চ্যাম্পিয়ন্স লিগ থেকে বার্সার বিদায়

0
0

চ্যাম্পিয়ন্স লিগ থেকে বার্সার বিদায়

চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে স্প্যানিশ ক্লাব অ্যাটলেটিকো মাদ্রিদের কাছে হেরে সেমিতে ওঠার স্বপ্ন ভঙ্গ হলো আরেক স্প্যানিশ ক্লাব বার্সেলোনার।বুধবার রাতে অ্যাটলেটিকোর মাঠে ২-০ গোলে পরাজিত হয় লুইস এনরিকের শিষ্যরা। দুই লেগ মিলে ৩-২ গোলের জয় নিয়ে সেমিফাইনাল নিশ্চিত করলো অ্যাটলেটিকো।লিগের অন্য খেলায় পর্তুগিজ ক্লাব বেনফিকার সঙ্গে ২-২ গোলে ড্র করে জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখ। তবে প্রথম লেগে ১-০ গোলে বেনফিকাকে পরাজিত করেছিল বায়ার্ন। দুই লেগ মিলে ৩-২ গোলের ব্যবধানের জয় নিয়ে সেমিতে জায়গা করে নিল গার্দিওলার শিষ্যরা।অ্যাটলেটিকোর মাঠে বল দখলের লড়াইয়ে শুরু থেকেই এগিয়ে ছিল কাতালানরা। তবে গোলের দেখা পাচ্ছিল না। খেলার ৩৬ মিনিটে বার্সার জালে বল জড়ান অ্যাটলেটিকোর গ্রীজম্যান।

১-০ গোলের ব্যবধানে এগিয়ে থেকেই বিরতিতে যায় অ্যাটলেটিকো। বিরতি থেকে ফিরে গোলের জন্য মরিয়া হয়ে ওঠে মেসি, নেইমার এবং সুয়ারেজরা। তবে বেশ কয়েকটি সুযোগ পেলেও সেই সুযোগ কাজে লাগাতে পারেনি এমএসএন। খেলার ৮৬ মিনিটের মাথায় বার্সা অধিনায়ক ইনিয়েস্তা ডি বক্সের ভিতরে হাত দিয়ে বল থামালে পেনাল্টি পায় অ্যাটলেটিকো। পেনাল্টির সুযোগ কাজে লাগাতে ভোলেনি অ্যাটলেটিকো। ৮৭ মিনিটে সেই গ্রীজম্যান পেনাল্টি থেকে গোল করে দলের ব্যবধান দ্বিগুন করেন। বাকি সময়ে আর কোনো গোল না হওয়ায় দুই লেগ মিলে ৩-২ গোলের জয় নিয়ে সেমিতে উঠলো অ্যাটলেটিকো মাদ্রিদ।

অপর খেলায় প্রথমেই এগিয়ে যায় বেনফিকা। ২৭ মিনিটে জিমিনেজের গোলে এগিয়ে যায় তারা। তবে খেলার ৩৮ মিনিটে বায়ার্নের হয়ে গোল পরিশোধ করেন ভিদাল। বিরতি থেকে ফিরে ৫২ মিনিটে দলকে এগিয়ে নেন মুলার। তবে ৭৬ মিনিটে বেনফিকার তালিসকা দুর্দান্ত এক ফ্রি কিকে ব্যবধান সমান করেন। বাকি সময়ে আর কোনো দলই গোলের দেখা পায়নি। দুই লেগ মিলে ৩-২ ব্যবধানে জয় পায় জার্মান জায়ান্টরা।প্রসঙ্গত, স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদ এবং ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটি আগেই সেমিফাইনাল নিশ্চিত করেছে। আগামী শুক্রবার সেমিফাইনালের ড্র অনুষ্টিত হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here