রাজধানীসহ সারাদেশে কোথাও কোনো হামলার হুমকি নেই বলে জানিয়েছেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) একেএম শহীদুল হক। কয়েকস্তরের নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে রাজধানীর বিভিন্ন অনুষ্ঠান স্থল বলেও জানান তিনি।বৃহস্পতিবার সকালে রমনা বটমূলে আইনশৃঙ্খলা বাহিনীর নিরাপত্তা ব্যবস্থা দেখতে গিয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
শহীদুল হক বলেন, বাংলা নববর্ষ বরণ নির্বিঘ্ন করতে রমনা পার্ক, সোহরাওয়ার্দী উদ্যান, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় প্রবেশের প্রতিটি সড়কে তল্লাশি অব্যাহত রয়েছে। নগরবাসীর নিরাপত্তায় এ ধরনের কঠোর অবস্থানে যাওয়ার ঘোষণা আগেই দিয়েছিল আইনশৃঙ্খলা বাহিনী। দেশের প্রত্যেকটি বিভাগীয় শহরের অনুষ্ঠানগুলোতেও কঠোর নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে— উল্লেখ করে কয়েক স্তরের নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে রাজধানীসহ সারা ে দেশ। যেখানেই অনুষ্ঠান, সেখানেই কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে।
এ সময় রমনা বটমূলে র্যা বের পক্ষ থেকে নেয়া নিরাপত্তা ব্যবস্থা দেখতে গিয়ে সংস্থাটির অতিরিক্ত মহাপরিচালক জিয়াউল আহসান বলেন, আইন-শৃঙ্খলা রক্ষায় তাদের প্রত্যেকটি ইউনিট কাজ করছে। জনগণের নিরাপত্তা নিশ্চিতে কোনো ছাড় দেয়া হবে না।এদিকে, বাংলা নববর্ষ বরণ উপলক্ষ্যে সকালের পর থেকে ধীরে ধীরে জনসমাগম বাড়ার সঙ্গে সঙ্গে আইন-শৃঙ্খলা বাহিনীর তৎপরতাও বাড়তে থাকে। পহেলা বৈশাখ উদযাপনের প্রতিটি স্থানেই পুলিশ, র্যা বের কঠোর নজরদারি লক্ষ্য করা যায়।