হোম সিরিজ আয়োজনে মরিয়া পাকিস্তান

0
0

হোম সিরিজ আয়োজনে মরিয়া পাকিস্তান

প্রায় সাত বছর পর ওয়েস্ট ইন্ডিজকে দেশের মাটিতে খেলার আমন্ত্রণ জানিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। তবে, এখন পর্যন্ত তাতে আনুষ্ঠানিক কোনো সম্মতি জানায়নি ক্যারিবীয়ান ক্রিকেট বোর্ড।২০০৯ সালে শ্রীলঙ্কা পাকিস্তান সফরে গিয়ে বন্দ্কুধারীদের হামলার শিকার হয়। এরপর ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসির পক্ষ থেকে পাকিস্তান সফরের বিষয়ে এক প্রকার নিষেধাজ্ঞা দেওয়া হয়। এ কারণে পাকিস্তানকে নিরপেক্ষ ভেন্যুতে হোম সিরিজও আয়োজন করতে হয়েছিল।

তবে গত বছর জিম্বাবুয়ে ক্রিকেট দল ও বাংলাদেশ নারী ক্রিকেট দল পাকিস্তান সফরে যায়।কোনো টেস্ট খেলুড়ে দল পাকিস্তানের মাটিতে ২০০৯ সালের পর সিরিজ খেলেনি। পিসিবি সূত্রে জানা যায়, প্রথম কোনো টেস্ট দল হিসেবে সাত বছর পর আবারো পাকিস্তানের মাটিতে খেলতে আসবে ওয়েস্ট ইন্ডিজ। সেখানে দুটি টেস্ট, পাঁচটি ওয়ানডে আর দুটি টি- টোয়েন্টি ম্যাচ খেলবে ক্যারিবীয়রা।সূত্রটি থেকে আরও জানানো হয়, সফরে গেলে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডকে আয়োজিত সিরিজের লভ্যাংশের বেশির ভাগ অর্থই দিয়ে দেবে পাকিস্তান ক্রিকেট বোর্ড।পাকিস্তানের নিরাপত্তা খতিয়ে দেখতে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের কিংবদন্তি স্যার ভিভিয়ান রিচার্ডস এবং ব্রায়ান লারাকে আমন্ত্রণ জানাবে পিসিবি। তাদের সঙ্গে আলোচনা করেই ম্যাচের দিন-তারিখ, ভেন্যু নির্বাচন করা হবে বলে জানা যায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here