বেথনাল গ্রিন অ্যান্ড বো আসনের লেবার দলীয় এমপি রুশনারা আলী বাংলাদেশে ব্রিটেনের স্পেশাল ট্রেড এনভয়ের (বিশেষ বাণিজ্যিক দূত) দায়িত্ব লাভ করেছেন। বৃহস্পতিবার ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন তাকে এ নিয়োগ দেন। পার্লামেন্টে সব দলের সমন্বয়ে গঠিত বিশেষ পোগ্রামের অধীনে তাকে এই নিয়োগ দেয়া হয়েছে।উন্নয়নশীল দেশগুলোকে অর্থনৈতিকভাবে সহযোগিতার লক্ষ্যে এবং সেসব দেশের সঙ্গে ব্যবসা বাণিজ্যের প্রসার এবং দ্বিপাক্ষিক বাণিজ্যিক সম্পর্ক উন্নয়নের জন্য ২০১২ সালে এই পোগ্রাম চালু করা হয়।বর্তমানে পার্লামেন্টে লেবার পার্টিসহ বিভিন্ন দলের ২৪ জন এমপি এবং বিশ্বের প্রায় ৫০টি দেশে ট্রেড এনভয় (বাণিজ্যিক দূত) হিসাবে কাজ করছেন।
সংশ্লিষ্ট দেশ সম্পর্কে ভালো ধারনা রয়েছে এবং এ বিষয়ে অভিজ্ঞতা, দক্ষতা ও মেধা সম্পন্ন ব্যক্তিকে ব্রিটিশ প্রধানমন্ত্রী সরাসরি এই পদে নিয়োগ দিয়ে থাকেন। লেবার পার্টির অন্যান্য ট্রেড এনভয়রা হলেন লর্ড হলিক অব নটিং হিল, লর্ড পুটনাম অব কুইন্সগেট এবং ব্যারনেস স্কটল্যান্ড অব এসথ্যাল কিউসি। ব্যারনেস স্কটল্যান্ড অব এসথ্যাল কিউসি কমনওয়েলথের সেক্রেটারি হওয়ার পর এই দায়িত্ব থেকে অব্যাহতি নেন। এটি একটি অবৈতনিক পদ।বাংলাদেশের জনসংখ্যা হচ্ছে ১৬০ মিলিয়ন এবং দারিদ্র্য বিমোচন এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনে দেশটি গত ২০ বছরে ব্যাপক উন্নতি লাভ করে। তবে জলবায়ু পরিবর্তনজনিত নানা সমস্যাসহ দেশটিকে বেশকিছু চ্যালেঞ্জ মোকাবেলা করতে হচ্ছে। বাংলাদেশ ব্রিটেনের তৃতীয় সর্বোচ্চ বৈদেশিক সাহায্য গ্রহীতা দেশ।ট্রেড এনভয় হিসাবে দায়িত্ব পালনকালে রুশনারার মূল লক্ষ্য থাকবে বাংলাদেশের জলবায়ু সমস্যার বিষয়টির উপর আলোকপাত করা এবং গার্মেন্টস সেক্টরের কর্মীদের মান বৃদ্ধিতে ইউকের বিশেষজ্ঞদের সহায়তা প্রদান।
দায়িত্ব গ্রহণ করে রুশনারা তার প্রতিক্রিয়ায় বলেন, এই নিয়োগে আমি আনন্দিত। ব্রিটেন এবং বাংলাদেশের মধ্যে সম্পর্ক ঐতিহাসিক এবং দীর্ঘদিনের। আর বাংলাদেশ আমার কাছে বিশেষভাবে গুরুত্বপূর্ণ।উল্লেখ্য, ব্রিটেন হচ্ছে তৈরি পোশাক খাতে সবচাইতে বৃহৎ বিনিয়োগকারী দেশ এবং রফতানির পরিমাণ বার্ষিক ৪শ ৫০ মিলিয়ন পাউন্ড।এছাড়া বাংলাদেশের তৈরি পোশাকের ৯০ শতাংশেরও বেশি রফতানি ব্রিটেনে হয়ে থাকে ।