নতুন বছরে গণতন্ত্র ফিরে পাওয়ার প্রত্যাশা খালেদার

0
0

নতুন বছরে গণতন্ত্র ফিরে পাওয়ার প্রত্যাশা খালেদার

বাংলা নতুন বছরে গণতন্ত্র পাওয়ার আশা প্রকাশ করেছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। গণতন্ত্রের জন্য সবাইকে হাতে হাত রেখে এগিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।বৃহস্পতিবার নববর্ষ উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে বক্তব্য দেন খালেদা জিয়া। জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনের রাস্তায় ওই অনুষ্ঠানের আয়োজন করে।নববর্ষের শুভেচ্ছা জানিয়ে খালেদা জিয়া বলেন, আমরা আশা করছি নববর্ষ সত্যিকারের বাংলাদেশের মানুষের জন্য সুদিন বয়ে আনবে। নতুন বছরে আমরা এ দেশে গণতন্ত্র পাব, দেশের উন্নয়ন হবে, শান্তি আসবে, জনগণের কল্যাণ হবে। গুম, হত্যা, নির্যাতন থেকে মানুষ মুক্ত হবে।
খালেদা জিয়া বলেন, এখন দেশে সবচেয়ে বড় প্রয়োজন গণতন্ত্র ফিরিয়ে আনা। তিনি সবাইকে ঐক্যবদ্ধ হয়ে শপথ নেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, গত বছর অনেক দুঃখ- বেদনা ছিল। সামনে নিশ্চয় শুভ দিন আসবে।বৃহস্পতিবার বিকালে রাজধানীর নয়া পল্টনে পহেলা বৈশাখের এক অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসন বলেন, আমরা আশা করি, নতুন বছরে আমরা গণতন্ত্র ফিরে পাব। উন্নয়ন হবে, শান্তি আসবে, হত্যা-গুম-নির্যাতন থেকে মানুষ মুক্ত হবে। দেশে প্রতিটি মানুষের দাবি প্রতিষ্ঠিত হবে।আসুন, এই নববর্ষে আমরা শপথ নেই- ভেদাভেদ নয়, ঐক্যের মাধ্যমে জাতিকে অগ্রগতির দিকে নিয়ে যাবে।বর্ণাঢ্য এ অনুষ্ঠানে জাসাস শিল্পীরা বর্ষবরণের নানা গান পরিবেশন করেন। শুরুতে জাতীয় সঙ্গীত ও পরে দলীয় সঙ্গীত পরিবেশনের পর ‘এসো হে বৈশাখ’ গান শোনান তারা।খালেদা জিয়ার গাড়িবহর বিকাল সোয়া ৪টার দিকে ভিড় ডিঙিয়ে নয়া পল্টন কার্যালয়ের সামনেপৌঁছায়। নিরাপত্তাকর্মীদের তার গাড়িবহর মঞ্চের কাছে নিতে বেগ পেতে হয়।ক্রিম কালারের লাল পাড়ের সুতির শাড়ি পরা খালেদা জিয়া গাড়ি থেকে নেমে সেখানে সমবেত হাজার হাজার নেতা-কর্মীকে হাত নেড়ে নববর্ষের শুভেচ্ছা জানান।বিএনপি চেয়ারপারসনের আগমন উপলক্ষে দুপুর থেকেই নয়া পল্টন কার্যালয়ের সড়ক নেতা-কর্মীদের সমাবেশে পরিণত হয়।জাসাসের বর্ষবরণের এ অনুষ্ঠানে বেবী নাজনীনের পাশাপাশি হাসান চৌধুরী, পিয়াল হাসান, মনির খান, পলি শারমীন শুভ্র আসাদ, শাহজদি কোহিনুর পাঁপড়ি, মুন, রেখাসহ সংগঠনের শিল্পীরা ভাটিয়ালী, দেশাত্মকবোধক ও মুক্তিযুদ্ধের গান পরিবেশন করেন।সংক্ষিপ্ত বক্তব্যে দলের নেতা-কর্মী, দেশবাসী এবং প্রবাসী বাংলাদেশি ও বাংলা ভাষাভাষী মানুষকে নববর্ষের শুভেচছা জানান খালেদা জিয়া।
গণতন্ত্র ফিরিয়ে আনতে’ সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, আসুন, আমরা সকলে হাতে হাত মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য আমরা সামনের দিকে এগিয়ে যাই।আমারা অনেক দুঃখ, অনেক হাসি, অনেক যন্ত্রণা ভোগ করছি। আসুন, এসব দুঃখ-যন্ত্রণা ভুলে শান্তি ও উন্নয়নের জন্য আমরা সকলে মিলে এগিয়ে যাই। নিশ্চয়ই আমাদের সফলতা আসবে।একুশে ফেব্র“য়ারির আত্মত্যাগের প্রসঙ্গ তুলে সাবেক প্রধানমন্ত্রী খালেদা বলেন, ভাষা শহীদরা ভাষার জন্য যেভাবে রক্ত দিয়ে ভাষার মর্যাদা প্রতিষ্ঠা করেছেন, সারা বিশ্বে আজ বাংলা ভাষা প্রতিষ্ঠিত হয়েছে।ঠিক এমনিভাবে এই নববর্ষে বাংলাদেশকে সারা পৃথিবীর বুকে শান্তি উন্নয়ন কল্যাণের দেশ হিসেবে প্রতিষ্ঠা করব ইনশাল্লাহ।পহেলা বৈশাখের অনুষ্ঠান করার জন্য এসময় জাসাস নেতাদের ধন্যবাদ জানান বিএনপি চেয়ারপারসন।অনুষ্ঠানে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও বক্তব্য রাখেন।অন্যদের মধ্যে বিএনপি নেতা ড. খন্দকার মোশাররফ হোসেন, মওদুদ আহমদ, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আবদুল মঈন খান, শাহ মোয়াজ্জেম হোসেন, আবদুল্লাহ আল নোমান, এজেডএম জাহিদ হোসেন, মাহবুবউদ্দিন খোকন, ফজলুল হক মিলন, নিতাই রায় চৌধুরী, আবদুস সালাম, সানাউল্লাহ মিয়া, আবুল খায়ের ভুঁইয়া, রুহুল কবির রিজভী, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, খায়রুল কবীর খোকন, সৈয়দ এমরান সালেহ প্রিন্স, আবদুল লতিফ জনি, নুরী আরা সাফা, শিরিন সুলতানা, শফিউল বারী বাবু, জাসাসের এমএ মালেক, মনির খান, শাইরুল কবির খানসহ দল ও অঙ্গ সংগঠনের নেতারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here