নতুন বছরে বাংলার ঘরে ঘরে উৎসবের আমেজ

0
0

14-04-16-Mongol Sova Jatra_DU-56

পুরনো বছরের গ্লানি ও ব্যর্থতাকে ভুলে নানা উৎসব-আয়োজনের মধ্য দিয়ে সারাদেশে বাংলা নতুন বছরকে বরণ করে নেওয়া হচ্ছে। বিভিন্ন জায়গায় আয়োজন করা হয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান ও মঙ্গল শোভাযাত্রা। নমো, নমো, হে বৈরাগী/তপোবহ্নির শিখা জ্বালো জ্বালো,/ নির্বাণহীন নির্মল আলো/অন্তরে থাক জাগি/নমো নমো হে বৈরাগী… বৈশাখকে এভাবেই ধরাতলে আমন্ত্রণ জানিয়েছিলেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। চৈত্রের রুদ্র দিনের পরিসমাপ্তি শেষে বৃহস্পতিবার বাংলার ঘরে ঘরে এসেছে পহেলা বৈশাখ। বাঙালির জীবনের সবচেয়ে আনন্দের এবং মহিমানি¡ত ক্ষণ। বাংলা ১৪২৩-এর প্রথম দিন আজ।
হাজারও বছরের ঐতিহ্যের ধারাবাহিকতায় বৃহস্পতিবার বাঙালি হারিয়ে যায় বাঁধাভাঙা উল্লাসে। উৎসব আর উচ্ছ্বাসে ভরে যাবে বাংলার মাঠ-ঘাট-প্রান্তর। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে পুরনো সব জরা মুছে ফেলে কণ্ঠে কণ্ঠে বেজে উঠে নতুন দিনের গান। ১৪২২-এর আনন্দ- বেদনা, হাসি-কান্নার হিসাব চুকিয়ে শুরু হয়েছে নতুন পথচলা। জাতি-ধর্ম-বর্ণ- গোত্র নির্বিশেষে সর্বজনীন উৎসবে নববর্ষ উদযাপনে আজ এক সঙ্গে সবাই গাইছে ‘এসো হে বৈশাখ এসো এসো।গ্রাম থেকে শহর, নগর থেকে বন্দর, আঁকা-বাঁকা মেঠো পথ থেকে অফুরান প্রকৃতি সবখানেই আজ দোল দিচ্ছে বৈশাখী উন্মাদনা। মুড়ি-মুড়কি, মণ্ডা-মিঠাইয়ের সঙ্গে সঙ্গে নাচে-গানে, ঢাকেঢোলে, শোভাযাত্রায় পুরো জাতি বরণ করবে নতুন বছরকে। খোলা হবে বছরের নুতন হিসাব নিয়ে হালখাতা। চলবে মিষ্টিমুখের আসর। তারও আগে সকালটা কারও কারও শুরু হয়েছে নগর সংস্কৃতির দান পান্তা-ইলিশ উৎসবে মেতে উঠে।
বুধবার বসন্তের শেষ দিনে চৈত্রসংক্রান্তির নানা আয়োজনের মধ্য দিয়ে জাতি বিদায় জানিয়েছে বাংলা ১৪২২-কে। বৃহস্পতিবার পহেলা বৈশাখ উপলক্ষে রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন এবং সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান বিশেষ কর্মসূচি গ্রহণ করে। নববর্ষ উপলক্ষে বৃহস্পতিবার সরকারি ছুটি। সরকারি-বেসরকারি টেলিভিশন ও রেডিও চ্যানেলগুলো এ উপলক্ষে প্রচার করছে বিশেষ অনুষ্ঠানমালা। সংবাদপত্রগুলো প্রকাশ করেছে ক্রোড়পত্র ও বিশেষ নিবন্ধ।নির্বিঘেঘœ উৎসব পালনে দেশব্যাপী কঠোর নিরাপত্তা নিশ্চিত করা হয়। এবারই প্রথম পহেলা বৈশাখ বরণ উপলক্ষে ডিএমপি থেকে ঘোষণা করা হয়েছে বিকাল পাঁচটার মধ্যে শেষ করতে হবে উন্মুক্ত স্থানে বৈশাখী সব আয়োজন। সেই সঙ্গে নিষিদ্ধ করা হয়েছে মুখোশ আর বিকট আওয়াজের বাঁশি ভুভুজেলা। তবে সন্ধ্যার পর আবদ্ধ স্থানে অনুষ্ঠান করা যাবে। ভুভুজেলা বন্ধের বিষয়টি সর্বমহলে সমাদৃত হলেও বিকাল ৫টার মধ্যে উন্মুক্ত স্থানে আয়োজন সমাপ্তির ঘোষণায় সাংস্কৃতিক অঙ্গনে ক্ষোভের সৃষ্টি হয়েছে। বিশাল টেপা পুতুলে মা ও শিশুর অবয়ব ফুটিয়ে তুলে অবক্ষয়ের পৃষ্ঠা উল্টে নবজাগরণের ডাক এসেছে এবারের বর্ষবরণের মঙ্গল শোভাযাত্রায়।অন্তর মম বিকশিত করো অন্তরতর হে- প্রার্থণায় বঙ্গাব্দ ১৪২৩ কে বরণ করে নিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ প্রতিবারের মতো এবারও এই বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করে।বৃহস্পতিবার সকাল ৯টায় চারুকলা অনুষদের সামনে থেকে শুরু হয় শোভাযাত্রা। শাহবাগ দিয়ে রুপসী বাংলার মোড় ঘুরে টিএসসি হয়ে ফের চারুকলার সামনে এসে এই বর্ণিল যাত্রার শেষ হয়।সামনে- পেছনে ঢাকের বাদ্যের তালে তালে নৃত্য, আর হাতে হাতে ধরা বড় আকারের বাহারি মুখোশ। টেপা পুতুল আর বাঁশের কাঠামোতে মাছ, পাখি, হাতির মতো নানা লোকজ মোটিফে ফুটে উঠেছে বাংলার ইতিহাস-ঐতিহ্য।সেই প্রতীক আবার ধারণ করেছে সাম্প্রতিক ঘটনাপ্রবাহের চিহ্ন, অমঙ্গলের আঁধার ঘোচানোর প্রত্যয়। বৃহস্পতিবার সকাল থেকে শোভাযাত্রায় অংশগ্রহণ করতে চারুকলা অনুষদের সামনে জমায়েত হতে থাকে হাজারো মানুষের। বেলা বাড়ার সাথে সাথে বাড়তে থাকে উপস্থিতি। ৯টা বাজতেই শাহবাগ থেকে টিএসসি এলাকা বৈশাখের রঙে রঙিন মানুষের পদভারে ভরে ওঠে।ঘড়ির কাটায় তখন সকাল ৯টা বেজে ১২ মিনিট। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আরেফিন সিদ্দিক, প্রো-উপাচার্য অধ্যাপক ড. সহিদ আকতার হোসাইন, কলা অনুষদের ডিন অধ্যাপক আখতারুজ্জামান, চারুকলা অনুষদের ডিন অধ্যাপক নিসার হোসেনের নেতৃতে চারুকলা থেকে শুরু হয় মঙ্গল শোভাযাত্রা। শোভাযাত্রাটি রুপসী বাংলা হোটেল চত্বর হয়ে হয়ে টিএসসি হয়ে আবার চারুকলায় গিয়ে শেষ হয়।শোভাযাত্রায় অংশ নিয়েছেন শিক্ষক, ছাত্র, বুদ্ধিজীবী, সাংস্কৃতিক কর্মীসহ সর্বস্তরের মানুষ। এতে তরুণদের অংশ নিতে দেখা গেল বৈশাখী পাঞ্জাবি আর মাথায় গামছা যাতে লেখা ছিল এসো হে বৈশাখ। তরুণীরা পরিধান করে বৈশাখী শাড়ি। ছোট ছোট বাচ্চাদের মুখে রংতুলি দিয়ে লেখা শুভ নববর্ষ। এছাড়া বাঙালির উৎসবের এ শোভাযাত্রায় অংশ নিয়েছেন অনেক বিদেশি পর্যটক। শান্তি, মানবতা ও মানুষের অধিকার’ এ স্লোগানকে সামনে রেখে ১৪২৩ বঙ্গাব্দকে বরণ করে নিতে বৃহস্পতিবার রমনার বটমূলে চলে ২ ঘণ্টার সুরের মূর্চ্ছনার আয়োজন।
সকাল সোয়া ৬টায় রমনার বটমূলে ভোরের আলো রক্তিম আভা ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে নীরবতা ভাঙলেন শিল্পী অভিজিৎ কুণ্ডু ও সুস্মিতা দেবনাথ শুচি। সেতার পরিবেশন করলেন রাগ পরমেশ্বরী। খুব ভোরেই মানুষের পদচারণায় মুখর হয়ে ওঠে অনুষ্ঠান প্রাঙ্গণ। এরপর ছায়ানটের শিল্পীরা পরিবেশন করেন জ্যোতিরিন্দ্র ঠাকুরের গান জাগো সকল অমৃতের অধিকারী। শিল্পী সত্যম কুমার দেবনাথের একক গান আমি কেমন করিয়া জানাবো, এরপর সম্মিলিত কণ্ঠে ছায়ানটের শিল্পীরা পরিবেশন করেন-ওই মহামানব আসে। পরিবেশনার ধারাবাহিকতায় শিল্পী এটিএম জাহাঙ্গীরের পরিবেশনা এখনো ঘোর ভাঙে না তোর যে শিল্পী সেঁজুতি বড়ুয়া সহজ হবি সহজ হবি, শিল্পী সুমন মজুমদারের কোন কুসুমে তোমায় আমি’ শিল্প হেমন্তী মঞ্জরীর সবারে বাস রে ভাল।আবার শুরু হয় ছায়ানটের শিল্পীদের সম্মিলিত পরিশেনা হবে জয়, হবে জয়। এরপর আবৃত্তিকার তাপস মজুমদারের আবৃত্তি ‘দ্বারে বাজে ঝঞ্চার ঝিঞ্চির। এভাবে ৩টি আবৃত্তি, ১৫টি একক গান, ১২টি সম্মেলক ও পাঠ দিয়ে সাজানো অনুষ্ঠানের সমাপনী হয় ছায়ানটের সহ-সভাপতি ড. সারওয়ার আলীর শুভেচ্ছা কথনের মাধ্যমে। বর্ষবরণ অনুষ্ঠানে অংশ নেন দেড়শ শিল্পী। আবার বড়দের দল পরিবেশন করে আনন্দ ধ্বনি জাগাও গগনে। এরপর একে একে লাইসা আহমদ লিসা পরিবেশন করেন বাঁধন ছেঁড়ার সাধন হবে। এছাড়া চন্দনা মজুমদার, আফসারা রুনা, দেওয়ান সাইদুল হাসান প্রমুখ শিল্পীরা সঙ্গীত পরিবেশন করেন।এদিকে, নববর্ষ বরণকে ঘিরে রমনার বটমূল ও তৎসংলগ্ন এলাকা ছিল কঠোর নিরাপত্তা বলয়ে। সোয়াত, র‌্যাব, পুলিশসহ বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কড়া নজরদারি ছিল ছায়ানটের অনুষ্ঠানকে ঘিরে। রমনা উদ্যানে প্রবেশের প্রতিটি পথে দেখা গেছে তল্লাশি কেন্দ্র। মূলত এই গানের মধ্য দিয়ে শুরু ছায়ানটের ৪৯তম গানে গানে বর্ষবরণ অনুষ্ঠান। ঘড়ির কাঁটায় তখন সকাল ৮টা ৩২ মিনিট। জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে ছায়ানটের বর্ষবরণের আয়োজন শেষ হয়।

রাজশাহী: একটি অসাম্প্রদায়িক, সুখী ও সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ার অঙ্গিকার ব্যক্ত করে পহেলা বৈশাখের সকালে মহানগর ও এর আশেপাশের এলাকায় উৎসবমুখর পরিবেশে বাংলা ১৪২৩ সনের প্রথম দিন বাংলা নববর্ষ শুরু হয়েছে।সূর্যোদয়ের পর বাংলা নববর্ষকে স্বাগত জানাতে শিশু, কিশোর, তরুণ, তরুণী, যুবক, নারী, পুরুষ ও সাংস্কৃতিক কর্মী এবং পেশাজীবী সংগঠনের সদস্যরা বাঙালির ঐতিহ্যবাহী পোশাক পরে রাস্তায় নেমে আসে।নববর্ষ উদযাপনে বিশেষ করে পদ্মার তীরেসহ রাজশাহী কলেজের খেলার মাঠ, ফুডকিপাড়া মুক্তমঞ্চ ও কালেক্টরেট স্কুল ও অন্যান্য স্থানগুলোতে শত শত নারী, পুরুষ ও শিশু বাঙালির ঐতিহ্যবাহী বর্ণিল পোশাক পরে ভীঁড় করে।নববর্ষ উদযাপন উপলক্ষে কলেজিয়েট স্কুল প্রাঙ্গণ থেকে রাজশাহী জেলা প্রশাসন আয়োজিত এক বর্ণাঢ্য শোভাযাত্রা নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষ আগের জায়গায় ফিরে আসে। সেখানে দিনব্যাপী বৈশাখী শিশু বিনোদনমূলক মেলা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।জেলা প্রশাসক কাজী আশরাফ উদ্দিনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে ফজলে হোসেন বাদশা এমপি, আক্তার জাহান এমপি ও রাজশাহী বিভাগের কমিশনার-ইন-চার্জ মুনির হোসেন বক্তব্য রাখেন।নববর্ষ উদযাপন উপলক্ষে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের নানা কর্মসূচির মধ্যে গানের অনুষ্ঠান, বর্ণাঢ্য শোভাযাত্রা ও বৈশাখী মেলার আয়োজন ছিল।
রাজশাহী বিশ্ববিদ্যালয়, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, রাজশাহী কলেজ, রাজশাহী মেডিকেল কলেজেসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান দিনব্যাপী পৃথক কর্মসূচির মধ্য দিয়ে দিনটি উদযাপন করেছে। বাঙ্গালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ উপলক্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের উদ্যোগে বের হয় মঙ্গল শোভাযাত্রা। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পান্তাভাতের আয়োজন করা হয়।এদিকে, নববর্ষ শান্তিপূর্ণভাবে উদযাপন করতে আইন শৃঙ্খলা বাহিনী পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে।
খুলনা :১৪২৩ বঙ্গাব্দকে বরণ করে নিতে খুলনার সার্কিট হাউজের সামনে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে উদীচী শিল্পী গোষ্ঠি। এছাড়াও নগরীর বিভিন্ন স্থানে সরকারি-বেসরকারি উদ্যোগে বৈশাখী উৎসব চলছে। খুলনা বিশ্ববিদ্যালয় বের করে মঙ্গল শোভাযাত্রা।
বরিশাল: নানা আয়োজন আর বর্ণাঢ্য শোভা যাত্রার মধ্যদিয়ে বরিশালে উদ্যাপিত হচ্ছে বাঙালির চিরায়িত উৎসব বাংলা বর্ষবরণ। বৃহস্পতিবার সকালে সূর্যোদয়ের সাথে প্রভাতি অনুষ্ঠানে এসো হে বৈশাখ এসো এসো, এই গান পরিবেশনের মধ্য দিয়ে বর্ষ বরণের উৎসব শুরু হয়।সকাল ৮টায় সিটি কলেজ প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের করে চারুকলা। এবারে তাদের ২৪তম মঙ্গল শোভাযাত্রা। এরপরই ব্রজমোজন বিদ্যালয় (বিএম স্কুল) মাঠ থেকে উদীচী শিল্পীগোষ্ঠি ও বরিশাল নাটকের আয়োজনে শুরু হয় মঙ্গল শোভাযাত্রা। এই শোভাযাত্রাটিও নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে তাদের পূর্বনিরধারিত স্থানে এসে শেষ হয়।
বাংলা ১৪২৩ নতুন বর্ষবরণের জন্য বরিশাল বিশ্ববিদ্যালয়,জেলা প্রশাসন, খেলাঘর, প্রান্তিক সঙ্গীত বিদ্যালয়, চাঁদের হাটসহ বিভিন্ন সংগঠন নানাবিধ অনুষ্ঠানের আয়োজন করেছে। এরমধ্যে উদীচীর আয়োজনে বিএম স্কুল মাঠে ও চাঁদের হাটের আয়োজনে আমানতগঞ্জ টিবি হাসপাতাল মাঠে তিন দিনের বৈশাখী মেলা অনুষ্ঠিত হচ্ছে।নতুন বছরকে স্বাগত জানাতে বরিশাল চারুকলার উদ্যোগে সিটি কলেজের সামনে থেক বের হয় বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা। আয়োজন করা হয় সাংস্কৃতিক অনুষ্ঠান ও গুণীজন সংবর্ধনা।এছাড়াও উদীচী ও বরিশাল বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে আলাদা সাংস্কৃতিক অনুষ্ঠান ও শোভাযাত্রা করা হয়। চলছে বৈশাখী মেলা।
চট্টগ্রাম: জাগিয়ে দেরে চমক মেরে আছে যারা অর্ধচেতন স্লোগানে এবার মঙ্গল শোভাযাত্রা বের করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউট। সুন্দরবন রক্ষায় সচেতনতা সৃষ্টি ও ক্রিকেটে টাইগারবাহিনীর দুর্দান্ত জয়যাত্রাকে অনুষঙ্গ করে শোভযাত্রার মূল অনুষঙ্গ করা হয়েছে ‘বাংলার বাঘ’। সঙ্গে ছিল বন মোরগ আর চট্টগ্রামের ঐতিহ্যবাহী টেপা পুতুল। রকমারি, বর্ণিল মুখোশও ছিল বেশুমার।বৃহস্পতিবার সকাল সোয়া ১০টায় বাদশা মিয়া সড়কের চারুকলা ইনস্টিটিউট থেকে পাথরঘাটার বাবলু দাসের ঢোলের বোলে যাত্রা শুরু করে শোভাযাত্রাটি। একসময়ের চারুকলা কলেজ ও বর্তমান ইনস্টিটিউটের সাবেক, বর্তমান শিক্ষার্থী, শিক্ষক-শিল্পী, নগরীর সংস্কৃতি সংগঠক, সাহিত্যকর্মীসহ সর্বস্তরের মানুষ শোভাযাত্রায় অংশ নেন। ছিল মা-বাবার হাত ধরে, কাঁধে-কোলে চড়ে আসা শত শত শিশু-কিশোরও। শোভাযাত্রাটি চকবাজার, জামালখান, কাজীর দেউড়ির প্রধান প্রধান সড়ক ঘুরে আবার ইনস্টিটিউট চত্বরে ফিরে আসে।এবার মঙ্গল শোভযাত্রার মূল দায়িত্বে ছিল মাস্টার্স ২০১৩-১৪ বর্ষের সংশপ্তক ৪৫। দলের সদস্য মো. আবদুল হানিফ জানান, গত ২০ দিন ধরে চারুকলার শিক্ষক-শিক্ষার্থীরা মঙ্গল শোভাযাত্রার জন্যে সাতটি ডামি তৈরি করেছেন। এর মধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসের জন্যে পাঠানো হয়েছে মাছ ও হাতি, সীতাকুণ্ডে পাঠানো হয়েছে বাঘ, জেলা প্রশাসনের শোভাযাত্রার জন্যে দেওয়া হয়েছে একটি কালো হাতি। এসব ডামি তৈরির জন্যে কয়েকশ শিক্ষার্থীকে সকাল নয়টা থেকে রাত তিনটা পর্যন্ত পরিশ্রম করতে হয়েছে।তিনি জানান, চট্টগ্রামের একেবারের নিম্নস্তরের কুমোরদের বিশেষ কাজ হচ্ছে টেপা পুতুল। এ পুতুল শুধু মেলাতেই পাওয়া যায়। এটি চট্টগ্রামের ঐতিহ্য বহন করে। তাই মঙ্গল শোভাযাত্রায় আমরা এটিকে বিশেষ স্থান দিয়েছি। এবার আমরা শুভ বার্তাকে উপজীব্য করে শোভাযাত্রার জন্যে ডামি তৈরি করেছি। এবার এলিট পেইন্ট আমাদের রং দিয়ে সহযোগিতা করেছে।শোভাযাত্রার বাঘ- মোরগ- টেপা পুতুল ইত্যাদির ক্ষেত্রে এবার মুখ্য ভূমিকায় ছিলেন খ্যাতিমান শিল্পী অলক রায়। তিনি বলেন, নববর্ষ বাঙালির উৎসব। এটি একার নয়, সর্বজনীন। এ উৎসব হয়েছে মিলিত হওয়ার জন্যে। আমরা শেকড়ে ফিরে যেতে চাই। শেকড় মানে সংস্কৃতি। এবার আমরা মঙ্গল শোভাযাত্রায় আমাদের ঐতিহ্য সুন্দরবন রক্ষায় সচেতনতা সৃষ্টি এবং ক্রিকেটে টাইগারদের জয়গাথা তুলে ধরার লক্ষ্যে ‘বাংলার বাঘ’ রেখেছি। আমরা তো আরেকটি সুন্দরবন তৈরি করতে পারবো না। প্রকৃতি মানুষ ছাড়া চলতে পারে, কিন্তু মানুষ প্রকৃতি ছাড়া বাঁচতে পারে না। তাই আমাদের বাঘ, হরিণ, বানর, কুমির, সাপ, পাখি, গাছপালাসহ পুরো সুন্দরবন রক্ষা করতে হবে, পরিবেশ বাঁচাতে হবে। এটিই জানান দিতে চেয়েছি আমরা।
বাবা দীপঙ্কর দাশের সঙ্গে সেন্ট মেরিস স্কুলের প্রথম শ্রেণির ছাত্রী ইরাবতী দাশ লাল শাড়ি পরে, সুন্দর সাজগোজ করে এসেছিল মঙ্গল শোভাযাত্রায় অংশ নিতে। ইরাবতী জানায়, সকালে ডিসি হিলে বর্ষবরণ অনুষ্ঠানে গেছে সে। মজার মজার গান শুনেছে, নাচ দেখেছে। সেখান থেকে চারুকলায় এসেছে মঙ্গল শোভাযাত্রা দেখতে। এরপর যাবে বাতিঘরে। তারপর সিআরবি।উইলিয়া কেরি একাডেমির আর্ট ক্লাসের শিক্ষক নীলুফার চামান। তিনি জানান, নগরীতে মানুষ যেমন বাড়ছে তেমনি পহেলা বৈশাখের আয়োজনও বাড়ছে। এর ফলে প্রচণ্ড ভিড়ের ঝামেলা নেই। যার যার সুবিধামতো বৈশাখ উদযাপন করছে। সমমনারা একজায়গায় মিলিত হচ্ছে। সব মিলে স্বস্তিতেই বৈশাখ উদযাপন হচ্ছে এবার।
বন্দরনগরী চট্টগ্রামের ইপিজেডে সূর্যোদয়ের পরেই বৈশাখী শোভাযাত্রা বরে করেন আদিবাসী ও বৌদ্ধ ভিক্ষুরা। ডিসি হিলে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে স্মিলিত পহেলা বৈশাখ উদযাপন পরিষদ।দিনটি উপলক্ষে যশোর কালেক্টরেট অফিস থেকে বের হয় শোভাযাত্রা। সাংস্কৃতিক সংগঠনের কর্মিরা ছাড়াও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ যোগ দেন এতে।
চাঁপাইনবাবগঞ্জ: আনন্দ-আয়োজনের মধ্য থেকে হিংসা, বিদ্বেষ, নারী ও শিশুর প্রতি সহিংসতা বন্ধ করে সুন্দর বাংলাদেশ গড়ার আহ্বান জানান সবাই। নানা আয়োজনে উৎসব মুখর পরিবেশে চাঁপাইনবাবগঞ্জে পালিত হচ্ছে বাংলা নববর্ষের প্রথম দিন পহেলা বৈশাখ। সকালে জেলা প্রশাসক কার্যালয় চত্বরের সামনে থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। নাচ-গান, হাসি-আনন্দে বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে নবাবগঞ্জ সরকারি কলেজ প্রাঙ্গনে এসে শেষ হয়। এতে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক জাহিদুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ তৌফিকুল ইসলাম উপস্থিত ছিলেন। বর্ণিল সাজে সজ্জিত হয়ে শোভাযাত্রায় অংশগ্রহন করে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন।, পাল্কি, ঢেঁকি, লাঙ্গল, মই, ঘুড়িসহ রংবেরং এর ফেস্টুন শোভাযাত্রাকে আকর্ষনীয় করে তোলে। পরে বর্ষবরণের মূল আয়োজন সংগীত, আবৃত্তি ও নৃত্য পরিবেশিত হয়।এছাড়া দিনভর বর্ষবরণে বিভিন্ন সামাজিক সংগঠন নানান অনুষ্ঠানের আয়োজন করেছে।জেলা প্রশাসন ও চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার যৌথ উদ্যোগে হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে ৫ দিনব্যাপী বৈশাখী মেলা আয়োজন করা হয়েছে।
ময়মনসিংহ : অসহনীয় খরতাপ উপেক্ষা করে হেঁটে হাজারো নগরবাসী মিলিত হয় প্রাণের বর্ষবরণ উৎসবে। ভোরের নবীন সূর্যের আলো ফোটার সঙ্গে সঙ্গে প্রাণের আনন্দে মেতে উঠে মানুষসকাল থেকেই সবার মুখে মুখে উচ্চারিত হয়েছে ‘এসো হে বৈশাখ, এসো এসো…’ গানটি।এরই মধ্যে দিয়ে স্বত:স্ফূর্ত প্রাণের আবেগে উচ্ছ্বসিত সবাই বরণ করে নেয় বাংলা নববর্ষ ১৪২৩ কে। নকশা তোলা পাঞ্জাবি, বর্ণিল ফতুয়া আর আলপনাময় শাড়িতে ব্যঞ্জময় হয়ে ধরা দেয় অসাম্প্রদায়িক বাঙালির উৎসব পহেলা বৈশাখ।মেয়েদের কারো খোঁপায় ছিল ফুল। শিশু-বুড়ো, তরুণ-তরুণী সবাই মেতে উঠেছিল বৈশাখী আনন্দে।ঘর-দুয়ার ছেড়ে নানা বয়সের হাজার হাজার মানুষ ঢেউ তোলে জয়নুল উদ্যান ও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) বোটানিক্যাল গার্ডেনে। সব মিলিয়ে ময়মনসিংহ যেন এক উৎসবের নগরী। কোথাও নেই তিল ধারণের ঠাঁই। বৃহস্পতিবার প্রতীক্ষার সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ভরাট কোরাসে মুখর হয়ে ওঠে ভোরের ময়মনসিংহ।‘এসে হে বৈশাখ, এসো এসো…’। এরপর দিনভর বাদ্যযন্ত্রে ময়মনসিংহবাসী মেতে ওঠে বর্ষবরণের বর্ণময় উৎসবে।বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখে বিলুপ্তপ্রায় অনেক কৃষ্টি-সংস্কৃতির সঙ্গে ঘটেছে মেলবন্ধনও। চরকি, নাগরদোলা, মাটির পুতুল, তৈজসপত্রসহ রঙিন মৃৎশিল্প মুগ্ধ করেছে সবাইকে।বাকৃবির বোটানিক্যাল গার্ডেন কিংবা নগরীর জয়নুল উদ্যানে ঘাসের কোলে তরুণ-তরুণীদের প্রাণময় আড্ডায় শহর ধরা দেয় এক নতুনরূপে।শিক্ষা ও সংস্কৃতির প্রবেশদ্বার ময়মনসিংহের আকাশে নতুন বছরের ফুটন্ত সকাল বেরিয়ে আসার সঙ্গে সঙ্গেই বৈশাখী সাজে ললনাদের পদচারণায় মুখর হয়ে উঠে জয়নুল উদ্যান প্রাঙ্গণ।চিরায়ত বাংলার ঘরে ঘরে খৈ, মিষ্টি, মুড়ি-মুড়কি, পিঠা, পায়েস, সন্দেশ’র আয়োজনের মাধ্যমে নববর্ষকে বরণ করে।বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টায় জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোট বর্ষবরণ উদযাপন পর্ষদের উদ্যোগে নগরীর স্টেশন রোড মোড় থেকে বের হয় আনন্দ শোভাযাত্রা।এ শোভাত্রা উদ্বোধন করেন ধর্মমন্ত্রী ও জেলা আওয়ামী লীগ সভাপতি প্রিন্সিপাল মতিউর রহমান।এ সময় ময়মনসিংহ বিভাগীয় কমিশনার জিএম সালেহ উদ্দিন, জেলা প্রশাসক মোস্তাকিম বিল্লাহ ফারুকী, জেলা পুলিশ সুপার মঈনুল হক, বর্ষবরণ উদযাপন পর্ষদের আহবায়ক ও বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব অধ্যাপক আমির আহমেদ চৌধুরী রতন, ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) নূর আলমসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এ শোভাযাত্রায় উৎসবে মাতোয়ারা মানুষ অংশ নেন রঙবেরঙের ফানুস আর আল্পনায় সজ্জিত হয়ে। প্রায় দুই কিলোমিটার দীর্ঘ এ শোভাযাত্রাটি নগরীর প্রধান প্রধান সড়ক ঘুরে শেষ হয় জয়নুল উদ্যানের বৈশাখী মঞ্চের সামনে গিয়ে। শোভাযাত্রায় ঠাঁই পায় বাঙালি ঐতিহ্যের নানা শিল্পকর্ম। ছিল হাতি, কুড়েঘর, ঘোড়া, বাঘ ও পাখির প্রতিকৃতি। গ্রামীণ বধূ, নৌকা, রাজা-রানী, উজির-নাজির, টেপা পুতুলের মুখসহ কত কিছু।সব অপশক্তি হটিয়ে প্রগতির পথে এগিয়ে যাওয়ার দৃপ্ত উচ্চারণ শোভাযাত্রায় অংশগ্রহণকারীদের কণ্ঠে।
ফেনী :ফেনীতে বণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে বাঙ্গালীর প্রাণের উৎসব পহেলা বৈশাখ উৎসব শুরু হয়েছে। বৃহস্পতিবার সকালে ফেনী সরকারী কলেজ মাঠ থেকে শোভাযাত্রাটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক পদক্ষিণ করে পিটিআই মাঠে গিয়ে শেষ হয়। পরে আলোচনা সভা ও সাত দিনব্যাপী মেলা উদ্বোধন করা হয়েছে।শোভাযাত্রায় অগ্রভাগে ছিলেন সংরক্ষিত মহিলা সংসদ সদস্য জাহানারা বেগম সুরমা, জেলা প্রসাশক মো. আমিন উল আহসান, অতিরিক্ত জেলা প্রসাশক (সার্বিক) এনামুল হক, পুলিশ সুপার রেজাউল হক, জেলা আ’লীগ সভাপতি আবদুর রহমান, ফেনী সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর আবুল কালাম আজাদ, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আমির হোসেন বাহারসহ বিভিন্ন শ্রেনী পেশার সহস্রাধিক লোক উপস্থিত ছিলেন।জেলা প্রশাসনের আয়োজনে শোভাযাত্রায় অংশ নেন ফেনী ইউনিভারসিটি, ফেনী প্রেস ক্লাব, ফেনী সরকারী কলেজ, পাইলট হাই স্কুল, সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়, শাহীন একাডেমী, ফেনী মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়, অনুরনণ আবৃত্তি চর্চা কেন্দ্র, পূবালী সাংস্কৃতিক কেন্দ্র, আয্য সাংস্কৃতিক কেন্দ্র, উদিচি, চারণ, প্রথম আলো বন্ধুসভাসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। শোভাযাত্রা শেষে পিটিআই মাঠে আলোচনা সভা ও সাত দিনব্যাপী মেলা উদ্বোধন করেন অতিথিবৃন্দ।
পাবনা : ব্যাপক উৎসাহ-উদ্দীপনা আর উৎসবে আনন্দে বাঙালীর প্রাণের উৎসব পহেলা বৈশাখ উদযাপন করছে পাবনাবাসী। সকাল সাতটা ১ মিনিটে পাবনা প্রেসক্লাব আয়োজন করে বৈশাখ বরণ উৎসব। আলোচনা সভা ও দই চিড়া খেয়ে বর্ষবরণ করে সাংবাদিকসহ সুধী সমাজ। অনুষ্ঠানে জেলা প্রশাসক রেখা রানী বালো, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. আল নকীব চৌধুরী সহ অনেকে উপস্থিত ছিলেন। এরপর সকাল আটটায় বাদ্য-বাজনাসহ গ্রামীণ সাজে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের করে জেলা প্রশাসন, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, নাট্য সংগঠন পাবনা ড্রামা সার্কেলসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠান। এছাড়া স্কয়ারের ব্যবস্থাপনায় শহরে বের হয় বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা। পরে সরকারি এডওয়ার্ড কলেজ মাঠে অনুষ্ঠিত হয় রুচী বৈশাখী উৎসব শীর্ষক উন্মুক্ত কনসার্ট। এছাড়াও জেলা প্রশাসনসহ বিভিন্ন সংগঠনের উদ্যোগে সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়।
সাতক্ষীরা ঃ সাতক্ষীরায় বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হচ্ছে বর্ষবরণ উৎসব। এ উপলক্ষ্যে সকাল সাড়ে ৬ টায় সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের হয়। এতে সাতক্ষীরা জেলা প্রশাসক আবুল কাশেম মো. মহিউদ্দিনের নেতৃত্বে সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য রিফাত আমিন, সাতক্ষীরার পুলিশ সুপার চৌধুুরী মঞ্জুরুল কবীরসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক-স্বেচ্ছাসেবী সংগঠন ও শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরাসহ হাজার হাজার মানুষ অংশ নেন। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহিদ আব্দুর রাজ্জাক পার্কে গিয়ে শেষ হয়।
পরে সেখানে উদ্বোধন করা হয় তিন দিনব্যাপী বৈশাখী মেলা। মেলায় বিশেষ আয়োজন হিসেবে অনুষ্ঠিত হবে গ্রামীণ বাংলার ঐতিহ্যবাহী লাঠি খেলা, হা-ডু-ডু খেলা ও মোরগ লড়াই। সকাল থেকেই মেলা প্রাঙ্গণে চলছে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।এছাড়া পহেলা বৈশাখের চিরাচরিত রেওয়াজ অনুযায়ী সকল প্রতিষ্ঠানে আয়োজন করা হয় পান্তা ভোজের।
খাগড়াছড়ি: সমতল থেকে ভিন্ন আঙ্গিকে পাহাড়ে বর্ষবরণ উৎসব ‘বৈসাবি’ এবং বাংলা নববর্ষবরণ ‘পহেলা বৈশাখ’ পালন করা হচ্ছে।এ উপলক্ষে আজ সকালে খাগড়াছড়ি জেলা প্রশাসনের উদ্যোগে শহরে বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা বের করা হয়। পুলিশ প্রশাসেনর পক্ষ থেকে বাঙালীর ঐতিহ্য পান্তা-রুই’র আয়োজন করা হয়।এ সময় স্থানীয় রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল স ম মাহবুব-উল আলম, জেলা প্রশাসক মো. ওয়াহিদুজ্জামান, পুলিশ সুপার মো. মজিদ আলীসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অন্যদিকে মারমাদের বর্ষবরণ উৎসব সাংগ্রাই উপলক্ষে পানখাইয়াপাড়ার বটতলায় ঐতিহ্যবাহী বিভিন্ন খেলাধুলার আয়োজন করা হয়েছে।
বাগেরহাট: বাগেরহাটে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে বাংলা নববর্ষকে বরণ করে নিল বাগেরহাটবাসি। নববর্ষ উপলক্ষে বৃহস্পতিবার সকালে বাগেরহাট স্টেডিয়াম থেকে একটি শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহরের স্বাধীনতা উদ্যানে এসে শেষ হয়।বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য ডা. মোজাম্মেল হোসেন বেলুন ও কবুতর উড়িয়ে শোভাযাত্রার উদ্বোধন করেন। শোভাযাত্রায় জেলা প্রশাসন, সামাজিক, সাংষ্কৃতিক সংগঠন ও শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক,শিক্ষার্থীসহ নানা শ্রেণী পেশার মানুষ অংশ নেন। শহরের বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা নানান সাজে সেজে শোভাযাত্রায় অংশ নেয়।এতে অংশগ্রহণ করেন বাগেরহাটের জেলা প্রশাসক মো. জাহাংগীর আলম ও পুলিশ সুপার মো. নিজামুল হক মোল্যা, আইনজীবী সমিতির সভাপতি ড. একে আজাদ ফিরোজ টিপু, বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি মো. শাহ আলম টুকুসহ জেলা প্রশাসনের কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।পরে বাগেরহাট জেলা পরিষদ চত্বরে ৭ দিনব্যাপী বৈশাখী মেলার উদ্বোধন করা হয়। মেলায় প্রতিদিন বিকেল তিনটা থেকে রাত সাড়ে দশটা পর্যন্ত চলবে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।বর্ষবরণ উপলক্ষের বাগেরহাট জেলা কারাগার, হাসপাতাল ও সরকারী শিশু সদনে বাঙ্গালী খাবার পরিবেশন করা হয়।
কুষ্টিয়া: সূর্যোদয়ের সাথে সাথে কুষ্টিয়ার পৌরসভার পুকুরে ভাসমান প্রদীপ প্রজ্বলন এবং রবীন্দ্রসঙ্গীতের মাধ্যমে নববর্ষকে বরণ করে নেয়া হয়। আজ এ অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন কুষ্টিয়া পৌর মেয়র আনোয়ার আলী।প্রজ্বলনের পর পৌর বটমূলে আলোচনা সভা,কবিতা আবৃত্তি ও নাচ গানের অনুষ্ঠানের আয়োজন করা হয়। সকাল ৮টায় শহরের একতারা চত্বর থেকে ডিসি কোর্ট চত্বরে ছায়া বিথী চত্বর পর্যন্ত কুষ্টিয়া জেলা প্রশাসক সৈয়দ বেলাল ও পুলিশ সুপার প্রলয় চিসিমের নেতৃত্বে শহরে আবহমান গ্রামবাংলার নানা ঐতিহ্যমন্ডিত মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।এ সময় অন্যন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুজিব-উল ফেরদৌস প্রমুখ।এ ছাড়া দিনভর কুষ্টিয়ার পৌর বটমূল ও শহরের নানা জায়গায় বিভিন্ন সাংস্কৃতিক ও সামাজিক সংগঠনের আয়োজনে রয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান।বর্ণিল সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি মঙ্গল শোভাযাত্রা করার মধ্য দিয়ে নতুন বছরকে স্বাগত জানানো হয়,কুমিল্লা, জয়পুরহাট, শেরপুর, দিনাজপুর, নেত্রকোনা, সিলেট ও নাটোর।নাচ, গান, কবিতা, নৃত্যনাট্যর মধ্য দিয়ে পহেলা বৈশাখ উদযাপিত হচ্ছে গোপালগঞ্জ, নড়াইলে, কুড়িগ্রাম, বগুড়া, রাজবাড়ী, লক্ষ্মীপুর, ব্রাহ্মণবাড়িয়া, মাদারীপুর, গাজীপুর, খাগড়াছড়ি, চুয়াডাঙ্গাসহ সারা দেশে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here