ফরিদপুর হাসপাতাল থেকে নবজাতক চুরি: তদন্ত টিম গঠন

0
0

ফরিদপুর হাসপাতাল থেকে নবজাতক চুরি

ফরিদপুর সদর হাসপাতালের গাইনী ওয়ার্ড থেকে একদিন বয়ষী এক নবজাতক চুরির ঘটনা ঘটেছে। বুধবার সকাল ৮ টার দিকে এক মহিলা নবজতককে চুরি করে নিয়ে যায়। এই ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষ ৪ সদস্যের একটি তদন্ত টিম গঠন করেছে।পারিবারিক ও হাসপাতাল সূত্রে জানা গেছে, মঙ্গলবার ১০টার দিকে সন্তান সম্ভাবনা স্ত্রী পারভীনকে ফরিদপুর সদর হাসপাতালে ভর্তি করে হোটেল শ্রমিক নজরুল। বেলা ১ টার দিকে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে একটি ছেলে সন্তান জন্ম দেয়। সন্তান জন্ম হওয়ার পর থেকেই এক অপরিচিত মহিলা বিভিন্ন কাজে তাদের সহায়তা করছিল, সেময় পরিবারটি ধারনা করছিল ওই মহিলা হাসপাতালের কেও হবেন। সকালে নজরুল হাসপতালের বাইরে এবং শাশুড়ী ঔষধ আনতে দোকানে গেলে অপরিচিত ওই মহিলা বাচ্চা নিয়ে পালিয়ে যায়।

পরিবারটির বাড়ি রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলায় হলেও কর্মসূত্রে পরিবারটি ফরিদপুরের সদরপুর উপজেলার কৃষ্ণপুরে বসবার করছে। শিশুর বাবা হোটেল শ্রমিক নজরুল জানায়, শিশুর জন্মের পর থেকেই ওই মহিলা বিভিন্ন কাজে আমাদের সহায়তা করছিল, আমরা ভেবেছিলাম ওই মহিলা হাসপাতালের কেউ হবেন। এই শিশুটি তার প্রথম সন্তান জানিয়ে তিনি বলেন, তার স্ত্রী হাসাপাতালে ভর্তি।অন্যদিকে হাসপাতালের সিনিয়ার স্টাফ নার্স খাদিজা আক্তার জানান, ওই মহিলার সাথে সখ্যতা দেখে আমরা মনে করেছি ওনি ওই পরিবারের কেও হবেন। এসময় তিনি আরো বলেন, এই ধরনের বাচ্চা চুরির ঘটনায় এই হাসপাতালে প্রথম।

হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা গনেশ কুমার আগারওয়াল শিশু চুরির ঘটনার সত্যতা স্বিকার করে বলেন, এই ঘটনা তদন্তে ৪ সদস্যের একটি কমিটি ঘটন করা হয়েছে। কমিটি ইতিমধ্যে কাজ শুরু করেছে। তিনি আরো বলেন, বিষয়টি কোতয়ালী থানা পুলিশকে অবহিত করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here