।দলের নেতা-কর্মীদের দুর্নীতিতে জড়িয়ে পড়ার ইঙ্গিত দিয়ে গয়েশ্বর আরো বলেন, ‘আমাদের এবারের কাউন্সিলের স্লোগান ছিল দুর্নীতি দুঃশাসন হবেই শেষ গণতন্ত্রের বাংলাদেশ। দুর্নীতি অনেকভাবে অনেক জায়গায় হয়। যারা করতে পারে, তারা ক্ষমতায় থেকে যেমন পারে তেমনি ক্ষমতার বাইরে থেকেও পারে। ডানে-বামে তাকিয়ে দেখতে হবে, ওই উপসর্গে আক্রান্ত কোনো লোক আছে কি না। নেতা-কর্মীদের উদ্দেশে গয়েশ্বর চন্দ্র রায় বলেন, আমরা এখন বিরোধী দলে আছি। আমাদের সীমাবদ্ধতাও আছে। এটি মেনে নিয়েই বলছি, আমাদেরকে আন্দোলন করতে হবে জেতার লক্ষ্য নিয়ে। সেখানে মরতে হয় মরব— এই নীতিকে ধারণ করেই অতীতে সফল আন্দোলন হয়েছে। ভবিষ্যৎ আন্দোলন সফলে আমাদেরকেও এই নীতি অবলম্বন করতে হবে। আমরা মরব না, কিন্তু বেহেশতে যেতে চাইব।সেটি হবে না। ঠিক তেমনি আমরা আন্দোলনে রাজপথে নামব না, আবার আন্দোলনের সফলতা চাইব সেটিও হবে না। এ ব্যাপারে সংকল্পবদ্ধ হতে পারলে সকল প্রশ্নের জবাব একদিন আসবেই।অন্যথায় এই জবাবগুলো জমে থাকতে থাকতে একদিন নিঃশেষ হয়ে যাবে।গণ সংস্কৃতি দলের উপদেষ্টা মুক্তিযোদ্ধা ইমতিয়াজ হোসেন চপলের সভাপতিত্বে এতে অন্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সাবেক প্রো-ভিসি অধ্যাপক ড. আ ফ ম ইউসুফ হায়দার, ঢাবির অধ্যাপক ড. সুকোমল বড়ুয়া, বাংলাদেশ ন্যাপ মহাসচিব এম গোলাম মোস্তফা ভুইয়া, এনডিপির প্রেসিডিয়াম সদস্য মঞ্জুর হোসেন ঈসা, আয়োজক সংগঠনের প্রতিষ্ঠাতা আহ্বায়ক এস আল-মামুন, দেশনেত্রী সাংস্কৃতিক সংগঠনের সাংগঠনিক সম্পাদক নুরুল করিম ভুইয়া প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here