আলমগীর হায়দারের প্রতি খালেদার শেষ শ্রদ্ধা

0
0

আলমগীর হায়দারের প্রতি খালেদার শেষ শ্রদ্ধা

সাবেক সংসদ সদস্য ও চাঁদপুর জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলমগীর হায়দার খানের কফিনে ফুল দিয়ে শেষ শ্রদ্ধা জানিয়েছেন দলটির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।বৃহস্পতিবার সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মরহুমের প্রথম নামাজে জানাযা শেষে খালেদা জিয়ার পক্ষে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ শ্রদ্ধা জানান। এরপর বিএনপির পক্ষ থেকে মরহুম আলমগীর হায়দার খানের কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানান দলের সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

মির্জা ফখরুল ও রিজভী ছাড়াও মরহুমের জানাজায় অংশ নেন-দলের যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, সাবেক যুগ্ম-মহাসচিব মো. শাহজাহান, অর্থনৈতিক বিষয়ক সম্পাদক আব্দুস সালাম, ধর্ম বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার, সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, সহ-দপ্তর সম্পাদক আব্দুল লতিফ জনি, তাইফুল ইসলাম টিপু, ছোসেবক দলের যুগ্ম-সম্পাদক আমিনুল ইসলাম প্রমুখ।নামাজের জানাযা পরিচালনা করেন জাতীয়তাবাদী ওলামা দলের সভাপতি হাফেজ আবদুল মালেক। মরহুমের দ্বিতীয় নামাজে জানাযা দুপুর ১২টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এবং বাদ জোহর রায়ের বাজারের জাফরাবাদ হাইস্কুল মাঠে তৃতীয় জানাযা অনুষ্ঠিত হয়। এরপর এ্যাপোলো হাসপাতালের হিমঘরে মরদেহ রাখা হয়।

শুক্রবার আলমগীর হায়দার খানের মরদেহ নিজ জেলা চাঁদপুরে নিয়ে যাওয়া হবে। সকাল ১০টায় জেলার হাসান আলী হাইস্কুল মাঠে মরহুমের চতুর্থ নামাজে জানাযা অনুষ্ঠিত হবে। এরপর নিজ নির্বাচনী এলাকা ফরিদগঞ্জের এ আর হাইস্কুল মাঠে পঞ্চম জানাজা হবে।পরবর্তীতে ফরিদগঞ্জের নিজগ্রাম মূলপাড়া হাইস্কুল মাঠে মরহুমের ষষ্ঠ ও শেষ নামাজে জানাযা অনুষ্ঠিত হবে।এরপর বাদ আসর পারিবারিক কবরস্থানে মরহুম আলমগীর হায়দার খানকে দাফন করা হবে। চাঁদপুর-৬ আসনের সাবেক এমপি আলমগীর হায়দার খান বুধবার রাতে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬০ বছর।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here