চৈত্রের তাপে পুড়ছে দেশ।জনজীবন হয়ে উঠেছে ওষ্ঠাগত। দেশের বেশীর ভাগ এখন বইছে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ। চৈত্রের তাপদাহে অতিষ্ট এই জনজীবনকে বৃষ্টির শীতল ছোঁয়ায় সিক্ত করার আমেজে আসছে বৈশাখ, এমন তথ্য মিলেছে আবহাওয়া অধিদপ্তর থেকে। গত কয়েকদিন ধরেই চৈত্রের শেষ দগ্ধতায় পুরছে নগরবাসী। শুধু তাই নয়, এর গরমে অস্বস্তির সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে তাপমাত্রা। রাজধানীসহ সারাদেশে ক্রমান্বয়ে তাপমাত্রা বাড়ার ফলে খেটে খাওয়া মানুষেরা দুর্ভোগের শিকার হচ্ছে। অতিরিক্ত তাপমাত্রা বাড়ার ফলে ক্রমান্বয়ে জনজীবন প্রায় বিপর্যস্ত হয়ে পড়েছে। জীবনজীবিকার তাগিদে খেটে খাওয়া মানুষ তীব্র গরম উপেক্ষা করে কাজ করছে। কাঠফাটা রোদে পথচারীরাও ভোগান্তির মুখে পড়েছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে নগরীর রাস্তাগুলোতে যান চলাচল কমে আসছে। মানুষ একান্ত কাজ ছাড়া ঘরের বাইরে বের হতে চাচ্ছে না।যারা বের হয়েছে তাদের ভোগান্তি পড়তে হয়েছে চরম যানজটে । বেলা ৩টার দিকে রাজধানীর সচিবালয়ে অপর পাশে ক্লান্ত শরীরে গাছের ছায়ায় দাঁড়িয়ে ছিলেন রিকশাচালক আকবর আলী জানান, এক টানা ২ ঘণ্টা রিকশা চালানো দায় হয়ে যাচ্ছে। মানুষের চলাচলও রাস্তায় কমে এসেছে। সে কারণে আয়ও নেমে এসেছে অর্ধেকে।এদিকে গরমের সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে লোডশেডিং। নগরীসহ আশেপাশের এলাকায় দিন-রাতে ৪ থেকে ৫ ঘণ্টা করে লোডশেডিং থাকছে। এতে করে এইচএসসি পরীক্ষার্থীরা পড়েছে বিপাকে।
গত ৫ এপ্রিল দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। আর সোমবার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায়, ৪০ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ গত আটদিনে তাপমাত্রা বেড়েছে ৬ দশমিক ৪ ডিগ্রি। গত ৫ এপ্রিল রাজধানী ঢাকায় তাপমাত্রা ছিল ৩১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। মঙ্গলবার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে- পাবনা, যশোর ও কুষ্টিয়া অঞ্চলের উপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এছাড়া ঢাকা, রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগের অবশিষ্টাংশের উপর দিয়ে বইছে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ। আর এমন অবস্থা অব্যাহত থাকতে পারে। মঙ্গলবার সকাল ৯টা পর্যন্ত পূববর্তী ২৪ ঘন্টায় ঢাকায় সবোর্চ্চ তাপমাত্রা ছিল ৩৬.৬ ডিগ্রি সেলসিয়াস । বাতাসের আপেক্ষিক আদ্রতা ছিল ৯০ শতাংশ। সোমবার দেশের সবোর্চ্চ তাপমাত্রা ছিল চুয়াডাঙ্গায় ৪০.৬ ডিগ্রি সেলসেয়িাস। তবে পরবর্তী ৭২ ঘণ্টার আবহাওয়ার সামান্য পরিবর্তন হতে পারে বলেও জানানো হয়েছে। আর পরবর্তী পাঁচ দিনের পূর্বাভাসে অধিদপ্তর বলেছে, এ সময়ের প্রথম দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
এদিকে এপ্রিলের দীর্ঘমেয়াদি পূর্বাভাসে বলা হয়েছে, স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কালবৈশাখী, বজ্রবৃষ্টি, এমন কি ঘূর্ণিঝড়ও হতে পারে। অপরদিকে দেশের উত্তর ও উত্তর-পশ্চিমাঞ্চলে একটি তীব্র তাপপ্রবাহ (৪০ ডিগ্রি সেলসিয়াসের বেশি) এবং অন্যত্র এক থেকে দুটি মৃদু (৩৬ থেকে ৩৮ ডিগ্রি সেলসিয়াস) বা মাঝারি (৩৮ এর চেয়ে বেশি ৪০ ডিগ্রি সেলসিয়াস) তাপপ্রবাহ বয়ে যেতে পারে।অবশ্য সিলেট অঞ্চলে পরিবর্তিত আবহাওয়া বিরাজ করছে। গত কয়েকদিন তাপমাত্রা কম থাকার পাশাপাশি বৃষ্টির দেখাও মিলেছে এ নগরীতে। আর সামনের দিনগুলোতে সেখানে বজ্রসহ বৃষ্টি হওয়ার কথাও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ হিমালয়ের পাদদেশীয় পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। আর এ মৌসুমের স্বাভাবিক লঘুচাপ অবস্থান করছে দক্ষিণ বঙ্গোপসাগরে।অন্যদিকে কয়েক দিন ধরেই প্রচণ্ড গরমে নাভিশ্বাস উঠছে পশ্চিমবঙ্গবাসীর। বাংলাদেশের থেকেও সেখানে তাপমাত্রা অনেক বেশি। সোমবার কলকাতার তাপমাত্রা ছিল ৪১ ডিগ্রির কাছাকাছি।আর মঙ্গলবার তা বেড়ে হয়েছে ৪২। দক্ষিণবঙ্গের বেশির ভাগ জেলাতেই বইবে তাপপ্রবাহ। এর মধ্যে বাঁকুড়া, বীরভূম, পশ্চিম মেদিনীপুর ও পুরুলিয়ার বিস্তীর্ণ এলাকা জুড়ে চলতে পারে তীব্র তাপপ্রবাহ। আলিপুর আবহাওয়া অফিস থেকে জানা গেছে, অ মঙ্গলবার বাঁকুড়ার সর্বোচ্চ তাপমাত্রা ৪৭ ডিগ্রি ছুঁতে পারে। ঝাড়খণ্ডের দিক থেকে ধেয়ে আসা শুষ্ক গরম বাতাসের প্রবল দাপটেই রাজ্যজুড়ে চোখ রাঙাচ্ছে তাপপ্রবাহ। পাল্লা দিয়ে বাড়ছে তাপমাত্রারও। প্রতি বছরই এ সময় বঙ্গোপসাগরের উচ্চচাপ বলয় থেকে রাজ্যে ঢোকে প্রচুর জলীয়বাষ্প। যার ফলে তীব্র গরমের মধ্যেও কালবৈশাখীর ঠাণ্ডা হাওয়ায় শীতল হয় পরিবেশ। কিন্তু এ বছর অনেক দুর্বল এই উচ্চচাপ বলয়। তাই গরম হাওয়ার দাপটে প্রাণ যায় যায় রাজ্যবাসীর। আগামী ৪৮ ঘণ্টা এই পরিস্থিতি অপরিবর্তিত থাকবে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
শক্তিশালী কালবৈশাখীর মধ্য দিয়ে আগামী দু-এক দিনে শেষ হতে পারে এ দফার দাবদাহ পরিস্থিতি। সেই সঙ্গে বাংলা নববর্ষ থেকে শুরু করে একটানা কয়েক দিন দেখা মিলতে পারে বৃষ্টির। বিভিন্ন তথ্য-উপাত্ত ও সার্বিক পরিস্থিতি বিশ্লেষণ করে এমনই পূর্বাভাস পাওয়া গেছে আবহাওয়া ও ঘূর্ণিঝড় বিশেষজ্ঞদের কাছ থেকে। সোমবার দুপুরে দেশের বেশির ভাগ এলাকার মানুষ যখন প্রায় ৪০ ডিগ্রি সেলসিয়াসের তাপে পুড়ছে ঠিক এর মধ্যেই সরকারের ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচির (সিপিপি) পরিচালক খায়রুল আনাম খান কালের কণ্ঠকে বলেন, বৈজ্ঞানিক তথ্য-উপাত্ত বিবেচনায় রেখে এবং পরিবেশ-প্রতিবেশের প্রকৃতিগত অবস্থা নির্ণয়ের মাধ্যমে এটা বলা যায় যে এবার শক্তিশালী কোনো কালবৈশাখী ঝড় দিয়েই শুরু হতে যাচ্ছে বাংলা নতুন বছর। বিশেষ করে পহেলা বৈশাখ বা ১৪ এপ্রিল কালবৈশাখীর আশঙ্কা খুবই বেশি। আর আমরা সেই লক্ষ্যে দেশব্যাপী প্রস্তুতিও শুরু করে দিয়েছি।
এ ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মকর্তার বক্তব্যের সঙ্গে অনেকটাই মিলে যায় বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের সহকারী পরিচালক ও আবহাওয়াবিদ সৈয়দ আবুল হাসানাতের পূর্বাভাসের। সৈয়দ আবুল হাসানাত ঠিক শক্তিশালী কোনো ঘূর্ণিঝড়ের ব্যাপারে জোরালো মতামত না দিলেও তিনি বলেন, চলতি সপ্তাহের এ কয়েক দিন তাপমাত্রা যেমন আছে তেমনই থাকার সম্ভাবনা বেশি। তবে সপ্তাহের শেষ নাগাদ পরিস্থিতির উন্নতি ঘটবে এবং বৃষ্টি ঝরবে।আবহাওয়াবিদ আবুল হাসানাত জানান, এবার আবহাওয়ার সিস্টেমে এক ধরনের দেরির প্রভাব দেখা যাচ্ছে। বিশেষ করে নির্ধারিত সময়ের চেয়ে অনেকটা দেরি করে গত ২৬ মার্চ যে বৃষ্টিপাত শুরু হয়েছিল তা শেষও হয়েছে অনেকটা দেরিতে। ৬ এপ্রিল পর্যন্ত বৃষ্টি ছিল। আবার এর পর থেকে যখন দাবদাহ শুরু হয়ে গেল তা এখনো একটানা চলছে। ঠিক একই ধারায় এবার এই দাবদাহ শেষ হয়ে যখন আবার বর্ষা দেখা দেবে তাও একটানা থাকার সম্ভাবনা দেখা যাচ্ছে।
এদিকে বিশেষজ্ঞরা সপ্তাহের শেষ নাগাদ দাবদাহ শেষ হওয়ার স্বস্তিদায়ক খবর দিলেও এর আগেই সারা দেশে গা পোড়া দাহ অসহ্য হয়ে উঠেছে মানুষের কাছে। তাপ যন্ত্রণার পাশাপাশি দেশজুড়ে দেখা দিয়েছে ডায়রিয়ার প্রকোপ। এক সপ্তাহ ধরে প্রতিদিনই আক্রান্তের সংখ্যা বাড়ছে। সরকারের স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুমের তথ্য অনুসারে গতকাল সকাল ৮টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় মাত্র ১০ জেলায়ই ডায়রিয়ায় আক্রান্তের সংখ্যা এক হাজার ৯৬ জন বলে রেকর্ড করা হয়েছে। আর গত সাত দিনে এ সংখ্যা ছিল পাঁচ হাজার ১৪১ জন। ডায়রিয়া নিয়ন্ত্রণে সারা দেশের হাসপাতালগুলোতে বাড়ানো হয়েছে সতর্কতা। মাঠপর্যায়ের স্বাস্থ্যকর্মীদের তৎপরতাও জোরদার করা হয়েছে।
রাজধানীর মহাখালীতে আন্তর্জাতিক উদরাময় রোগ গবেষণা কেন্দ্র, বাংলাদেশ (আইসিডিডিআর,বি) হাসপাতালেও ডায়রিয়ায় আক্রান্ত রোগীর সংখ্যা সাধারণ সময়ের চেয়ে বেশি। ওই হাসপাতালের তথ্য অনুসারে তিন-চার দিন ধরে প্রতিদিন রোগীর সংখ্যা থাকছে ৪০০ জনের বেশি।সরকারের স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুমের কর্মকর্তা ডা. আয়েশা আক্তার জানান, গত কয়েক দিন অধিক গরমের প্রভাবে সারা দেশেই ডায়রিয়ার প্রকোপ বেড়েছে। ১ জানুয়ারি থেকে সকাল ৮টা পর্যন্ত ১০ জেলা থেকে পাঠানো তথ্য অনুসারে ডায়রিয়ায় মোট আক্রান্তের সংখ্যা ছিল ৯৩ হাজার ১০ জন। এর মধ্যে মারা গেছে একজন। আর সবচেয়ে বেশি আক্রান্তের তথ্য পাওয়া যায় ঢাকার আইসিডিডিআর,বি হাসপাতাল থেকে। গত রবিবার ওই হাসপাতালে ডায়রিয়ার রোগী আসে ৪৬৫ জন।অন্যদিকে আইসিডিডিআর,বি ঢাকা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক রফিকুল ইসলাম বলেন, সাধারণত আমাদের এ হাসপাতালে সব সময়ই তিন শ থেকে সাড়ে তিন শ রোগী থাকে। আর ওই সংখ্যা ছাড়ালেই ডায়রিয়ার প্রকোপ বেশি বলে ধরে নেওয়া যায়। সে হিসাবে তিন-চার দিন ধরে প্রতিদিনই রোগীর সংখ্যা সাড়ে চার শ ছাড়িয়ে যাচ্ছে, যাদের বেশির ভাগই বয়স্ক মানুষ।এদিকে কেবল আইসিডিডিআর,বিতেই নয়, ঢাকা শিশু হাসপাতাল, ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালসহ অন্য হাসপাতালগুলোতেও ডায়রিয়া রোগীর ভিড় এখন একই রকম। গতকাল ঢাকা শিশু হাসপাতাল, মহাখালী কলেরা হাসপাতালসহ আরো কয়েকটি হাসপাতাল ঘুরে খোঁজখবর নিয়ে পাওয়া যায় এমন চিত্র।
স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুমের গত ২৪ ঘণ্টার তথ্য অনুসারে আইসিডিডিআর,বির ৪৬৫ জন আক্রান্ত ছাড়াও কুমিল্লায় ১৪৮ জন, নওগাঁয় ১০৪ জন, যশোরে ৮৯ জন, ঝিনাইদহে ৮৪ জন, বগুড়ায় ৬২ জন, গাজীপুরে ৫৪ জন, পাবনায় ২৮ জন, ঠাকুরগাঁওয়ে ২৩ জন, নড়াইলে ২০ জন ও দিনাজপুরে ১৯ জন ডায়রিয়ায় আক্রান্ত হওয়ার তথ্য পাওয়া গেছে।বিশেষজ্ঞরা বলেন, প্রচণ্ড গরমে অতিষ্ঠ মানুষের শরীর থেকে অত্যধিক ঘাম বেরিয়ে পানিশূন্যতা তৈরি করে। বিশেষ করে যত গরম পড়বে ততই মানুষের পানির তৃষ্ণা বেড়ে যায়। কিন্তু নিরাপদ পানির সংকটের ফলে মানুষ হাতের কাছে যে পানি পায় তাই পান করে। একইভাবে গরমে দ্রুত খাবার নষ্ট হয়ে যায়। যেসব বাসাবাড়িতে রেফ্রিজারেটর নেই তাদের ক্ষেত্রে গরমের সময়ে খাবার পচে যাওয়ার ঘটনা খুব বেশি। সাধারণত নিম্ন আয়ের মানুষ অনেক সময়ই পচা-বাসি খাবার খেয়ে থাকে। আবার পানি সংকটের ফলে ঠিকমতো পরিষ্কার-পরিচ্ছন্নতায় ঘাটতি থাকে। ফলে তাদের মধ্যেই ডায়রিয়া বা কলেরার প্রবণতা বেশি।
স্বাস্থ্য অধিদপ্তরের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষনা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ড. মাহমুদুর রহমান বলেন, গরমের দিনে বেশি ডায়রিয়া ও কলেরার প্রকোপ দেখা দেয়। তবে ডায়রিয়া-কলেরা ছাড়াও টাইফয়েড, জন্ডিস, চর্ম রোগসহ আরো বেশ কিছু রোগের প্রাদুর্ভাব ঘটে পানিদূষণের কারণেই। তিনি তাপপ্রবাহের সময়ে বেশি করে বিশুদ্ধ পানি বা তরল খেতে ও সরাসরি রোদে না যাওয়ার পরামর্শ দেন।যশোর : বোরো ধান কাটার মৌসুম শুরু হলেও প্রচণ্ড গরমে কৃষক মাঠে যেতে পারছে না। ঘরে ঘরে নিউমোনিয়া ও ডায়রিয়া দেখা দিচ্ছে। হিট স্ট্রোকে আক্রান্ত হওয়ার খবরও পাওয়া যাচ্ছে। এক সপ্তাহ ধরে যশোর অঞ্চলে ৩৮ থেকে ৪০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ওঠানামা করছে।
যশোর হাসপাতালের চিকিৎসক ওবায়দুল কাদের উজ্জ্বল বলেন, এমন দাবদাহে বেশি সময় রোদে থাকা যাবে না। ঘর কিংবা গাছের ছায়ায় থাকতে হবে। ঘন ঘন পানি পান করতে হবে। লেবুর শরবত খেলে ভালো হয়।
ফরিদপুর : ফরিদপুর আঞ্চলিক আবহাওয়া কার্যালয়ের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সুরজুল আমিন জানান, ফরিদপুরের সর্বোচ্চ তাপমাত্রা ৩৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। মেহেরপুর : তীব্র তাপপ্রবাহের কারণে স্কুলগুলো আগেভাগেই ছুটি হয়ে যাচ্ছে। মেহেরপুরে আবহাওয়া অফিস না থাকায় যোগাযোগ করা হয় চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসে। সেখানকার ভারপ্রাপ্ত আবহাওয়া কর্মকর্তা জাহেদুল ইসলাম বলেন, বিকেল ৩টার সময় চুয়াডাঙ্গায় তাপমাত্রা ছিল ৪০ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।
চুয়াডাঙ্গা : গত কয়েক দিনের মতো চুয়াডাঙ্গায় ছিল মাঝারি ধরনের তাপপ্রবাহ। সকাল থেকেই রোদের তীব্রতা ছিল অসহনীয়। রাস্তাঘাট ছিল ফাঁকা ফাঁকা। তাপপ্রবাহের কারণে খেটে খাওয়া মানুষকে সবচেয়ে বেশি কষ্ট সহ্য করতে হয়েছে। গতকাল চুয়াডাঙ্গায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৪০ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. মাসুদ রানা জানান, তীব্র তাপের কারণে গরমজনিত রোগের প্রাদুর্ভাব বেড়েছে। প্রতিদিনই নতুন নতুন রোগী আসছে হাসপাতালে। ধারণক্ষমতা কম থাকায় অনেক রোগীকে থাকতে হচ্ছে হাসপাতালের মেঝেতে।মাদারীপুর : প্রচণ্ড গরমে মাদারীপুরে গত কয়েক দিনে ডায়রিয়া আক্রান্ত রোগীর সংখ্যা বাড়লেও চাহিদা অনুযায়ী চিকিৎসাসেবা না পেয়ে ভোগান্তি তে পড়েছে রোগীরা। গতকাল মাদারীপুর সদর হাসপাতালে বিভিন্ন এলাকা থেকে চিকিৎসা নিতে আসা অনেক রোগীই হাসপাতালের মেঝেতে শুয়ে ছিল। অধিকাংশ রোগীর অভিযোগ, হাসপাতাল থেকে খাবার স্যালাইন ছাড়া অন্য কোনো ওষুধ দেওয়া হয় না। হাসপাতাল সূত্রে জানা গেছে, সকালেই হাসপাতালে ২৪ জন ডায়রিয়া আক্রান্ত রোগী ভর্তি হয়েছে।
খুলনা : খুলনায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। তীব্র দাবদাহে মৎস্যভাণ্ডার খ্যাত এ অঞ্চলে মাছের মড়ক দেখা দিয়েছে। প্রতিদিন মৎস্যচাষিদের মাৎস্যসম্পদ রক্ষায় অগভীর নলকূপে পানি তুলে ঘের, পুকুরসহ বিভিন্ন জলাশয়ের মাছ রক্ষা করতে হচ্ছে। এর পরও প্রতিদিন মাছ মরে ভেসে উঠছে। সময়টি বোরো ধান কাটার। ক্ষেতে কাজ করতে গিয়ে কৃষকদের নাভিশ্বাস উঠছে। বোরোচাষি শেখ মনিরুজ্জামান বলেন, কৈয়াহাট থেকে মজুর নিয়ে এসেছিলাম। কিন্তু তারা কাজ ছেড়ে চলে গেছে।
রাজশাহী: রোববার রাজশাহীর সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। শনিবারও ছিলো একই তাপমাত্রা।গত দুই দিনের তাপমাত্রা ছিলো এ মওসুমে রাজশাহীর সর্বোচ্চ তাপমাত্রা।এখন চলছে বসন্তকাল। গ্রীষ্ম আসতে আরও দু’দিন বাকি। এরই মধ্যে তাপমাত্রা মাত্রা ছাড়িয়ে যাচ্ছে। প্রচণ্ড গরমে অতিষ্ঠ হয়ে উঠেছে রাজশাহীসহ উত্তরাঞ্চলের মানুষ। তপ্ত রোদে তেঁতে উঠেছে এ অঞ্চলের প্রকৃতি। সাধারণ মানুষ বিশেষ করে খেটে খাওয়া মানুষের জীবনে নেমে এসেছে দুর্যোগ।
অনেকেই বলছেন, গ্রীষ্ম না আসতেই তাপমাত্রা যে হারে বেড়েছে, গ্রীষ্মকালে না জানি আর কত বাড়ে। তাপমাত্রা আরো বেড়ে গেলে জীবন ধারণই তো কঠিন হয়ে পড়বে।রাজশাহী আবহাওয়া অফিসের পর্যবেক্ষক দেবল কুমার জানান, বৃষ্টিপাত না হলে রাজশাহীতে তাপমাত্রা আরো বাড়তে পারে। গত কয়েক দিনে রাজশাহীর তাপমাত্রা বাড়ছে।এদিকে গত শুক্রবার রাজশাহী অঞ্চলের তাপমাত্রা ছিল সর্বোচ্চ ৩৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস ও শনিবারের সর্বোচ্চ তাপমাত্রা ৩৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয়েছে। রোববার এ মাত্রা একই আছে। শুধু রাজশাহী নয়, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, নাটোর, জয়পুরহাটসহ পাশের বিভাগ রংপুরের জেলাগুলোতেও কমবেশি একই তাপমাত্রা বিরাজ করছে।
রাজশাহীতে ক্রমান্বয়ে তাপমাত্রা বাড়ার ফলে খেটে খাওয়া মানুষেরা দুর্ভোগের শিকার হচ্ছে। অতিরিক্ত তাপমাত্রা বাড়ার ফলে ক্রমান্বয়ে জনজীবন প্রায় বিপর্যস্ত হয়ে পড়েছে। জীবনজীবিকার তাগিদে খেটে খাওয়া মানুষ তীব্র গরম উপেক্ষা করে কাজ করছে। কাঠফাটা রোদে পথচারীরাও ভোগান্তির মুখে পড়েছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে নগরীর রাস্তাগুলোতে যান চলাচল কমে আসছে। মানুষ একান্ত কাজ ছাড়া ঘরের বাইরে বের হতে চাচ্ছে না।এদিকে গরমের সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে লোডশেডিং। নগরীসহ আশেপাশের এলাকায় দিন-রাতে ৪ থেকে ৫ ঘণ্টা করে লোডশেডিং থাকছে। এতে করে এইচএসসি পরীক্ষার্থীরা পড়েছে বিপাকে।রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের তথ্য অনুযায়ি, অতিরিক্ত গরমে বেশি বিপাকে পড়েছে শিশু ও বৃদ্ধরা। গত দুদিনে রামেক হাসপাতালে ৫০ জনের বেশি অসুস্থ হয়ে ভর্তি হয়েছে। বিশেষ করে ডায়রিয়ায় আক্রান্ত রোগীর সংখ্যা হাসপাতালগুলোতে বেড়েছে।