সচিবালয় অভিমুখী নার্সদের মিছিলে পুলিশি বাধা

0
0

10-04-16-Diploma Naurses-8

ব্যাচভিত্তিক নিয়োগের দাবিতে বাংলাদেশ ডিপ্লোমা বেকার নার্সেস অ্যাসোসিয়েশনের (বিডিবিএনএ) কয়েকশ নার্স মিছিল সহকারে স্বাস্থ্য মন্ত্রণালয়ে স্মারকলিপি পেশ করতে গেলে সচিবালয়ের ৫ নং গেটে পুলিশি বাধার মুখে পড়ে। রোববার দুপুরে মিছিলটি প্রেসক্লাবের পাশে সচিবালয়ের ৫ নং গেট পর্যন্ত পৌঁছুলে পুলিশ তাতে বাধা দেয়। এক পর্যায়ে পুলিশি ব্যারিকেড ভাঙতে না পেরে নার্সরা সেখানেই অবস্থান নেয়। এসময় নার্সদের পক্ষে ৪ সদস্যদের প্রতিনিধিদল সচিবালয়ে স্মারকলিপি পেশ করতে যান।

বাংলাদেশ বেসিক গ্র্যাজুয়েট নার্সেস সোসাইটির সভাপতি রাজীব কুমার বিশ্বাস জানান, বাংলাদেশ ডিপ্লোমা বেকার নার্সেস অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী সদস্য সমাপ্তি রানী দে, ইসরাত জাহান, বাংলাদেশ বেসিক গ্র্যাজুয়েট নার্সেস সোসাইটির সহ-সভাপতি সুজয় বিশ্বাস ও আইন বিষয়ক সম্পাদক জিয়াউল হক স্বাস্থ্যমন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদান করেন।স্মারকলিপি প্রদান শেষে সংক্ষিপ্ত সমাবেশে ফারুক হোসাইন বলেন, পুলিশের লাঠির আঘাত আমাদের হটাতে পারবে না। আমরা ভয় করি না। ন্যায্য দাবি আদায়ে আমরা জীবন দিতেও রাজি।

এসময় তিনি স্বাস্থ্যমন্ত্রীকে উদ্দেশ্য করে বলেন, স্বাস্থ্যমন্ত্রী ডাক্তারদের নিয়ে মিটিং করেন। অথচ আজ ৭ দিন আমরা ন্যায্য দাবি আদায় করতে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান করছি, কিন্তু তিনি আমাদের একবারও ডাকেননি।যতক্ষণ পর্যন্ত দাবি আদায় না হবে ততক্ষণ পর্যন্ত আমরা প্রেসক্লাবে অবস্থান নেব মন্তব্য করে ফারুক হোসাইন আন্দোলনরত নার্সদের উদ্দেশ্য করে বলেন, সোমবার আমরা প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি পেশ করবো। এজন্য সকাল ১০টায় প্রেসক্লাবের সামনে থেকে মিছিল সহকারে প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে যাত্রা করবো।

প্রসঙ্গত, গত ২৮ মার্চ ৩ হাজার ৬১৬ জন সিনিয়র স্টাফ নার্স পদের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি দেয় পিএসসি। এই নিয়োগ বিজ্ঞপ্তি বাতিল ও আগের মতো জ্যেষ্ঠতার ভিত্তিতে নার্স নিয়োগ দেয়ার দাবিতে গত কয়েকদিন যাবত প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন বেকার নার্সরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here